অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য নতুন নেভিগেশন বার নিয়ে এল গুগল চ্যাট। এতে চারটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এগুলো গুগল চ্যাটের ওয়েব ভার্সনের সঙ্গে সংগতিপূর্ণ।
গুগল চ্যাটের নতুন নেভিগেশন বারের চারটি ট্যাব হলো হোম, ডাইরেক্ট মেসেজ, স্পেস ও মেনশনস। এর আগে শুধু চ্যাট ও স্পেস দুটি ট্যাব ছিল।
হোম ট্যাব: এই ট্যাবে সব ধরনের মেসেজ একত্রে দেখা যাবে। ফিল্টারের মাধ্যমে আন রিড মেসেজগুলো চিহ্নিত করা যাবে।
ডাইরেক্ট মেসেজ: গ্রুপ মেসেজসহ সাধারণ মেসেজগুলোর তালিকা এতে দেখা যাবে। পিন করা মেসেজগুলো তালিকার শীর্ষে দেখা যাবে।
স্পেস: ব্যবহারকারীরা যেসব স্পেসের সঙ্গে যুক্ত, তার তালিকা দেখতে পারবে। গুগল চ্যাটের স্পেস অপশনটি হলো একধরনের কমিউনিটি গ্রুপ, যেখানে সবাই ফাইল, লিংক ইত্যাদি শেয়ার করে।
মেনশনস: যেসব চ্যাট বা স্পেসে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে, তা এই ট্যাব থেকে দেখা যাবে।
গুগল স্মার্টফোনের জিমেইল অ্যাপে গত বৃহস্পতিবার নতুন আপডেট এনেছে গুগল। এখন ইমেইল ও মিটের চ্যাটের জন্য একটি ট্যাব থাকবে। এর আগে অ্যাপটিতে দুটি ট্যাব ছিল।
নতুন চারটি ট্যাব নিচের বারের ওপরে ভাসমান বা ফ্লোটিং অবস্থায় থাকবে।
এই আপডেট সকল গুগল ওয়ার্ক স্পেস গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহারের জন্য এই সপ্তাহে ছাড়া হবে।
চ্যাটের নেভিগেশন বারের এই ফ্লোটিং ফিচার আপডেট গুগল মেসেজের মতো হবে।
সম্প্রতি ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে। এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাকটিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সব কটি ফাইল একই জায়গায় থাকবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য নতুন নেভিগেশন বার নিয়ে এল গুগল চ্যাট। এতে চারটি নতুন ট্যাব যুক্ত করা হয়েছে। এগুলো গুগল চ্যাটের ওয়েব ভার্সনের সঙ্গে সংগতিপূর্ণ।
গুগল চ্যাটের নতুন নেভিগেশন বারের চারটি ট্যাব হলো হোম, ডাইরেক্ট মেসেজ, স্পেস ও মেনশনস। এর আগে শুধু চ্যাট ও স্পেস দুটি ট্যাব ছিল।
হোম ট্যাব: এই ট্যাবে সব ধরনের মেসেজ একত্রে দেখা যাবে। ফিল্টারের মাধ্যমে আন রিড মেসেজগুলো চিহ্নিত করা যাবে।
ডাইরেক্ট মেসেজ: গ্রুপ মেসেজসহ সাধারণ মেসেজগুলোর তালিকা এতে দেখা যাবে। পিন করা মেসেজগুলো তালিকার শীর্ষে দেখা যাবে।
স্পেস: ব্যবহারকারীরা যেসব স্পেসের সঙ্গে যুক্ত, তার তালিকা দেখতে পারবে। গুগল চ্যাটের স্পেস অপশনটি হলো একধরনের কমিউনিটি গ্রুপ, যেখানে সবাই ফাইল, লিংক ইত্যাদি শেয়ার করে।
মেনশনস: যেসব চ্যাট বা স্পেসে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে, তা এই ট্যাব থেকে দেখা যাবে।
গুগল স্মার্টফোনের জিমেইল অ্যাপে গত বৃহস্পতিবার নতুন আপডেট এনেছে গুগল। এখন ইমেইল ও মিটের চ্যাটের জন্য একটি ট্যাব থাকবে। এর আগে অ্যাপটিতে দুটি ট্যাব ছিল।
নতুন চারটি ট্যাব নিচের বারের ওপরে ভাসমান বা ফ্লোটিং অবস্থায় থাকবে।
এই আপডেট সকল গুগল ওয়ার্ক স্পেস গ্রাহকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যবহারের জন্য এই সপ্তাহে ছাড়া হবে।
চ্যাটের নেভিগেশন বারের এই ফ্লোটিং ফিচার আপডেট গুগল মেসেজের মতো হবে।
সম্প্রতি ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে। তাই তাড়াহুড়ার মধ্যেও গুগল ড্রাইভ ব্যবহার করা আরও সহজ হবে। শেয়ার, এডিট বা সর্বশেষ ব্যবহার করা ফাইলগুলো ড্রাইভের প্রথম দিকে দেখা যাবে। এই আপডেটের মাধ্যমে নোটিফিকেশন মেনু পরিবর্তন করে ‘অ্যাকটিভিটি মেনু’ নিয়ে আসা হয়েছে। এর ফলে সব কটি ফাইল একই জায়গায় থাকবে।
তথ্যসূত্র: নাইনটুভাইভগুগল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে