অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে সহজে তথ্য খুঁজে পেতে ‘সার্কেল টু সার্চ’ ফিচার এনেছ গুগল। ফোনের স্ক্রিনে থাকা যে কোনো কনটেন্ট, ছবি বা ভিডিওর ওপর আঙুল বা স্টাইলাস কলম দিয়ে বৃত্ত অঙ্কন বা স্ক্রিবল করলে, এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের মাধ্যমে সে সম্পর্কে তথ্য প্রদর্শন করবে। এই মাসের শুরুতে ফিচারটি উন্মোচন করা হলেও এখনই অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে এটি ব্যবহার করা যাবে না।
প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিত সার্কেল টু সার্চ ফিচারটি কিছু স্যামসাং ও গুগলের স্মার্টফোন মডেলে পাওয়া যাবে। তবে কিছু পিক্সেল ট্যাবলেটেও ফিচারটি ব্যবহার করা যাবে। ডিভাইসগুলোর তালিকা তুলে ধরা হলো—
১. স্যামসাং গ্যালাক্সি এস ২৪, এস ২৪ প্লাস এবং এস ২৪ আলট্রা
২. স্যামসাং গ্যালাক্সি এস ২৩, এস ২৩ প্লাস, এস ২৩ আলট্রা এবং এস ২৩ এফই
৩. স্যামসাং গ্যালাক্সি এস ২২, এস ২২ প্লাস এবং এস ২২ আলট্রা
৪. স্যামসাং গ্যালাক্সি এস ২১, এস ২১ প্লাস এবং এস ২১ আলট্রা
৫. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং ফ্লিপ ৬
৬. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং ফ্লিপ ৫
৭. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং ফ্লিপ ৪
৮. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং ফ্লিপ ৩
৯. স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৯, এস ৯ প্লাস এবং এস ৯ আলট্রা
১০. গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো
১১. গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো
১২. গুগল পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো
১৩. গুগল পিক্সেল ৬এ এবং ৭ এ
১৪. গুগল পিক্সেল ফোল্ড
১৫. গুগল পিক্সেল ট্যাবলেট
সার্কেল টু সার্চ ব্যবহার করবেন যেভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সার্কেল টু সার্চ ফিচারটি তৈরি করেছে গুগল। যদি আপনার কাছে এসব ডিভাইস থাকে তাহলে সহজেই ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফিচারটি ব্যবহার করা জন্য গ্যালাক্সি বা পিক্সেল ডিভাইসে যেকোনো জায়গা থেকে হোম বোতামটি চেপে ধরে রাখুন। প্রথমবারের মতো ‘সার্কেল টু সার্চ’ অপশনে ট্যাপ করুন। একবার এই টুল ব্যবহার করলে এটি ডিফল্ট সার্চ টুল হিসেবে সেট হয়ে যাবে এবং হোম বোতামটি চেপে ধরে রাখলেই সঙ্গে সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে চালু হবে।
ফিচারটি সক্রিয় আপনার আঙুল ব্যবহার করে স্ক্রিনের যেকোনো জায়গায় বৃত্ত অঙ্কন, স্ক্রিবল বা ট্যাপ করলে ওই অংশ সম্পর্কে গুগল সার্চ শুরু হবে। এভাবে স্ক্রিনে থাকা যেকোনো কিছু সার্চ করতে পারবেন। যেমন: ভিডিও দেখার সময় কোনো তারকা সম্পর্কে জানার জন্য সার্চ করতে পারবেন বা কোনো টিশার্টের মতো অনলাইন শপে কিছু খুঁজে পেতেও এটি সাহায্য করবে। এটি অনেকটা গুগল লেন্সের মতো কাজ করে।
সার্কেল করা বস্তুর সম্পর্কে আরও তথ্য দেখানোর জন্য স্ক্রিনের নিচে একটি প্যানেল প্রদর্শন করবে যা আপনি সোয়াইপ আপ করে দেখা যায়। এই ফিচারের সাহায্যে একটি প্রম্পট লিখে আরও নিখুঁত তথ্য বা এআই সারাংশ তৈরি করা যায়।
সার্কেল টু সার্চ ব্যবহার করার সময় কোনো স্ক্রিনশট সেভ হয় না। তবে সার্কেল টু সার্চ এর ওপরের ডানদিকের তিন ডট আইকোনে ট্যাপ করলে গুগল সেটিংসে সার্চের ইতিহাস দেখা যাবে। আর ফিচারটি ব্যবহার শেষ হলে ফোনের ব্যাক বাটনে ট্যাপ করে সার্চ ফলাফল থেকে বেরিয়ে আসা যাবে।
তথ্যসূত্র: সিনেট
