অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
অ্যাপ স্টোর থেকে ‘কিমি’ নামের একটি অ্যাপ সরিয়ে ফেলল অ্যাপল। ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে পাইরেটেড মুভি দেখেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের মতে, আইওএস, আইপ্যাডওস ও ম্যাকওসের অ্যাপ স্টোর থেকে অ্যাপটি সরিয়ে ফেলা হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাপ স্টোরে ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে যুক্ত হয় কিমি অ্যাপ। অ্যাপটি ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা আশঙ্কা করছেন। কিমির ডেভেলপাররা অ্যাপটির সম্পর্কের কোনো বিস্তারিত তথ্য জানায়নি। এরপরও অ্যাপ স্টোরের ট্রেন্ডিংয়ে ৮ নম্বরে ছিল অ্যাপটি ও ফ্রি অ্যাপের তালিকায় ৪৬ নম্বরে।
অ্যাপটি চালু করলেই সিনেমা ও টিভি শো এর তালিকা দেখা যেত। পপকর্ন টাইমের মতো অনেক আগের অ্যাপরে সঙ্গে এর মিল রয়েছে। টরেন্ট থেকে মুভি স্ট্রিম করা হতো এই অ্যাপে। তবে কিমি অ্যাপও টরেন্ট ব্যবহার করে নাকি, এই বিষয়ে কোনো তথ্য প্রতিবেদনে জানানো হয়নি।
কিমি অ্যাপে সিনেমা ও সিরিজগুলো সহজেই ফিল্টার করা যায়। অ্যাপে জনপ্রিয়তার ভিত্তিতে মুভি ও সিনেমাগুলো র্যাংকিংও করা থাকে। কোনগুলো নতুন মুভি বা কোনগুলো বেশি জনপ্রিয় তা অ্যাপের বিভিন্ন ফিল্টারের মাধ্যমে বোঝা যায়।
অ্যাপটি মুভি ডাউনলোড করারও সুবিধা দেয়। কিন্তু ভিডিওয়ের মান তেমন ভালো ছিল না। মুভি বা সিরিজের অভিনেতা ও পটভূমি সম্পর্কেও অ্যাপে তথ্য পাওয়া যেত। খুব দ্রুত মুভি খুঁজে পেতে অ্যাপটি সাহায্য করে।
অ্যাপলে রিভিউ দলের চোখ এড়িয়ে কীভাবে অ্যাপটি স্টোরে যুক্ত হলো, সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
ইউরোপের সব সময় থার্ড পার্টি অ্যাপ বা অ্যাপ স্টোরের বিরোধী ছিল। তবে ইউরোপের ডিজিটাল অ্যাক্টের ফলে ইউরোপে এই সুবিধা দিতে বাধ্য হয়েছে। সম্প্রতি একটি ফিশিং অ্যাপও অ্যাপল স্টোরে পাওয়া যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে