প্রযুক্তি ডেস্ক
কয়েক দিন পর পর জিমেইল অ্যাকাউন্টে লগইন করলেই একগাদা মেইল এসে জমা হয়। এই পরিস্থিতির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। আর বেশির ভাগ মেইল অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক। এ সমস্যা দূর করতে শিগগির নতুন নিয়ম চালু করছে গুগল। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম ৯৯.৯ শতাংশ স্প্যাম, ফিশিং, ম্যালওয়্যার মেইল ব্যবহারকারীদের ইনবক্সে ঢুকতে বাধা দেয়।
সংখ্যার হিসাবে প্রতিদিন ১৫ বিলিয়ন অর্থাৎ ১ হাজার ৫০০ কোটির বেশি অপ্রত্যাশিত মেইল ব্লক করে গুগল। তবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে এসব মেইল ফাঁকফোকর দিয়ে ঢুকে যাচ্ছে ব্যবহারকারীর ইনবক্সে। তবে যেসব অ্যাকাউন্ট দিনে ৫ হাজারের বেশি মেইল পাঠায়, তাদের জন্য আলাদা নিয়ম চালু করবে গুগল। এই নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীদের ইনবক্স আরও নিরাপদ ও স্প্যামমুক্ত হয়ে উঠবে।
যাচাই-বাছাই
ব্যবসায়িক বা প্রমোশনাল অনেক প্রতিষ্ঠান আছে, যারা একই সঙ্গে অনেকগুলো মেইল পাঠায়। এই ধরনের প্রতিষ্ঠান মেইলগুলো ভালোভাবে সুরক্ষিত ও নিরাপদ না করে ব্যবহারকারীদের পাঠায়। ফলে বিভিন্ন চক্র এসব মেইলের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহারকারীদের আক্রমণ করে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে গুগল প্রেরককে ভালোভাবে যাচাই-বাছাই করার প্রক্রিয়া হাতে নিচ্ছে।
নতুন ৩ নিয়ম
এখন থেকে ৫ হাজারের বেশি মেইল পাঠানো অ্যাকাউন্টকে মানতে হবে তিনটি নতুন নিয়ম। আগামী বছরের ফেব্রুয়ারিতে নিয়মটি কার্যকর হবে।
১. নিজেদের ই-মেইল প্রমাণ করা: যারা অনেকগুলো ই-মেইল একসঙ্গে পাঠায়, তাদের বেশ কিছু নিয়ম মেনে নিজেদের অ্যাকাউন্টের প্রমাণ দিতে হবে। এর মাধ্যমে প্রতারকদের হুমকির হাত থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করছে গুগল। তবে নিয়মগুলো সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
২. সহজে আনসাবস্ক্রাইবের ব্যবস্থা: অনেক সময় অপ্রয়োজনীয় ই-মেইল সহজে আনসাবস্ক্রাইব করা যায় না। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসায়িক কাজে ব্যবহার করা এসব মেইল যাতে এক ক্লিকেই ব্যবহারকারীরা আনসাবস্ক্রাইব করতে পারে, প্রেরকদের সেই ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আর দুই দিনের মধ্যেই শেষ করতে হবে আনসাবস্ক্রিপশন প্রক্রিয়া।
৩. প্রয়োজনের বাইরে মেইল পাঠানো যাবে না: ব্যবহারকারী যাতে অসংখ্য অপ্রত্যাশিত মেইল না পায়, সেটা প্রেরককে নিশ্চিত করতে হবে।
একসঙ্গে মাঠে নামছে গুগল ও ইয়াহু
গুগল বলছে, শুধু তারা একা নয়। মেইল দুনিয়ার অন্যান্য প্রতিষ্ঠানও এই সমস্যা সমাধানে এগিয়ে আসছে। তাদের সঙ্গে এই যুদ্ধে যুক্ত হচ্ছে একসময়ের জনপ্রিয় মেইল সার্ভিস ইয়াহু। ইয়াহুর মতে, বর্তমানে বেশির ভাগ মানুষ ই-মেইল ব্যবহার করে। তাই সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলে ব্যবহারকারীরা প্রতারণার জাল থেকে রেহাই পাবে। গুগল ও অন্যান্য মেইল সার্ভিসের সঙ্গে কাজ করে এই শিল্পে বড় পরিবর্তনে আশাবাদী ইয়াহু।
ছবি: গেজেটস নাউ
