Ajker Patrika

ইনস্টাগ্রাম স্টোরিতে শোনা যাবে স্পটিফাইয়ের গান

আজকের পত্রিকা ডেস্ক­
এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। ছবি: স্ক্রিন র‍্যান্ট
এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। ছবি: স্ক্রিন র‍্যান্ট

ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, কিন্তু গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।

গতকাল সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এতে করে ব্যবহারকারীরা এখন ইনস্টাগ্রামে নতুন গান খুঁজে পাবেন এবং পছন্দের গান বন্ধুদের সঙ্গে আরও সহজে শেয়ার করতে পারবেন। এভাবে অ্যাপটিতে আরও সময় থাকবেন ব্যবহারকারীরা।

এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম নোটসে সরাসরি স্পটিফাই থেকে গান স্ট্রিম করতে পারবেন, যা তাঁদের অনুসারীদের জন্য বাস্তব সময়ে পছন্দের গানগুলো জানার একটি মাধ্যম তৈরি করেছে।

ইনস্টাগ্রাম বলছে, এ ধরনের সংগীতনির্ভর ফিচারগুলো ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মটিকে সংগীত আবিষ্কারের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, কারণ টিকটক ইতিমধ্যে বৈশ্বিক সংগীত চার্টে প্রভাব ফেলছে।

এ ছাড়া সোমবার ইনস্টাগ্রাম আরও জানায়, তারা স্টোরি ও রিলের জন্য নতুন কিছু ফন্ট চালু করছে। এর মধ্যে স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়ার হাতের লেখা থেকে অনুপ্রাণিত একটি সীমিত সংস্করণের ফন্টও রয়েছে। এই ফন্ট ব্যবহার করে যখন কেউ ‘:-) ’ বা ‘<3’ এর মতো চিহ্ন লিখবেন, তখন তা রোসালিয়ার হাতে আঁকা বিশেষ প্রতীকে রূপ নেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

তথ্যসূত্র: টেকক্রাঞ্চ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত