কম্পিউটারে টেক্সট ডকুমেন্ট তৈরির জন্য জনপ্রিয় সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। এখানে লেখার জন্য বিভিন্ন ফন্টের অপশন থাকে। তবে ওয়ার্ডে লেখার সময় পছন্দের ফন্টটি ব্যবহার করার জন্য বারবার ফন্ট পরিবর্তনের ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই পছন্দের ফন্টটি ওয়ার্ডে ডিফল্ট হিসেবে সেট করে রাখতে হয়।
ওয়ার্ডে ডিফল্ট হিসেবে ‘ক্যালিব্রি’ ফন্ট থাকে। তবে সেই ফন্ট পরিবর্তন করে নিজের পছন্দের ফন্টকে ডিফল্ট হিসেবে সেট করা যায়। তবে ফন্ট পরিবর্তনের প্রক্রিয়াটি জানেন না অনেকেই। এটি খুবই সহজ প্রক্রিয়া। কয়েক মিনিটের মাধ্যমে ডিফল্ট ফন্ট পরিবর্তন করা সম্ভব।
মাইক্রোসফটে ডিফল্ট ফন্ট পরিবর্তন করবেন যেভাবে
মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট ফন্ট স্টাইল পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায় হল ফন্ট মেনু ব্যবহার করা। এভাবে ফন্ট পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
১. কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন।
২. লেখার পেজে যে কোনো জায়গায় ‘রাইট–ক্লিক’ (মাউসের ডানপাশের বাটন) ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘ফন্ট’ অপশন নির্বাচন করুন। একটি পপআপ উইন্ডো স্ক্রিনের সামনে চালু হবে।
৪. এই উইন্ডোতে ফন্টের তালিকা থাকবে। তালিকা থেকে স্ক্রল করে পছন্দ মতো ফন্ট নির্বাচন করুন।
৫. সেই সঙ্গে ফন্টের স্টাইল (বোল্ড, ইটালিক ইত্যাদি) নির্বাচন করতে পারবেন।
৬. এরপর ফন্টের সাইজ নির্বাচন করুন।
৭. এর নিচের দিকে ‘Set As Default button’ বাটনে ক্লিক করুন। এর পর আরেকটি ছোট উইন্ডো হবে। ডিফল্ট ফন্টটি পরিবর্তন করতে চান কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এই পর্যায়ে ব্যবহারকারীর অনুমতি চাইবে।
৮. এরপর ‘ওকে’ বাটনে ট্যাপ করুন। এভাবে পছন্দের ফন্টটি ডিফল্ট হিসেবে রাখা যাবে।
কাস্টম ফন্ট ডিফল্ট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
মাইক্রোসফট ওয়ার্ডে থাকা কোনো ফন্ট পছন্দ না হলে ইন্টারনেট থেকে কাস্টম ফন্ট ইনস্টল করে তা ডিফল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওয়েবসাইট থেকে পছন্দের মতো ফন্ট ডাউনলোড করুন। নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে গুগল ফন্ট ও ফ্রন্টস্পেস ব্যবহার করতে পারেন। এসব ওয়েবসাইটে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়। সেগুলো ডাউনলোড করুন।
২. কম্পিউটারে কাঙ্ক্ষিত ফন্টটি ‘জিপ’ ফাইল হিসেবে থাকতে পারে। এটি ‘এক্সট্র্যাক্ট’ করে ইনস্টল করে ইনস্টল করতে হবে। এ জন্য জিপ ফাইলে প্রবেশ করে ফন্ট ফাইলটি খুঁজে বের করুন ও ওপেন করুন। এরপর ওপরের দিকে থাকা ইনস্টল বাটনে ক্লিক করুন।
ইনস্টলের পর ওপরের পদ্ধতি অনুযায়ী নতুন ফন্টটিকে ডিফল্ট হিসেবে সেট করুন।
কম্পিউটারে টেক্সট ডকুমেন্ট তৈরির জন্য জনপ্রিয় সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। এখানে লেখার জন্য বিভিন্ন ফন্টের অপশন থাকে। তবে ওয়ার্ডে লেখার সময় পছন্দের ফন্টটি ব্যবহার করার জন্য বারবার ফন্ট পরিবর্তনের ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই পছন্দের ফন্টটি ওয়ার্ডে ডিফল্ট হিসেবে সেট করে রাখতে হয়।
ওয়ার্ডে ডিফল্ট হিসেবে ‘ক্যালিব্রি’ ফন্ট থাকে। তবে সেই ফন্ট পরিবর্তন করে নিজের পছন্দের ফন্টকে ডিফল্ট হিসেবে সেট করা যায়। তবে ফন্ট পরিবর্তনের প্রক্রিয়াটি জানেন না অনেকেই। এটি খুবই সহজ প্রক্রিয়া। কয়েক মিনিটের মাধ্যমে ডিফল্ট ফন্ট পরিবর্তন করা সম্ভব।
মাইক্রোসফটে ডিফল্ট ফন্ট পরিবর্তন করবেন যেভাবে
মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট ফন্ট স্টাইল পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায় হল ফন্ট মেনু ব্যবহার করা। এভাবে ফন্ট পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
১. কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন।
২. লেখার পেজে যে কোনো জায়গায় ‘রাইট–ক্লিক’ (মাউসের ডানপাশের বাটন) ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘ফন্ট’ অপশন নির্বাচন করুন। একটি পপআপ উইন্ডো স্ক্রিনের সামনে চালু হবে।
৪. এই উইন্ডোতে ফন্টের তালিকা থাকবে। তালিকা থেকে স্ক্রল করে পছন্দ মতো ফন্ট নির্বাচন করুন।
৫. সেই সঙ্গে ফন্টের স্টাইল (বোল্ড, ইটালিক ইত্যাদি) নির্বাচন করতে পারবেন।
৬. এরপর ফন্টের সাইজ নির্বাচন করুন।
৭. এর নিচের দিকে ‘Set As Default button’ বাটনে ক্লিক করুন। এর পর আরেকটি ছোট উইন্ডো হবে। ডিফল্ট ফন্টটি পরিবর্তন করতে চান কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এই পর্যায়ে ব্যবহারকারীর অনুমতি চাইবে।
৮. এরপর ‘ওকে’ বাটনে ট্যাপ করুন। এভাবে পছন্দের ফন্টটি ডিফল্ট হিসেবে রাখা যাবে।
কাস্টম ফন্ট ডিফল্ট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
মাইক্রোসফট ওয়ার্ডে থাকা কোনো ফন্ট পছন্দ না হলে ইন্টারনেট থেকে কাস্টম ফন্ট ইনস্টল করে তা ডিফল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওয়েবসাইট থেকে পছন্দের মতো ফন্ট ডাউনলোড করুন। নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে গুগল ফন্ট ও ফ্রন্টস্পেস ব্যবহার করতে পারেন। এসব ওয়েবসাইটে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়। সেগুলো ডাউনলোড করুন।
২. কম্পিউটারে কাঙ্ক্ষিত ফন্টটি ‘জিপ’ ফাইল হিসেবে থাকতে পারে। এটি ‘এক্সট্র্যাক্ট’ করে ইনস্টল করে ইনস্টল করতে হবে। এ জন্য জিপ ফাইলে প্রবেশ করে ফন্ট ফাইলটি খুঁজে বের করুন ও ওপেন করুন। এরপর ওপরের দিকে থাকা ইনস্টল বাটনে ক্লিক করুন।
ইনস্টলের পর ওপরের পদ্ধতি অনুযায়ী নতুন ফন্টটিকে ডিফল্ট হিসেবে সেট করুন।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে