অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, কিন্তু গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।
গতকাল সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এতে করে ব্যবহারকারীরা এখন ইনস্টাগ্রামে নতুন গান খুঁজে পাবেন এবং পছন্দের গান বন্ধুদের সঙ্গে আরও সহজে শেয়ার করতে পারবেন। এভাবে অ্যাপটিতে আরও সময় থাকবেন ব্যবহারকারীরা।
এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম নোটসে সরাসরি স্পটিফাই থেকে গান স্ট্রিম করতে পারবেন, যা তাঁদের অনুসারীদের জন্য বাস্তব সময়ে পছন্দের গানগুলো জানার একটি মাধ্যম তৈরি করেছে।
ইনস্টাগ্রাম বলছে, এ ধরনের সংগীতনির্ভর ফিচারগুলো ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মটিকে সংগীত আবিষ্কারের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, কারণ টিকটক ইতিমধ্যে বৈশ্বিক সংগীত চার্টে প্রভাব ফেলছে।
এ ছাড়া সোমবার ইনস্টাগ্রাম আরও জানায়, তারা স্টোরি ও রিলের জন্য নতুন কিছু ফন্ট চালু করছে। এর মধ্যে স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়ার হাতের লেখা থেকে অনুপ্রাণিত একটি সীমিত সংস্করণের ফন্টও রয়েছে। এই ফন্ট ব্যবহার করে যখন কেউ ‘:-) ’ বা ‘<3’ এর মতো চিহ্ন লিখবেন, তখন তা রোসালিয়ার হাতে আঁকা বিশেষ প্রতীকে রূপ নেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন থেকে স্টোরিতে শেয়ার করা স্পটিফাই গানের প্রিভিউ শুনতে পারবেন। এত দিন পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে গান শেয়ার করলে শুধু গানটির লিংক দেখা যেত, কিন্তু গান শোনা যেত না। এখন থেকে স্টোরিতে শেয়ার করা গানের একটি অংশ সরাসরি ইনস্টাগ্রামের ভেতরেই শোনা যাবে।
গতকাল সোমবার এই নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম। এতে করে ব্যবহারকারীরা এখন ইনস্টাগ্রামে নতুন গান খুঁজে পাবেন এবং পছন্দের গান বন্ধুদের সঙ্গে আরও সহজে শেয়ার করতে পারবেন। এভাবে অ্যাপটিতে আরও সময় থাকবেন ব্যবহারকারীরা।
এর আগে ইনস্টাগ্রাম ‘নোটস’ ফিচারেও স্পটিফাই গান যুক্ত করার সুবিধা চালু করেছিল। এখন ব্যবহারকারীরা তাঁদের ইনস্টাগ্রাম নোটসে সরাসরি স্পটিফাই থেকে গান স্ট্রিম করতে পারবেন, যা তাঁদের অনুসারীদের জন্য বাস্তব সময়ে পছন্দের গানগুলো জানার একটি মাধ্যম তৈরি করেছে।
ইনস্টাগ্রাম বলছে, এ ধরনের সংগীতনির্ভর ফিচারগুলো ব্যবহারকারীদের বেশি সময় ধরে অ্যাপে রাখতে সাহায্য করবে এবং প্ল্যাটফর্মটিকে সংগীত আবিষ্কারের একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে ইনস্টাগ্রাম টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়ে যেতে চায়, কারণ টিকটক ইতিমধ্যে বৈশ্বিক সংগীত চার্টে প্রভাব ফেলছে।
এ ছাড়া সোমবার ইনস্টাগ্রাম আরও জানায়, তারা স্টোরি ও রিলের জন্য নতুন কিছু ফন্ট চালু করছে। এর মধ্যে স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়ার হাতের লেখা থেকে অনুপ্রাণিত একটি সীমিত সংস্করণের ফন্টও রয়েছে। এই ফন্ট ব্যবহার করে যখন কেউ ‘:-) ’ বা ‘<3’ এর মতো চিহ্ন লিখবেন, তখন তা রোসালিয়ার হাতে আঁকা বিশেষ প্রতীকে রূপ নেবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগেগ্রাহকদের অজান্তে মোবাইল ফোনের তথ্য সংগ্রহ ও ব্যবহার করায় ক্যালিফোর্নিয়ার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৩১৪ দশমিক ৬ মিলিয়ন ডলার বা ৩১ কোটি ৪৬ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জুরি বোর্ড। গতকাল মঙ্গলবার এই রায় দেওয়া হয়।
১ ঘণ্টা আগেলাইভ স্ট্রিমিংয়ের জন্য সর্বনিম্ন বয়সসীমা বাড়াচ্ছে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২২ জুলাই থেকে কেউ ১৬ বছর বা তার বেশি বয়সী না হলে ইউটিউবে অভিভাবক ছাড়া লাইভ স্ট্রিমিং করা যাবে না। ইউটিউব হেল্প সাপোর্ট পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা দ্রুত বাড়ায় বিদ্যুৎ ব্যবহারে বড় ধরনের চাপ পড়েছে গুগলের ডেটা সেন্টারগুলো ওপর। বিগত চার বছরে কোম্পানিটির ডেটা সেন্টার বিদ্যুৎ ব্যবহার দ্বিগুণেরও বেশি হয়েছে। সম্প্রতি প্রকাশিত গুগলের সর্বশেষ টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
৪ ঘণ্টা আগে