প্রযুক্তি প্রতিবেদক
ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।
পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।
অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।
অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।
বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।
অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।
তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।
ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করবে অড্রা।
ইন্টারনেটকে হ্যাকিং থেকে মুক্ত রাখতে কাজ করছে অড্রা। অড্রা হচ্ছে ডিআইওয়াই ইন্টারনেট সলিউশন প্রতিষ্ঠান।হ্যাকিং থেকে নেটকে সুরক্ষা করার ক্ষেত্রে অড্রার রয়েছে বিশেষ দক্ষতা।
পাশাপাশি বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদেরকে মুক্ত রাখার সেবা দিতেও সক্ষম প্রতিষ্ঠানটি।
অড্রাকে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের কাছে বেশিমাত্রায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডে।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি অড্রার সাথে চুক্তি করেছে ইভ্যালি ডটকম লিমিটেড। এর ভিত্তিতে অড্রার ডিজিটাল সেবা পাওয়া যাবে ইভ্যালিতে।
অড্রার মাধ্যমে গ্রাহকরা তাদের ইন্টারনেটকে হ্যাকিং থেকে নিরাপদে রাখতে পারবেন এবং বয়সের অনুপযোগী বিষয়গুলো থেকে তাদের শিশুদের রক্ষা করতে পারবেন।
বাসাবাড়ির ইন্টারনেটের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও কাজ করে অড্রা। তাদের এ সলিউশন আকর্ষণীয় মূল্যছাড়ে ইভ্যালি থেকে কিনতে পারবেন গ্রাহকরা।
অড্রার পক্ষ থেকে বলা হয় ইভ্যালির সাথে চুক্তির পর তাদের সেবা প্রদানের মাত্রা বেড়েছে। বেশি বেশি গ্রাহকের মাঝে সেবা প্রদানের লক্ষ্যই ছিলো প্রতিষ্ঠানটির।
তাই ইভ্যালির অনলাইন সেবা তাদের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে অড্রা কতৃপক্ষ। আর এটি গ্রাহকের জন্যও পজিটিভ হবে।
ক্যাপশন: ক্যাপশন:ইন্টারনেটের অনুপযোগী বিষয়গুলো থেকে শিশুদের রক্ষা করবে অড্রা।
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্টার্টআপ এক্সএআই আবারও বিতর্কের মুখে পড়েছে। কারণ ব্যবহারকারীদের অজান্তেই কোম্পানিটির তৈরি গ্রোক চ্যাটবটের লাখ লাখ চ্যাট গুগলে ফাঁস হয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে ‘ফোর্বস’ জানায়, গ্রোক ব্যবহারকারীরা যখন ‘শেয়ার’ বোতামে ক্লিক করেন, তখন তাদের চ্যাটগুলো একট
৬ মিনিট আগেএশিয়ার ধনী পরিবার ও ফ্যামিলি অফিসগুলো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বাড়াচ্ছে। ডিজিটাল সম্পদের প্রতি আশাবাদ, মূলধারায় গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও কিছু গুরুত্বপূর্ণ বাজারে অনুকূল নিয়ন্ত্রক নীতিমালার কারণে এই প্রবণতা দেখা যাচ্ছে।
১ ঘণ্টা আগেনিজেদের তৈরি নতুন পণ্য ও প্রযুক্তি ঘোষণা দিতে প্রতিবছরই ‘মেড বাই গুগল’ অনুষ্ঠানের আয়োজন করে গুগল। তবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত এবারের ‘মেইড বাই গুগল’ ইভেন্টটি ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। ক্যালিফোর্নিয়ার মঞ্চ আর স্লাইডভিত্তিক উপস্থাপনার বদলে এবারের আয়োজন ছিল অনেকটাই...
৩ ঘণ্টা আগেকনটেন্ট নির্মাতারা অনেক শ্রম ও সময় ব্যয় করে টিকটকে ভিডিও তৈরি করেন। তবে টিকটকে সফল হতে হলে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হবে না, জানতে হবে এর অ্যালগরিদম কীভাবে কাজ করে। অ্যালগরিদম বোঝা মানে হলো, আপনি জানেন কোন কনটেন্ট কখন ও কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত।
৮ ঘণ্টা আগে