কয়েক দিন পর পর জিমেইল অ্যাকাউন্টে লগইন করলেই একগাদা মেইল এসে জমা হয়। এই পরিস্থিতির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। আর বেশির ভাগ মেইল অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক। এ সমস্যা দূর করতে শিগগির নতুন নিয়ম চালু করছে গুগল। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সিস্টেম ৯৯.৯ শতাংশ স্প্যাম, ফিশিং, ম্যালওয়্যার মেইল ব্যবহারকারীদের ইনবক্সে ঢুকতে বাধা দেয়।
সংখ্যার হিসাবে প্রতিদিন ১৫ বিলিয়ন অর্থাৎ ১ হাজার ৫০০ কোটির বেশি অপ্রত্যাশিত মেইল ব্লক করে গুগল। তবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে এসব মেইল ফাঁকফোকর দিয়ে ঢুকে যাচ্ছে ব্যবহারকারীর ইনবক্সে। তবে যেসব অ্যাকাউন্ট দিনে ৫ হাজারের বেশি মেইল পাঠায়, তাদের জন্য আলাদা নিয়ম চালু করবে গুগল। এই নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীদের ইনবক্স আরও নিরাপদ ও স্প্যামমুক্ত হয়ে উঠবে।
যাচাই-বাছাই
ব্যবসায়িক বা প্রমোশনাল অনেক প্রতিষ্ঠান আছে, যারা একই সঙ্গে অনেকগুলো মেইল পাঠায়। এই ধরনের প্রতিষ্ঠান মেইলগুলো ভালোভাবে সুরক্ষিত ও নিরাপদ না করে ব্যবহারকারীদের পাঠায়। ফলে বিভিন্ন চক্র এসব মেইলের দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবহারকারীদের আক্রমণ করে। এমন সমস্যা থেকে মুক্তি পেতে গুগল প্রেরককে ভালোভাবে যাচাই-বাছাই করার প্রক্রিয়া হাতে নিচ্ছে।
নতুন ৩ নিয়ম
এখন থেকে ৫ হাজারের বেশি মেইল পাঠানো অ্যাকাউন্টকে মানতে হবে তিনটি নতুন নিয়ম। আগামী বছরের ফেব্রুয়ারিতে নিয়মটি কার্যকর হবে।
১. নিজেদের ই-মেইল প্রমাণ করা: যারা অনেকগুলো ই-মেইল একসঙ্গে পাঠায়, তাদের বেশ কিছু নিয়ম মেনে নিজেদের অ্যাকাউন্টের প্রমাণ দিতে হবে। এর মাধ্যমে প্রতারকদের হুমকির হাত থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করছে গুগল। তবে নিয়মগুলো সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
২. সহজে আনসাবস্ক্রাইবের ব্যবস্থা: অনেক সময় অপ্রয়োজনীয় ই-মেইল সহজে আনসাবস্ক্রাইব করা যায় না। নতুন নিয়ম অনুযায়ী, ব্যবসায়িক কাজে ব্যবহার করা এসব মেইল যাতে এক ক্লিকেই ব্যবহারকারীরা আনসাবস্ক্রাইব করতে পারে, প্রেরকদের সেই ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। আর দুই দিনের মধ্যেই শেষ করতে হবে আনসাবস্ক্রিপশন প্রক্রিয়া।
৩. প্রয়োজনের বাইরে মেইল পাঠানো যাবে না: ব্যবহারকারী যাতে অসংখ্য অপ্রত্যাশিত মেইল না পায়, সেটা প্রেরককে নিশ্চিত করতে হবে।
একসঙ্গে মাঠে নামছে গুগল ও ইয়াহু
গুগল বলছে, শুধু তারা একা নয়। মেইল দুনিয়ার অন্যান্য প্রতিষ্ঠানও এই সমস্যা সমাধানে এগিয়ে আসছে। তাদের সঙ্গে এই যুদ্ধে যুক্ত হচ্ছে একসময়ের জনপ্রিয় মেইল সার্ভিস ইয়াহু। ইয়াহুর মতে, বর্তমানে বেশির ভাগ মানুষ ই-মেইল ব্যবহার করে। তাই সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলে ব্যবহারকারীরা প্রতারণার জাল থেকে রেহাই পাবে। গুগল ও অন্যান্য মেইল সার্ভিসের সঙ্গে কাজ করে এই শিল্পে বড় পরিবর্তনে আশাবাদী ইয়াহু।
ছবি: গেজেটস নাউ
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে