Ajker Patrika

পিছিয়ে গেছে টেসলার সাইবারট্রাক উৎপাদন

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৭: ১২
পিছিয়ে গেছে টেসলার সাইবারট্রাক উৎপাদন

চলতি বছরের শেষ নাগাদ বৈদ্যুতিক সাইবার ট্রাক উৎপাদন শুরুর কথা জানিয়েছিল টেসলা ইনকরপোরেশন। কিন্তু এ পরিকল্পনা থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। 

গতকাল বৃহস্পতিবার এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এ সাইবারট্রাক উৎপাদন শুরুর পরিকল্পনা করেছে টেসলা। 

ওই সূত্র জানায়, বর্তমান বাজারে এই পণ্যের প্রতিযোগিতা বাড়ায় আরও উদ্ভাবনী ফিচার ও ফাংশন যুক্ত করে বিদ্যুৎচালিত পিকআপ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে টেসলা। আগামী বছরের প্রথম দিকে খুব সীমিত পরিসরেই, তা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে রয়টার্সকে কোনো মন্তব্য করতে রাজি হয়নি টেসলা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে পিকআপ ব্যাপক জনপ্রিয়। তবে বৈদ্যুতিক পিকআপ চালুর ক্ষেত্রে টেসলার থেকে এগিয়ে গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোর্ড মোটোর ও রিভিয়ান অটোমোটিভ। তাই টেসলাও এ সেগমেন্টে পিছিয়ে থাকতে চায় না। 

এর আগে এ মাসের শুরুতে ফোর্ড জানিয়েছিল, চলতি বছর প্রতিষ্ঠানটি তার এফ-১৫০ লাইটনিং ইলেকট্রিক পিকআপের বার্ষিক উৎপাদন দ্বিগুণ করে ১ লাখ ৫০ হাজারে নিয়ে যাবে। 

গত বৃহস্পতিবার ফোর্ডের বাজারমূল্য প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। যেখানে টেসলার শেয়ার মূল্য ৬ দশমিক ৭ শতাংশ ও রিভিয়ানের ৭ দশমিক ১ শতাংশ কমে গেছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত