ভুল বা মিথ্যা তথ্য প্রচার বন্ধে থ্রেডসের নিজস্ব ফ্যাক্ট চেক টিম তৈরি করছে মেটা। অন্য প্ল্যাটফর্মগুলোর সহায়তার বদলে স্বয়ংসম্পূর্ণ হতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব ও ভুল তথ্য ঠেকাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং দলের সাহায্য নেয়। থ্রেডসের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্সের (টুইটার) নিজস্ব ফ্যাক্ট চেকিং দল নেই।
এক ঘোষণায় মেটা বলছে, আগামী বছর থেকে থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা থ্রেডসের ভুয়া কনটেন্ট পর্যালোচনা বা রিভিউ করবে। এখন ফ্যাক্ট চেকাররা ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো কনটেন্টকে ভুল বা মিথ্যা হিসেবে রেটিং দিলে বা চিহ্নিত করলে থ্রেডসে প্রকাশিত প্রায় একই ধরণের কনটেন্টের ক্ষেত্রেও একই রেটিং প্রয়োগ করা হয়। কিন্তু থ্রেডসের কনটেন্ট সরাসরি রেটিং করা যায় না।
আগামী বছরে এই সরাসরি ফ্যাক্ট চেকিংয়ের এই ফিচার থ্রেডসে যুক্ত হবে বলে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মেসোরি একটি পোস্টে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকিংয়ে প্রাপ্ত ভুয়া কনটেন্টগুলো থ্রেডসেও খোঁজা হয়। তবে মেটার লক্ষ্য হল– থ্রেডস অ্যাপে সরাসরি ভুয়া তথ্য রিভিউ করতে পারে এমন ফ্যাক্ট চেক টিম গঠন।
করোনা মহামারি ও ২০১৬ এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভুয়া তথ্য প্রচারের জন্য মেটার অনেক সমালোচনা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ২০২৪ সালের নির্বাচনগুলো কেন্দ্র করে ভুয়া তথ্য প্রচার বন্ধে ইতিমধ্যে নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেছে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের প্রতিবেদক মীরা নাভলাখা বলেন, মেটার প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন বহু দিন ধরে বিতর্কিত। অনলাইনে ভুল তথ্য বন্ধে ব্যর্থ হওয়ায় মেটার সুনাম ক্ষুণ্ন হয়েছে।
ভুয়া খবর প্রচারের জন্য ২০২১ সালে বেশ কিছু পেজকে আপত্তিকর চিহ্নিত করে ফেসবুক। এছাড়া ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ও গ্রুপকে বন্ধ করে দেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ভুল তথ্য প্রচার বন্ধ এবং বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানিমূলক কনটেন্ট সরানোর জন্য মেটা স্পেশাল অপারেশন সেন্টার তৈরি করেছে। তবে হামাস ও ইসরায়েলের যুদ্ধের সময়ও এ ধরনের কনটেন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখা যায়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন তদন্ত করছে। কিছু ক্ষেত্রে এসব ভুল তথ্য ছড়ানো বন্ধে পদক্ষেপ নিয়েছে মেটা।
থ্রেডসে সংবাদও প্রচার হয়, তবে সেটা ট্রেন্ডিং টপিক হিসেবে আছে। থ্রেডস এই ট্রেন্ডিং বিষয়গুলোকেই আরও সতর্কতার সঙ্গে সংগ্রহের পদক্ষেপ নিলেও মেটা যে এ প্ল্যাটফর্মকে সংবাদ বা সাম্প্রতিক বিষয়কেন্দ্রিক বানাতে চায় না, তা গত জুলাইতে স্পষ্ট করেছেন ইন্সটাগ্রামের প্রধান।
মোসেরি তখন বলেছিলেন, রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ থ্রেডসে থাকবে এবং কিছু পরিমাণে ইনস্টাগ্রামেও আছে। তবে মেটা সেসব খবর প্রচারে উৎসাহ দেবে না।
