কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যুক্তিক্ষমতা উন্নত করার চেষ্টা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এ জন্য গোপন প্রকল্প ‘স্ট্রবেরি’র আওতায় নতুন এআই মডেল তৈরি করছে। প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানির নথির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
নথি অনুসারে, কোম্পানির এআইকে শুধু প্রশ্নের উত্তর তৈরি করতে সক্ষম করার লক্ষ্যে স্ট্রবেরি মডেল ব্যবহার করে না, বরং স্বয়ংক্রিভাবে ইন্টারনেটে ব্যবহার করে তথ্য নিতে পারে এমন ক্ষমতাও দেওয়া হবে। এর ফলে মডেলটি কোনো বিষয় নিয়ে নির্ভরযোগ্য ‘গভীর গবেষণা’ করতে পারবে।
তথ্যসূত্র বলছে, মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে কবে নাগাদ এটি উন্মোচন করা হবে তা জানা যায়নি। স্ট্রবেরি কীভাবে কাজ করবে তা নিয়েও কোম্পানিটির অভ্যন্তরেও ব্যপক গোপনীয়তা বজায় রাখা হয়েছে। প্রকল্পটি প্রথমে ‘কিউ*’ নামে পরিচিত ছিল।
রয়টার্সকে ওপেনএআইয়ের মুখপাত্র জানায়, আমরা চাই যে, এআই মডেলগুলো আমাদের মতো বিশ্বকে আরও দেখতে ও বুঝতে পারে। নতুন এআই ক্ষমতা সম্পর্কে ক্রমাগত গবেষণা এই শিল্পসংশ্লিষ্ট কোম্পানিগুলোর একটি সাধারণ অভ্যাস। সময়ের সঙ্গে সিস্টেমগুলোর যুক্তি আরও উন্নতি তা সব কোম্পানিই বিশ্বাস করে।’
এ বছরের শুরুতে ওপেনএআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মী বলেন, বর্তমানে প্রচলিত মডেলগুলোর চেয়ে নতুন মডেলটি জটিল বিজ্ঞান ও গণিতের প্রশ্নের সমাধান দিতে পারে।
ব্লুমবার্গ বলছে, ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মিটিংয়ে গত মঙ্গলবার নতুন মডেল দেখানো হয়। এই মডেলের মানুষের মতো যুক্তি দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে এই মডেলই স্ট্রবেরি কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
উদ্ভাবনটি এআই মডেলের যুক্তির ক্ষমতাকে নাটকীয়ভাবে উন্নত করবে বলে আশা করছে ওপেনএআই। বিভিন্ন ডেটাবেস দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পর এআই মডেলটিকে বিশেষ উপায়ে প্রক্রিয়াকরণ করা হয়েছে।
লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলো ইতিমধ্যে জটিল টেক্সেটের সারসংক্ষেপ তৈরি করতে পারে এবং যেকোনো মানুষের চেয়ে বেশি দ্রুত মার্জিত টেক্সটও রচনা করতে পারে। মানুষের কাছে সাধারণ বলে বিবেচিত এমন সমস্যার সমাধান প্রায়শই প্রযুক্তিটি করতে পারে না। ভুলভাবে যুক্তিগুলো বুঝে থাকে, যেমন—টিক ট্যাক (কাটাকাটি) খেলা।
এআই মডেলগুলোয় যুক্তির ক্ষমতা উন্নতি করার মাধ্যমে এগুলো নতুন সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি থেকে শুরু করে বড় বৈজ্ঞানিক সমস্যরা সমাধান করতে পারবে।
এআই মডেলের যুক্তিভিত্তিক ক্ষমতা উন্নত করার জন্য গুগল, মেটা ও মাইক্রোসফট বিভিন্ন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা করছে। তবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আসলেই নতুন আইডিয়া তৈরি করা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে পারবে কি না, তা নিয়ে অনেক গবেষক সন্দেহ প্রকাশ করেছেন।
এআই বিশেষজ্ঞ ইয়ান লেকুন বলেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর (এলএলএম) মানুষের মতো যুক্তি দেওয়ার ক্ষমতা তৈরি হবে না।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যুক্তিক্ষমতা উন্নত করার চেষ্টা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এ জন্য গোপন প্রকল্প ‘স্ট্রবেরি’র আওতায় নতুন এআই মডেল তৈরি করছে। প্রকল্পটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানির নথির বরাতে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
নথি অনুসারে, কোম্পানির এআইকে শুধু প্রশ্নের উত্তর তৈরি করতে সক্ষম করার লক্ষ্যে স্ট্রবেরি মডেল ব্যবহার করে না, বরং স্বয়ংক্রিভাবে ইন্টারনেটে ব্যবহার করে তথ্য নিতে পারে এমন ক্ষমতাও দেওয়া হবে। এর ফলে মডেলটি কোনো বিষয় নিয়ে নির্ভরযোগ্য ‘গভীর গবেষণা’ করতে পারবে।
তথ্যসূত্র বলছে, মডেলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে কবে নাগাদ এটি উন্মোচন করা হবে তা জানা যায়নি। স্ট্রবেরি কীভাবে কাজ করবে তা নিয়েও কোম্পানিটির অভ্যন্তরেও ব্যপক গোপনীয়তা বজায় রাখা হয়েছে। প্রকল্পটি প্রথমে ‘কিউ*’ নামে পরিচিত ছিল।
রয়টার্সকে ওপেনএআইয়ের মুখপাত্র জানায়, আমরা চাই যে, এআই মডেলগুলো আমাদের মতো বিশ্বকে আরও দেখতে ও বুঝতে পারে। নতুন এআই ক্ষমতা সম্পর্কে ক্রমাগত গবেষণা এই শিল্পসংশ্লিষ্ট কোম্পানিগুলোর একটি সাধারণ অভ্যাস। সময়ের সঙ্গে সিস্টেমগুলোর যুক্তি আরও উন্নতি তা সব কোম্পানিই বিশ্বাস করে।’
এ বছরের শুরুতে ওপেনএআইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মী বলেন, বর্তমানে প্রচলিত মডেলগুলোর চেয়ে নতুন মডেলটি জটিল বিজ্ঞান ও গণিতের প্রশ্নের সমাধান দিতে পারে।
ব্লুমবার্গ বলছে, ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মিটিংয়ে গত মঙ্গলবার নতুন মডেল দেখানো হয়। এই মডেলের মানুষের মতো যুক্তি দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে এই মডেলই স্ট্রবেরি কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
উদ্ভাবনটি এআই মডেলের যুক্তির ক্ষমতাকে নাটকীয়ভাবে উন্নত করবে বলে আশা করছে ওপেনএআই। বিভিন্ন ডেটাবেস দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পর এআই মডেলটিকে বিশেষ উপায়ে প্রক্রিয়াকরণ করা হয়েছে।
লার্জ ল্যাংগুয়েজ মডেলগুলো ইতিমধ্যে জটিল টেক্সেটের সারসংক্ষেপ তৈরি করতে পারে এবং যেকোনো মানুষের চেয়ে বেশি দ্রুত মার্জিত টেক্সটও রচনা করতে পারে। মানুষের কাছে সাধারণ বলে বিবেচিত এমন সমস্যার সমাধান প্রায়শই প্রযুক্তিটি করতে পারে না। ভুলভাবে যুক্তিগুলো বুঝে থাকে, যেমন—টিক ট্যাক (কাটাকাটি) খেলা।
এআই মডেলগুলোয় যুক্তির ক্ষমতা উন্নতি করার মাধ্যমে এগুলো নতুন সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি থেকে শুরু করে বড় বৈজ্ঞানিক সমস্যরা সমাধান করতে পারবে।
এআই মডেলের যুক্তিভিত্তিক ক্ষমতা উন্নত করার জন্য গুগল, মেটা ও মাইক্রোসফট বিভিন্ন প্রক্রিয়া নিয়ে পরীক্ষা করছে। তবে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আসলেই নতুন আইডিয়া তৈরি করা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করতে পারবে কি না, তা নিয়ে অনেক গবেষক সন্দেহ প্রকাশ করেছেন।
এআই বিশেষজ্ঞ ইয়ান লেকুন বলেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর (এলএলএম) মানুষের মতো যুক্তি দেওয়ার ক্ষমতা তৈরি হবে না।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে