Ajker Patrika

গুগল ফটোজের ‘সার্চ’ সুবিধা হলো আরও শক্তিশালী 

প্রযুক্তি ডেস্ক
গুগল ফটোজের ‘সার্চ’ সুবিধা হলো আরও শক্তিশালী 

গুগল ফটোজে ‘সার্চ’ সুবিধা ব্যবহার করে ব্যবহারকারীরা পুরোনো বিভিন্ন ছবি খুঁজে পান। তবে এই সুবিধাটি খুব একটা কার্যকর নয়। সাধারণ কিছু শব্দ ব্যবহার করে ছবি খুঁজতে পারেন ব্যবহারকারীরা। একটু বিস্তারিত বা কঠিন শব্দ ব্যবহার করলে এই সার্চ সুবিধা ভালোভাবে কাজ করে না। তাই এই ছবি অনুসন্ধানের সুবিধাকে আরও শক্তিশালী করেছে গুগল। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, গুগল ফটোজের জন্য আরও শক্তিশালী ‘সার্চ’ সুবিধা পরীক্ষা করা হচ্ছে। ফটোজের ওয়েব সংস্করণে এরই মধ্যে ‘ট্রাই আ মোর পাওয়ারফুল সার্চ’ লেখা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। তবে আপাতত অ্যান্ড্রয়েডে এই সুবিধা পাবেন না ব্যবহারকারীরা। 

যদি গুগল ফটোজে ব্যবহারকারী কোনো মানুষের সঙ্গে নাম যুক্ত করেন, তবে সেই মানুষের নামে সঙ্গে জায়গার নাম দিয়ে ছবি খোঁজা যাবে। এর আগে, ফটোজে ‘ম্যাজিক ইরেজার’ নামের টুল যুক্ত করে গুগল। টুলটি ব্যবহারের মাধ্যমে ছবিতে থাকা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তু মুছে ফেলা যাবে সহজেই। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গুগলের পিক্সেল ফোন ব্যবহারকারীরা আগে থেকেই এই টুল ব্যবহারের সুবিধা পেয়ে আসছেন। টুলটি এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। আরও বেশিসংখ্যক ব্যবহারকারীকে টুলটি ব্যবহারের সুযোগ দিতেই গুগল ফটোজে টুলটি যুক্ত করেছে গুগল। তবে চাইলেই যে কেউ ব্যবহার করতে পারবেন না এটি। শুধু গুগলের ক্লাউডভিত্তিক স্টোরেজ সুবিধা ‘গুগল ওয়ান’- এ নিবন্ধন করা ব্যবহারকারীরাই টুলটি পাবেন।

বর্তমানে গুগল ফটোজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (এআই) কাজে লাগিয়ে ছবিতে থাকা বিভিন্ন দৃশ্য মুছে ফেলা যায়। তবে টুলটির মাধ্যমে ছবি থেকে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি আলাদা করে ম্যানুয়াল পদ্ধতিতে মুছে ফেলতে পারবেন ব্যবহারকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত