Ajker Patrika

টেসলার নতুন রোবোট্যাক্সি ও রোবোভ্যান

ফিচার ডেস্ক
আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭: ৪৪
টেসলার নতুন রোবোট্যাক্সি ও রোবোভ্যান

প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।

গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।

টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।

নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।

জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে। 

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত