অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
শৈশব থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল মুনতাধারের। মাত্র ১১ বছর বয়সে প্রোগ্রামিং শেখা শুরু করে সে। ‘কিং অব কোডস’ নামে পরিচিত এই কিশোর ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই এই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।
সম্প্রতি নাসার ওয়েবসাইটে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করে মুনতাধার। এর মধ্যে একটি ছিল—কোড ইনজেকশনের মাধ্যমে সম্ভাব্য তথ্যফাঁসের ঝুঁকি, অন্যটি ছিল ‘ওপেন রিডাইরেক্ট’ সমস্যাজনিত একটি নিরাপত্তা ঘাটতি।
উল্লেখ্য, কোড ইনজেকশন বলতে বোঝায় কোনো ওয়েবসাইটে ক্ষতিকর কোড প্রবেশ করানো। সেই কোডের মাধ্যমে গোপন তথ্য চুরি করা বা ওয়েবসাইটের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে। এটি হ্যাকিংয়ের একটি প্রচলিত পদ্ধতি।
আর ‘ওপেন রিডাইরেক্ট’ একটি নিরাপত্তা দুর্বলতা, যেখানে একটি ওয়েবসাইট কোনো যাচাইবাছাই ছাড়াই ব্যবহারকারীদের অন্য কোনো লিংকে পাঠায় এবং সেই লিংকটা হ্যাকার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে।
মুনতাধার তাঁর গবেষণালব্ধ বিস্তারিত ফলাফল দায়িত্বশীলভাবে সরাসরি নাসার কাছে পাঠায়।
তাঁর দক্ষতা ও নৈতিক আচরণে মুগ্ধ হয়ে তাঁকে একটি আনুষ্ঠানিক ধন্যবাদ ও স্বীকৃতিপত্র পাঠিয়েছে নাসা। এই সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে—‘আমাদের সাইবার নিরাপত্তা জোরদারে আপনার কার্যকর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।’
নিজ প্রচেষ্টায় এত বড় কৃতিত্ব অর্জন করে মুনতাধার প্রমাণ করে যে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইরাকের তরুণদের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা ও প্রতিভা। তাঁর এই অর্জন জাতির জন্য গর্বের বিষয় এবং বিশ্বমঞ্চে ইরাকি তরুণদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তথ্যসূত্র: ইরাকি নিউজ
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
শৈশব থেকেই প্রোগ্রামিংয়ের প্রতি গভীর আগ্রহ ছিল মুনতাধারের। মাত্র ১১ বছর বয়সে প্রোগ্রামিং শেখা শুরু করে সে। ‘কিং অব কোডস’ নামে পরিচিত এই কিশোর ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই এই অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে।
সম্প্রতি নাসার ওয়েবসাইটে দুটি গুরুতর ত্রুটি শনাক্ত করে মুনতাধার। এর মধ্যে একটি ছিল—কোড ইনজেকশনের মাধ্যমে সম্ভাব্য তথ্যফাঁসের ঝুঁকি, অন্যটি ছিল ‘ওপেন রিডাইরেক্ট’ সমস্যাজনিত একটি নিরাপত্তা ঘাটতি।
উল্লেখ্য, কোড ইনজেকশন বলতে বোঝায় কোনো ওয়েবসাইটে ক্ষতিকর কোড প্রবেশ করানো। সেই কোডের মাধ্যমে গোপন তথ্য চুরি করা বা ওয়েবসাইটের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া যেতে পারে। এটি হ্যাকিংয়ের একটি প্রচলিত পদ্ধতি।
আর ‘ওপেন রিডাইরেক্ট’ একটি নিরাপত্তা দুর্বলতা, যেখানে একটি ওয়েবসাইট কোনো যাচাইবাছাই ছাড়াই ব্যবহারকারীদের অন্য কোনো লিংকে পাঠায় এবং সেই লিংকটা হ্যাকার ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতে পারে।
মুনতাধার তাঁর গবেষণালব্ধ বিস্তারিত ফলাফল দায়িত্বশীলভাবে সরাসরি নাসার কাছে পাঠায়।
তাঁর দক্ষতা ও নৈতিক আচরণে মুগ্ধ হয়ে তাঁকে একটি আনুষ্ঠানিক ধন্যবাদ ও স্বীকৃতিপত্র পাঠিয়েছে নাসা। এই সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে—‘আমাদের সাইবার নিরাপত্তা জোরদারে আপনার কার্যকর অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ।’
নিজ প্রচেষ্টায় এত বড় কৃতিত্ব অর্জন করে মুনতাধার প্রমাণ করে যে, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও ইরাকের তরুণদের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা ও প্রতিভা। তাঁর এই অর্জন জাতির জন্য গর্বের বিষয় এবং বিশ্বমঞ্চে ইরাকি তরুণদের এগিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তথ্যসূত্র: ইরাকি নিউজ
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে