আজকের পত্রিকা ডেস্ক
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৫ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে