চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে এক টেলিকম প্রকৌশলীকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) জানায়, তিনি তাঁর নিয়োগকর্তা কোম্পানির সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিস্তারিত তথ্য বেইজিংকে সরবরাহ করছিলেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) অনুযায়ী, একজন মার্কিন নাগরিক এবং চীনা অভিবাসী হলেন পিং লি (৫৯)। ২০১২ সাল থেকে চীনের স্টেট সিকিউরিটি মিনিস্ট্রি (এমএসএস) –এর জন্য একটি ‘সহযোগী যোগাযোগ’ হিসেবে কাজ করেছেন তিনি। এর মানে হলো, তিনি চীনের মন্ত্রণালয়ের পক্ষে গবেষণা পরিচালনা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চীনের কাছে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চীনের বিরোধী দল, গণতন্ত্রপন্থী আন্দোলনকারী, ফ্যালুন গং আধ্যাত্মিক আন্দোলনের সদস্য, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা এবং তার নিজ প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করেছিলেন পিং লি। এসব তথ্য সরবরাহ করার জন্য এবং চীনের স্টেট সিকিউরিটি মিনিস্ট্রির (এমএসএস) সঙ্গে যোগাযোগ করতে তিনি গোপন গুগল মেইল, ইয়াহু অ্যাকাউন্ট এবং অন্যান্য অনলাইন সেবা ব্যবহার করতেন। এ ছাড়া গোপন বৈঠকের জন্য নিয়মিতভাবে চীনেও সফর করেন লি।
লির দুটি নিয়োগকর্তার নাম প্রকাশ করেনি ডিওজে। এদের ‘একটি প্রধান মার্কিন টেলিকম কোম্পানি এবং একটি আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি কোম্পানি’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে অন্যান্য মিডিয়া আউটলেটগুলো নিয়োগকর্তাদের ভ্যারাইজন এবং ইনফোসিস হিসেবে চিহ্নিত করেছে। এই দুটি প্রতিষ্ঠানে কারণ লির লিংকডিন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত।
যুক্তরাষ্ট্রের সরকারের মতে, লি ভেরিজনের চীনভিত্তিক শাখাগুলোর তথ্য, প্রশিক্ষণ নির্দেশিকা পরিকল্পনা এবং সাইবার আক্রমণের ঘটনার তথ্য সরবরাহ করেছিলেন। মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়। এর মধ্যে ‘সোলারউইন্ডস’ নামের সাইবার হামলাও রয়েছে, যা চীনের সরকারের পরিচালনা করে বলে সন্দেহ করা হয়। আন্তর্জাতিক আইটি প্রদানকারী কোম্পানির জন্য সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ উপকরণ এবং অন্যান্য তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল।
চীনের অনুরোধে দ্রুত সাড়া দিতেন লি। তিনি ১০ বছর ধরে চীনের এমএসএসের জন্য কাজ করার সময় তাদের অনুরোধগুলো মাঝে মাঝে এক দিনের মধ্যে পূরণ করতেন।
লিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানাও রয়েছে। সেই সঙ্গে চার বছর কারাভোগের পর পরবর্তী তিন বছর তিনি নজরদারিতে থাকবেন।
চীনের সমর্থনে চলা গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ড নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে একটি গুপ্তচর দল ‘সল্ট টাইফুন’ এর কার্যক্রম নিয়ে। এই হ্যাকার দল ভ্যারাইজন, এটি অ্যান্ড টি এবং লুমেন টেকনোলজিসে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সিনেট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমার চুল পুড়ে যাচ্ছে’। কারণ চীনা হ্যাকাররা মার্কিন নেটওয়ার্কে প্রবেশ করেছে। তার মতে, এসব সাইবার হামলা কারণে ‘হাজার হাজার’ নেটওয়ার্ক ডিভাইস পরিবর্তন করা প্রয়োজন হতে পারে, যাতে চীনের প্রবেশাধিকার বন্ধ করা যায় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
