বিশ্বব্যাপী সাইবার অপরাধী এবং হ্যাকিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। ই–মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকারদের আক্রমণ প্রতিরোধের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের সাইবার অপরাধ রিপোর্টিং সেন্টার অ্যাকশন ফ্রড। এই সতর্কতায় জিমেইল, আউটলুক, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বড় ভাষার মডেলের (এলএলএম) মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিংয়ের কৌশল আরও উন্নত করেছে সাইবার অপরাধীরা।
অ্যাকশন ফ্রড জানায়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি ব্যবহারকারী সাইবার অপরাধের শিকার হয়েছেন এবং এই সময়ে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে ১৮ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। এই পরিসংখ্যান শুধু যুক্তরাজ্যে রিপোর্ট করা কেসের ভিত্তিতে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের আক্রমণ কতটা ব্যাপক তা অনুমান করা খুব কঠিন নয়।
সিটি অব লন্ডন পুলিশ এবং ন্যাশনাল ফ্রড ইনটেলিজেন্স ব্যুরো যৌথভাবে অ্যাকশন ফ্রড পরিচালনা করে। এখানে সাইবার অপরাধ সম্পর্কে রিপোর্ট করে ভুক্তভোগীরা। যদিও সংস্থাটির রির্পোটিং সেবা শুধু যুক্তরাজ্যে, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যবহার করা যায়। তবে তাদের দেওয়া পরামর্শ বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। যখন এই সংস্থা সতর্কতা জারি করে, তখন সেটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
অ্যাকশন ফ্রডের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম মার্সার বলেন, ‘সাইবার অপরাধীরা সাধারণত পরিচয়বিহীন এবং তাদের লক্ষ্য থাকে সহজ লক্ষ্যবস্তু। যেমন—যারা নিজেদের ই–মেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয় না, তাদের অ্যাকাউন্ট বেশি হ্যাক হয়।’
তিনি আরও বলেন, অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হলো টু স্টেপ ভেরিফিকেশন (২ এফএ) চালু করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটি দ্বিগুণ সুরক্ষা পায়। এটি অ্যাকাউন্টটিকে পুরোপুরি হ্যাকারদের কাছ থেকে নিরাপত্তা দিতে না পারলেও হ্যাকিংয়ের কাজটিকে কঠিন করে তোলে।
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্থা, সাধারণ ব্যবহারকারীদেরও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু স্টোর ভেরিফিকেশন চালু রাখা উচিত। নিজের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
তথ্যসূত্র: ফোর্বস
বিশ্বব্যাপী সাইবার অপরাধী এবং হ্যাকিংয়ের সংখ্যা দিন দিন বাড়ছে। ই–মেইল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হ্যাকারদের আক্রমণ প্রতিরোধের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের সাইবার অপরাধ রিপোর্টিং সেন্টার অ্যাকশন ফ্রড। এই সতর্কতায় জিমেইল, আউটলুক, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বড় ভাষার মডেলের (এলএলএম) মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে হ্যাকিংয়ের কৌশল আরও উন্নত করেছে সাইবার অপরাধীরা।
অ্যাকশন ফ্রড জানায়, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি ব্যবহারকারী সাইবার অপরাধের শিকার হয়েছেন এবং এই সময়ে ভুক্তভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে ১৮ লাখ মার্কিন ডলার চুরি হয়েছে। এই পরিসংখ্যান শুধু যুক্তরাজ্যে রিপোর্ট করা কেসের ভিত্তিতে। তবে বিশ্বের অন্যান্য দেশে এ ধরনের আক্রমণ কতটা ব্যাপক তা অনুমান করা খুব কঠিন নয়।
সিটি অব লন্ডন পুলিশ এবং ন্যাশনাল ফ্রড ইনটেলিজেন্স ব্যুরো যৌথভাবে অ্যাকশন ফ্রড পরিচালনা করে। এখানে সাইবার অপরাধ সম্পর্কে রিপোর্ট করে ভুক্তভোগীরা। যদিও সংস্থাটির রির্পোটিং সেবা শুধু যুক্তরাজ্যে, ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে ব্যবহার করা যায়। তবে তাদের দেওয়া পরামর্শ বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য। যখন এই সংস্থা সতর্কতা জারি করে, তখন সেটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত।
অ্যাকশন ফ্রডের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম মার্সার বলেন, ‘সাইবার অপরাধীরা সাধারণত পরিচয়বিহীন এবং তাদের লক্ষ্য থাকে সহজ লক্ষ্যবস্তু। যেমন—যারা নিজেদের ই–মেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেয় না, তাদের অ্যাকাউন্ট বেশি হ্যাক হয়।’
তিনি আরও বলেন, অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি শক্তিশালী পদক্ষেপ হলো টু স্টেপ ভেরিফিকেশন (২ এফএ) চালু করা। এর মাধ্যমে অ্যাকাউন্টটি দ্বিগুণ সুরক্ষা পায়। এটি অ্যাকাউন্টটিকে পুরোপুরি হ্যাকারদের কাছ থেকে নিরাপত্তা দিতে না পারলেও হ্যাকিংয়ের কাজটিকে কঠিন করে তোলে।
বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্থা, সাধারণ ব্যবহারকারীদেরও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু স্টোর ভেরিফিকেশন চালু রাখা উচিত। নিজের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে সন্দেহ হলে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
তথ্যসূত্র: ফোর্বস
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে