Ajker Patrika

লেনোভোর স্বচ্ছ ডিসপ্লের ল্যাপটপ

প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা 
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯: ০৭
লেনোভোর স্বচ্ছ ডিসপ্লের ল্যাপটপ

সিনেমায় দেখানো আধুনিক প্রযুক্তি যেন সামনে হাজির করল লেনোভো। বিশ্বের প্রথম স্বচ্ছ ডিসপ্লে ও কি-বোর্ডের সমন্বয়ে একটি অনন্য ল্যাপটপ তৈরি করে দেখাল চীনের এই প্রযুক্তি প্রতিষ্ঠান। ল্যাপটপটির স্বচ্ছ মাইক্রো এলইডি ডিসপ্লের মাধ্যমে ডিজিটাল কনটেন্টের পাশাপাশি বাস্তব জগতেও উঁকি দেওয়া যাবে। ল্যাপটপটির স্বচ্ছ কি-বোর্ডটিতে কোনো বাটন থাকবে না। পুরোটিই একটি টাচ স্ক্রিন। এই কি-বোর্ডের ভার্চুয়াল কি দেখা যাবে। সেগুলোতে স্পর্শ করে মোবাইল ফোনের মতো টাইপ করা যাবে।

প্রযুক্তি জগতের সবচেয়ে বড় ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (২০২৪) এই ল্যাপটপ উন্মোচন করা হয়। নিজেদের ‘প্রজেক্ট ক্রিস্টাল’ প্রকল্পের আওতায় কনসেপ্ট সংস্করণের ল্যাপটপটি নিয়ে কাজ করে লেনোভো। এর আগে এমন স্বচ্ছ ডিসপ্লে শুধু ধারণামূলক পর্যায়েই দেখা গেছে। যেহেতু ল্যাপটপটি প্রতিষ্ঠানটির কনসেপ্ট পণ্য, তাই খুচরা বিক্রির জন্য ডিভাইসটি এখনই বাজারে ছাড়া হবে না বলে জানা গেছে।

লেনেভোর ১৭.৩ ইঞ্চির বেজেলবিহীন ল্যাপটপটির নাম থিংকবুক ট্রান্সপারেন্ট ডিসপ্লে ল্যাপটপ। এতে মাইক্রো এলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তাই ডিসপ্লের পেছনের দৃশ্য দেখা যায়। ল্যাপটপটি পিক্সেলগুলো বন্ধ করে দিলে ডিসপ্লেটি ৫৫ শতাংশ পর্যন্ত স্বচ্ছ হতে পারে। প্রজেক্ট ক্রিস্টালের ল্যাপটপ বা ডিসপ্লে বন্ধ থাকার সময় এর স্ক্রিন সামান্য বাদামি আভার কাচের টুকরোর মতো দেখা যায়। 
একাধিক স্তরে তৈরি হওয়া সত্ত্বেও ল্যাপটপটির প্যানেল অত্যন্ত পাতলা, যা ডিজিটাল ও অ্যানালগ জগতের সীমাকে অস্পষ্ট করে তোলে। লেনোভো বলেছে, কিছু কনট্রাস্ট স্তর যুক্ত করার কথাও বিবেচনা করছে তারা। এ ক্ষেত্রে ডিসপ্লেটিকে অস্বচ্ছ ডিসপ্লেতে পরিণত করার জন্য একটি বোতাম যুক্ত করা হতে পারে।

১৬ ইঞ্চি ডিসপ্লে হিসেবে এর রেজল্যুশনও খুব বেশি নয়। তাই খুব কাছ থেকে তাকালে পিক্সেলগুলো আলাদা আলাদা করে বোঝা যাবে। লেনোভো বলছে, থিংকবুক ট্রান্সপারেন্ট ডিসপ্লে মাইক্রো এলইডি প্রযুক্তি দিয়ে তৈরি। এতে সর্বোচ্চ ১০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা বা ব্রাইটনেস পাওয়া যাবে। ল্যাপটপটির নিচের দিকে ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা ভিডিও ধারণের পাশাপাশি বিভিন্ন বস্তুকে শনাক্তও করতে পারবে। ল্যাপটপটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাই বিভিন্ন বস্তু শনাক্তের পর সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবে। লেনোভো ল্যাপটপে ওএস উইন্ডোজ ১১ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।

ল্যাপটপটি ডুয়েল স্ক্রিন ধারণারই একটি নতুন সংস্করণ বলে মনে করছেন অনেক প্রযুক্তিবিদ। স্বচ্ছ কি-বোর্ডটিকে ড্রয়িং প্যাড হিসেবেও ব্যবহার করা যাবে। স্টাইলাস কাছে আনলে কি-বোর্ডের ডিজিটাল কিগুলো গায়েব হয়ে গিয়ে সেটি ড্রয়িং প্যাডে পরিণত হয়। এই ল্যাপটপের মাধ্যমে ডিজিটাল চিত্রশিল্পীরা বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে।

এ ল্যাপটপের কি-বোর্ড ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে এতে হ্যাপটিক ফিচার ব্যবহার করা যেতে পারে বলে মনে করা হচ্ছে। মাইক্রো এলইডি একটি সাশ্রয়ী ডিসপ্লে। এ প্রযুক্তি অ্যাপলের ভিশন প্রোর মতো অত্যাধুনিক ডিভাইসে ব্যবহার করা হয়েছে।

অভিনব এ ল্যাপটপের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সব ধরনের কাজ বা অ্যাপ্লিকেশনের জন্য এটি সুবিধাজনক নয়। বিশেষ করে টেক্সটভিত্তিক কাজের জন্য এটা খুব একটা সুবিধাজনক নয়। আর একাধিক ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ারের ক্ষেত্রে ডিসপ্লের কনটেন্টগুলো ভালোভাবে দেখা যাবে না।

ল্যাপটপটি এখনো পরীক্ষা-নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই এর প্রসেসর, মেমোরি, স্টোরেজ ও কানেকটিভিটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি লেনেভো।

তথ্যসূত্র: অ্যান্ডগ্যাজেট, দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত