ফিচার ডেস্ক
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
প্রযুক্তির জগতে ইলন মাস্ক যেন এক রূপকথাকার। তিনি একের পর এক তৈরি করে চলেছেন মানুষের স্বপ্নের সব প্রযুক্তিপণ্য। মহাকাশযান উড্ডয়নে সাফল্যের পর রকেট ক্যাচার। টেসলা গাড়ির পর এবার স্টিয়ারিংবিহীন গাড়ি সে কথা মনে করিয়ে দিচ্ছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার বুরবাকে আয়োজিত এক এআই ইভেন্টে সাইবার ক্যাবের এই নতুন ভার্সন সামনে এনেছে টেসলা। চালক ছাড়া চলবে গাড়িটি। এটি স্বয়ংক্রিয় গাড়ির দুনিয়ায় টেসলার নতুন যুগের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে নিরাপত্তা ও সুবিধা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।
গাড়িটি ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে নির্মাণ শুরু করবে টেসলা। দাম হবে ৩০ হাজার ডলারের কিছু কম। আয়োজনে গাড়িটির খুঁটিনাটি জানিয়েছে এর নির্মাতাপ্রতিষ্ঠান। তারা ঘোষণা দেয়, এই গাড়ি সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। এতে কোনো স্টিয়ারিং হুইল না থাকায় আলাদা করে চালকের প্রয়োজন নেই। গাড়িটি নিজে থেকে যেকোনো কঠিন পরিস্থিতি সামলে নিতে সক্ষম।
টেসলার এই নতুন গাড়ি যেহেতু চালানোর কোনো ঝামেলা নেই, তাই এর যাত্রীরা গাড়িতে বসার পাশাপাশি শুয়েও ভ্রমণ করতে পারবে। আগে থেকে ঠিক করে দেওয়া গন্তব্যে নির্বিঘ্নে যাত্রীদের পৌঁছে দেবে এই গাড়ি।
নতুন এই গাড়িতে থাকছে আধুনিক ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। অন্যান্য গাড়ির মতো এতে দুই দিকে ঊর্ধ্বমুখী দরজা থাকবে, যা দেখতে কিছুটা পাখির ডানার মতো। এটি গাড়ির বাহ্যিক আকর্ষণ বাড়াবে। এর ইন্টেরিয়র বা অভ্যন্তরীণ ডিজাইন চিত্তাকর্ষক। তবে টেসলা শুধু রোবোট্যাক্সি নিয়ে আসছে, এমন নয়। একই আয়োজনে মাস্ক দিয়েছেন আরও একটি নতুন বিষয়ের খবর।
জানা গেছে, রোবোট্যাক্সির পাশাপাশি আসছে রোবোভ্যান। চালকবিহীন এই গাড়িতে একসঙ্গে ২০ যাত্রী ভ্রমণ করতে পারবে।
সূত্র: বিবিসি
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১০ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১০ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১০ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১২ ঘণ্টা আগে