চীনের হয়ে গুপ্তচরবৃত্তি করার অপরাধে এক টেলিকম প্রকৌশলীকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) জানায়, তিনি তাঁর নিয়োগকর্তা কোম্পানির সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিস্তারিত তথ্য বেইজিংকে সরবরাহ করছিলেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) অনুযায়ী, একজন মার্কিন নাগরিক এবং চীনা অভিবাসী হলেন পিং লি (৫৯)। ২০১২ সাল থেকে চীনের স্টেট সিকিউরিটি মিনিস্ট্রি (এমএসএস) –এর জন্য একটি ‘সহযোগী যোগাযোগ’ হিসেবে কাজ করেছেন তিনি। এর মানে হলো, তিনি চীনের মন্ত্রণালয়ের পক্ষে গবেষণা পরিচালনা এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চীনের কাছে পৌঁছানোর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চীনের বিরোধী দল, গণতন্ত্রপন্থী আন্দোলনকারী, ফ্যালুন গং আধ্যাত্মিক আন্দোলনের সদস্য, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা এবং তার নিজ প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করেছিলেন পিং লি। এসব তথ্য সরবরাহ করার জন্য এবং চীনের স্টেট সিকিউরিটি মিনিস্ট্রির (এমএসএস) সঙ্গে যোগাযোগ করতে তিনি গোপন গুগল মেইল, ইয়াহু অ্যাকাউন্ট এবং অন্যান্য অনলাইন সেবা ব্যবহার করতেন। এ ছাড়া গোপন বৈঠকের জন্য নিয়মিতভাবে চীনেও সফর করেন লি।
লির দুটি নিয়োগকর্তার নাম প্রকাশ করেনি ডিওজে। এদের ‘একটি প্রধান মার্কিন টেলিকম কোম্পানি এবং একটি আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি কোম্পানি’ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে অন্যান্য মিডিয়া আউটলেটগুলো নিয়োগকর্তাদের ভ্যারাইজন এবং ইনফোসিস হিসেবে চিহ্নিত করেছে। এই দুটি প্রতিষ্ঠানে কারণ লির লিংকডিন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত।
যুক্তরাষ্ট্রের সরকারের মতে, লি ভেরিজনের চীনভিত্তিক শাখাগুলোর তথ্য, প্রশিক্ষণ নির্দেশিকা পরিকল্পনা এবং সাইবার আক্রমণের ঘটনার তথ্য সরবরাহ করেছিলেন। মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হয়। এর মধ্যে ‘সোলারউইন্ডস’ নামের সাইবার হামলাও রয়েছে, যা চীনের সরকারের পরিচালনা করে বলে সন্দেহ করা হয়। আন্তর্জাতিক আইটি প্রদানকারী কোম্পানির জন্য সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ উপকরণ এবং অন্যান্য তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল।
চীনের অনুরোধে দ্রুত সাড়া দিতেন লি। তিনি ১০ বছর ধরে চীনের এমএসএসের জন্য কাজ করার সময় তাদের অনুরোধগুলো মাঝে মাঝে এক দিনের মধ্যে পূরণ করতেন।
লিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি ২ লাখ ৫০ হাজার ডলার জরিমানাও রয়েছে। সেই সঙ্গে চার বছর কারাভোগের পর পরবর্তী তিন বছর তিনি নজরদারিতে থাকবেন।
চীনের সমর্থনে চলা গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ড নিয়ে ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে একটি গুপ্তচর দল ‘সল্ট টাইফুন’ এর কার্যক্রম নিয়ে। এই হ্যাকার দল ভ্যারাইজন, এটি অ্যান্ড টি এবং লুমেন টেকনোলজিসে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সিনেট ইনটেলিজেন্স কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমার চুল পুড়ে যাচ্ছে’। কারণ চীনা হ্যাকাররা মার্কিন নেটওয়ার্কে প্রবেশ করেছে। তার মতে, এসব সাইবার হামলা কারণে ‘হাজার হাজার’ নেটওয়ার্ক ডিভাইস পরিবর্তন করা প্রয়োজন হতে পারে, যাতে চীনের প্রবেশাধিকার বন্ধ করা যায় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে