প্রযুক্তি ডেস্ক
আইফোনে আসা মেসেজগুলো চাইলে ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে শুনতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার আইফোন বা আইপ্যাডে আসা মেসেজ প্রেরকের কণ্ঠস্বরেই শোনার সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। শুধু আইমেসেজ ব্যবহারকারীরাই এ সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয় থেকে এরই মধ্যে এ প্রযুক্তির মেধাস্বত্ব নিজের করে নিয়েছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা চালু হলে আইমেসেজে আসা যেকোনো মেসেজ শোনা যাবে প্রেরকের কণ্ঠস্বরে। তবে, প্রেরককে ভয়েস মেসেজের মতো রেকর্ড করতে হবে না তাঁর বার্তা। প্রেরকের লিখিত মেসেজই শোনার ব্যবস্থা করবে আইফোন।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে মেসেজ পড়ে শোনানোর জন্য সিরির প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ, বর্তমানে সিরি যে প্রযুক্তিতে মেসেজ পড়ে শোনায়, একই প্রযুক্তি ব্যবহার করে লেখা পড়ে শোনাবে অ্যাপল। শুধু প্রেরকের কণ্ঠস্বর, কথা বলার ধরন ইত্যাদি পর্যালোচনা করে সিরির বদলে মেসেজ প্রেরকের কণ্ঠস্বর ব্যবহার করা হবে।
সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
আইফোনে আসা মেসেজগুলো চাইলে ভার্চ্যুয়াল সহকারী সিরির মাধ্যমে শুনতে পারেন ব্যবহারকারীরা। তবে এবার আইফোন বা আইপ্যাডে আসা মেসেজ প্রেরকের কণ্ঠস্বরেই শোনার সুবিধা চালু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। শুধু আইমেসেজ ব্যবহারকারীরাই এ সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক কার্যালয় থেকে এরই মধ্যে এ প্রযুক্তির মেধাস্বত্ব নিজের করে নিয়েছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকস্পটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এ সুবিধা চালু হলে আইমেসেজে আসা যেকোনো মেসেজ শোনা যাবে প্রেরকের কণ্ঠস্বরে। তবে, প্রেরককে ভয়েস মেসেজের মতো রেকর্ড করতে হবে না তাঁর বার্তা। প্রেরকের লিখিত মেসেজই শোনার ব্যবস্থা করবে আইফোন।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে মেসেজ পড়ে শোনানোর জন্য সিরির প্রযুক্তি ব্যবহার করা হবে। অর্থাৎ, বর্তমানে সিরি যে প্রযুক্তিতে মেসেজ পড়ে শোনায়, একই প্রযুক্তি ব্যবহার করে লেখা পড়ে শোনাবে অ্যাপল। শুধু প্রেরকের কণ্ঠস্বর, কথা বলার ধরন ইত্যাদি পর্যালোচনা করে সিরির বদলে মেসেজ প্রেরকের কণ্ঠস্বর ব্যবহার করা হবে।
সম্প্রতি আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য বিশেষ এক আপডেট এনেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে ভিডিও কলে পাওয়া যাবে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরের শেষ দিকে নতুন এই ফিচার পরীক্ষা শুরু করে হোয়াটসঅ্যাপ। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলাকালীন অন্য কোনো অ্যাপ চালু করলে ব্যবহারকারীর ভিডিও কল ‘মিনিমাইজ’ করবে হোয়াটসঅ্যাপ। ফলে, সেবায় ভিডিও কল চলাকালীন অন্যান্য কাজ করার সুযোগ পাওয়া যাবে। সব আইওএস ব্যবহারকারীর কাছে ফিচারটি এখনো পৌঁছায়নি। তবে কয়েক সপ্তাহের মধ্যে নতুন আপডেটের সঙ্গে এই ‘পিআইপি’ ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
১৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
১৫ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
১৭ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
১৯ ঘণ্টা আগে