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থিত স্মার্টফোনে সহজে তথ্য খুঁজে পেতে ‘সার্কেল টু সার্চ’ ফিচার এনেছ গুগল। ফোনের স্ক্রিনে থাকা যে কোনো কনটেন্ট, ছবি বা ভিডিওর ওপর আঙুল বা স্টাইলাস কলম দিয়ে বৃত্ত অঙ্কন বা স্ক্রিবল করলে, এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চের মাধ্যমে সে সম্পর্কে তথ্য প্রদর্শন করবে। এই মাসের শুরুতে ফিচারটি উন্মোচন করা হলেও এখনই অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে এটি ব্যবহার করা যাবে না।
প্রাথমিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিত সার্কেল টু সার্চ ফিচারটি কিছু স্যামসাং ও গুগলের স্মার্টফোন মডেলে পাওয়া যাবে। তবে কিছু পিক্সেল ট্যাবলেটেও ফিচারটি ব্যবহার করা যাবে। ডিভাইসগুলোর তালিকা তুলে ধরা হলো—
১. স্যামসাং গ্যালাক্সি এস ২৪, এস ২৪ প্লাস এবং এস ২৪ আলট্রা
২. স্যামসাং গ্যালাক্সি এস ২৩, এস ২৩ প্লাস, এস ২৩ আলট্রা এবং এস ২৩ এফই
৩. স্যামসাং গ্যালাক্সি এস ২২, এস ২২ প্লাস এবং এস ২২ আলট্রা
৪. স্যামসাং গ্যালাক্সি এস ২১, এস ২১ প্লাস এবং এস ২১ আলট্রা
৫. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এবং ফ্লিপ ৬
৬. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এবং ফ্লিপ ৫
৭. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং ফ্লিপ ৪
৮. স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৩ এবং ফ্লিপ ৩
৯. স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস ৯, এস ৯ প্লাস এবং এস ৯ আলট্রা
১০. গুগল পিক্সেল ৮ এবং পিক্সেল ৮ প্রো
১১. গুগল পিক্সেল ৭ এবং পিক্সেল ৭ প্রো
১২. গুগল পিক্সেল ৬ এবং পিক্সেল ৬ প্রো
১৩. গুগল পিক্সেল ৬এ এবং ৭ এ
১৪. গুগল পিক্সেল ফোল্ড
১৫. গুগল পিক্সেল ট্যাবলেট
সার্কেল টু সার্চ ব্যবহার করবেন যেভাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে সার্কেল টু সার্চ ফিচারটি তৈরি করেছে গুগল। যদি আপনার কাছে এসব ডিভাইস থাকে তাহলে সহজেই ফিচারটি ব্যবহার করতে পারবেন। ফিচারটি ব্যবহার করা জন্য গ্যালাক্সি বা পিক্সেল ডিভাইসে যেকোনো জায়গা থেকে হোম বোতামটি চেপে ধরে রাখুন। প্রথমবারের মতো ‘সার্কেল টু সার্চ’ অপশনে ট্যাপ করুন। একবার এই টুল ব্যবহার করলে এটি ডিফল্ট সার্চ টুল হিসেবে সেট হয়ে যাবে এবং হোম বোতামটি চেপে ধরে রাখলেই সঙ্গে সঙ্গে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে চালু হবে।
ফিচারটি সক্রিয় আপনার আঙুল ব্যবহার করে স্ক্রিনের যেকোনো জায়গায় বৃত্ত অঙ্কন, স্ক্রিবল বা ট্যাপ করলে ওই অংশ সম্পর্কে গুগল সার্চ শুরু হবে। এভাবে স্ক্রিনে থাকা যেকোনো কিছু সার্চ করতে পারবেন। যেমন: ভিডিও দেখার সময় কোনো তারকা সম্পর্কে জানার জন্য সার্চ করতে পারবেন বা কোনো টিশার্টের মতো অনলাইন শপে কিছু খুঁজে পেতেও এটি সাহায্য করবে। এটি অনেকটা গুগল লেন্সের মতো কাজ করে।
সার্কেল করা বস্তুর সম্পর্কে আরও তথ্য দেখানোর জন্য স্ক্রিনের নিচে একটি প্যানেল প্রদর্শন করবে যা আপনি সোয়াইপ আপ করে দেখা যায়। এই ফিচারের সাহায্যে একটি প্রম্পট লিখে আরও নিখুঁত তথ্য বা এআই সারাংশ তৈরি করা যায়।
সার্কেল টু সার্চ ব্যবহার করার সময় কোনো স্ক্রিনশট সেভ হয় না। তবে সার্কেল টু সার্চ এর ওপরের ডানদিকের তিন ডট আইকোনে ট্যাপ করলে গুগল সেটিংসে সার্চের ইতিহাস দেখা যাবে। আর ফিচারটি ব্যবহার শেষ হলে ফোনের ব্যাক বাটনে ট্যাপ করে সার্চ ফলাফল থেকে বেরিয়ে আসা যাবে।
তথ্যসূত্র: সিনেট
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৮ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৩ ঘণ্টা আগে