ভুল বা মিথ্যা তথ্য প্রচার বন্ধে থ্রেডসের নিজস্ব ফ্যাক্ট চেক টিম তৈরি করছে মেটা। অন্য প্ল্যাটফর্মগুলোর সহায়তার বদলে স্বয়ংসম্পূর্ণ হতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে গুজব ও ভুল তথ্য ঠেকাতে ফেসবুক ও ইনস্টাগ্রাম থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং দলের সাহায্য নেয়। থ্রেডসের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্সের (টুইটার) নিজস্ব ফ্যাক্ট চেকিং দল নেই।
এক ঘোষণায় মেটা বলছে, আগামী বছর থেকে থার্ড পার্টি ফ্যাক্ট চেকাররা থ্রেডসের ভুয়া কনটেন্ট পর্যালোচনা বা রিভিউ করবে। এখন ফ্যাক্ট চেকাররা ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো কনটেন্টকে ভুল বা মিথ্যা হিসেবে রেটিং দিলে বা চিহ্নিত করলে থ্রেডসে প্রকাশিত প্রায় একই ধরণের কনটেন্টের ক্ষেত্রেও একই রেটিং প্রয়োগ করা হয়। কিন্তু থ্রেডসের কনটেন্ট সরাসরি রেটিং করা যায় না।
আগামী বছরে এই সরাসরি ফ্যাক্ট চেকিংয়ের এই ফিচার থ্রেডসে যুক্ত হবে বলে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মেসোরি একটি পোস্টে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকিংয়ে প্রাপ্ত ভুয়া কনটেন্টগুলো থ্রেডসেও খোঁজা হয়। তবে মেটার লক্ষ্য হল– থ্রেডস অ্যাপে সরাসরি ভুয়া তথ্য রিভিউ করতে পারে এমন ফ্যাক্ট চেক টিম গঠন।
করোনা মহামারি ও ২০১৬ এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভুয়া তথ্য প্রচারের জন্য মেটার অনেক সমালোচনা হয়। বিশ্বের বিভিন্ন দেশে ২০২৪ সালের নির্বাচনগুলো কেন্দ্র করে ভুয়া তথ্য প্রচার বন্ধে ইতিমধ্যে নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেছে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবলের প্রতিবেদক মীরা নাভলাখা বলেন, মেটার প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন বহু দিন ধরে বিতর্কিত। অনলাইনে ভুল তথ্য বন্ধে ব্যর্থ হওয়ায় মেটার সুনাম ক্ষুণ্ন হয়েছে।
ভুয়া খবর প্রচারের জন্য ২০২১ সালে বেশ কিছু পেজকে আপত্তিকর চিহ্নিত করে ফেসবুক। এছাড়া ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ও গ্রুপকে বন্ধ করে দেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে ভুল তথ্য প্রচার বন্ধ এবং বিদ্বেষমূলক বক্তব্য ও উসকানিমূলক কনটেন্ট সরানোর জন্য মেটা স্পেশাল অপারেশন সেন্টার তৈরি করেছে। তবে হামাস ও ইসরায়েলের যুদ্ধের সময়ও এ ধরনের কনটেন্ট ফেসবুক ও ইনস্টাগ্রামে দেখা যায়। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন তদন্ত করছে। কিছু ক্ষেত্রে এসব ভুল তথ্য ছড়ানো বন্ধে পদক্ষেপ নিয়েছে মেটা।
থ্রেডসে সংবাদও প্রচার হয়, তবে সেটা ট্রেন্ডিং টপিক হিসেবে আছে। থ্রেডস এই ট্রেন্ডিং বিষয়গুলোকেই আরও সতর্কতার সঙ্গে সংগ্রহের পদক্ষেপ নিলেও মেটা যে এ প্ল্যাটফর্মকে সংবাদ বা সাম্প্রতিক বিষয়কেন্দ্রিক বানাতে চায় না, তা গত জুলাইতে স্পষ্ট করেছেন ইন্সটাগ্রামের প্রধান।
মোসেরি তখন বলেছিলেন, রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ থ্রেডসে থাকবে এবং কিছু পরিমাণে ইনস্টাগ্রামেও আছে। তবে মেটা সেসব খবর প্রচারে উৎসাহ দেবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
২ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
৩ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
৪ ঘণ্টা আগে