Ajker Patrika

বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে ২ মাসে ১০ লাখ গাড়ি বানাতে হবে টয়োটাকে 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৫: ১৮
বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে ২ মাসে ১০ লাখ গাড়ি বানাতে হবে টয়োটাকে 

বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে আগামী মার্চের মধ্যে আরও ১০ লাখ গাড়ি বানাতে হবে জাপানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টয়োটাকে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়,  চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭ লাখ গাড়ি তৈরি করবে টয়োটা মোটর করপোরেশন । এরপরেও বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণে কোম্পানিটির মার্চের মধ্যে আরও দশ লাখ গাড়ি তৈরি করতে হবে। 

এদিকে আগামী ৩১ মার্চের মধ্যে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে কি না এ বিষয়ে কোনো  মন্তব্য করতে রাজি হয়নি জাপানি এ গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান । 

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে , দক্ষিণ-পূর্ব এশিয়ার প্ল্যান্টগুলোতে করোনা মহামারির বিধিনিষেধের কারণে উপাদানের ঘাটতি থাকায় লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি তৈরি করতে পারেনি টয়োটা। আর তা সামাল দিতেই বছরের শেষের দিকে উৎপাদন বাড়িয়ে দিয়েছে জাপানি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানটি। 

টয়োটা ছাড়াও অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর উৎপাদন মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি গাড়ির সবচেয়ে বড় বাজার চীনে মহামারির ধাক্কা সামলাতে তাদের নতুনভাবে কাজ করতে হচ্ছে।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

বিষয়:

গাড়ি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত