Ajker Patrika

সারা দেশে অভিন্ন রেটে ইন্টারনেট সেবা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৬ জুন ২০২১, ২০: ১৮
সারা দেশে অভিন্ন রেটে ইন্টারনেট সেবা

ঢাকা: ঢাকাসহ সারা দেশে ইন্টারনেটের অভিন্ন দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ‘এক দেশ, এক রেট’ ট্যারিফের আওতায় ব্রডব্যান্ড সেবাদাতাদের প্রত্যন্ত অঞ্চলেও এই দামে ইন্টারনেট সংযোগ দিতে হবে। আজ রোববার বিকেল ৩টায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

‘এক দেশ এক রেট’ উদ্যোগের আওতায় ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আছে তিনটি প্যাকেজ। সারা দেশে পাঁচ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস ১ হাজার ২০০ টাকায় পাওয়া যাবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ব্রডব্যান্ডের এক দেশ, এক রেটের যাত্রায় লাভবান হবে প্রান্তিক অঞ্চলের লোকজন। প্রত্যন্ত অঞ্চলের মানুষদের এখন ফ্রিল্যান্সিং করার জন্য ঢাকায় আসতে হবে না। নিজের এলাকায় তাঁদের জন্য কাজটি এখন সহজ হয়ে গেল। এই কর্মসূচির আওতায় দেশের সব অঞ্চলের মানুষদের মাঝে সেতু বন্ধন তৈরি হলো। এর ফলে টেলিমেডিসিন ও ই-কমার্স সুবিধাসহ সরকারের বিভিন্ন সুবিধা তাঁরা সহজেই ভোগ করতে পারবেন।

এই উদ্যোগের জন্য বিটিআরসিকে ধন্যবাদ জানিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপিএবির) সভাপতি আমিনুল হাকিম সারা দেশের মানুষকে সুলভ মূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে বিটিআরসিকে সব সময় তাদের পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের জন্য এটিকে যুগান্তকারী সিদ্ধান্ত আখ্যা দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন বলেন, ইন্টারনেটের এক মূল্য নির্ধারণ হওয়ায় গ্রাহকরা প্রতারণার হাত থেকে বাঁচবেন। তবে দামের সঙ্গে গ্রাহকরা যেন ইন্টারনেট স্পিড ঠিকমতো পান সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্রডব্যান্ডের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হবে। কারণ বেশি পরিমাণে গ্রাহক ব্রডব্যান্ড ব্যবহারে আগ্রহী হবে। যা ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত