Ajker Patrika

ইন্টারনেটে অড্রার গ্রাহকসেবা বাড়াবে ইভ্যালি

প্রযুক্তি প্রতিবেদক
ইন্টারনেটে অড্রার গ্রাহকসেবা বাড়াবে ইভ্যালি

ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।

পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।

অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।

 এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।

অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।

বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।

অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।

তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।

ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে  শিশুদের রক্ষা করবে অড্রা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত