Ajker Patrika

নাসার ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিল ইরাকি কিশোর, পেল স্বীকৃতি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫: ০৯
মুনতাধারের দক্ষতা ও নৈতিক আচরণে মুগ্ধ হয়ে তাঁকে একটি আনুষ্ঠানিক ধন্যবাদ ও স্বীকৃতিপত্র পাঠিয়েছে নাসা। ছবি: ইরাকি নিউজ
মুনতাধারের দক্ষতা ও নৈতিক আচরণে মুগ্ধ হয়ে তাঁকে একটি আনুষ্ঠানিক ধন্যবাদ ও স্বীকৃতিপত্র পাঠিয়েছে নাসা। ছবি: ইরাকি নিউজ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা কুড়িয়েছে।

শৈশব থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল মুনতাধারের। মাত্র ১১ বছর বয়সে প্রোগ্রামিং শেখা শুরু করে সে। ‘কিং অব কোডস’ নামে পরিচিত এই কিশোর ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই এই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।

সম্প্রতি নাসার ওয়েবসাইটে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করে মুনতাধার। এর মধ্যে একটি ছিল—কোড ইনজেকশনের মাধ্যমে সম্ভাব্য তথ্যফাঁসের ঝুঁকি, অন্যটি ছিল ‘ওপেন রিডাইরেক্ট’ সমস্যাজনিত একটি নিরাপত্তা ঘাটতি।

উল্লেখ্য, কোড ইনজেকশন বলতে বোঝায় কোনো ওয়েবসাইটে ক্ষতিকর কোড প্রবেশ করানো। সেই কোডের মাধ্যমে গোপন তথ্য চুরি করা বা ওয়েবসাইটের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে। এটি হ্যাকিংয়ের একটি প্রচলিত পদ্ধতি।

আর ‘ওপেন রিডাইরেক্ট’ একটি নিরাপত্তা দুর্বলতা, যেখানে একটি ওয়েবসাইট কোনো যাচাইবাছাই ছাড়াই ব্যবহারকারীদের অন্য কোনো লিংকে পাঠায় এবং সেই লিংকটা হ্যাকার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে।

মুনতাধার তাঁর গবেষণালব্ধ বিস্তারিত ফলাফল দায়িত্বশীলভাবে সরাসরি নাসার কাছে পাঠায়।

তাঁর দক্ষতা ও নৈতিক আচরণে মুগ্ধ হয়ে তাঁকে একটি আনুষ্ঠানিক ধন্যবাদ ও স্বীকৃতিপত্র পাঠিয়েছে নাসা। এই সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে—‘আমাদের সাইবার নিরাপত্তা জোরদারে আপনার কার্যকর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।’

নিজ প্রচেষ্টায় এত বড় কৃতিত্ব অর্জন করে মুনতাধার প্রমাণ করে যে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইরাকের তরুণদের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা ও প্রতিভা। তাঁর এই অর্জন জাতির জন্য গর্বের বিষয় এবং বিশ্বমঞ্চে ইরাকি তরুণদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তথ্যসূত্র: ইরাকি নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