তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই। আজ সোমবার ১৭ শতাংশ অর্থাৎ প্রায় দেড় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। ব্য়য় কমানোর জন্য এর আগে গত জানুয়ারিতে ৬০০ ও জুনে ২০০ কর্মী ছাঁটাই করে স্পটিফাই।
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পটিফাইয়ের শেয়ার দর প্রায় ১১ শতাংশ বেড়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরের (২০০ দশমিক ৪৬ ডলার) কাছাকাছি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শুরুতে টেক কোম্পানিগুলো এক দফায় কর্মী ছাঁটাই করে। এখন আবার আমাজন এবং মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের মতো কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কর্মীদের দেওয়া চিঠিতে স্পটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল এক বলেন, ২০২০ ও ২০২১ সালে কম মূলধন ব্য়য়ের কারণে কোম্পানিটি বেশি কর্মী নিয়োগ করেছিল। তখন এতে আয়ও বেশি হয়েছে। এই আয় বৃদ্ধিতে বেশি জনবলের ভূমিকা ছিল।
কর্মী ছাঁটাই করলে অর্থবছরের শেষ প্রান্তিকে স্পটিফাইয়ের ১৩ কোটি ইউরো থেকে সাড়ে ১৪ কোটি ইউরো পর্যন্ত বাড়তি ব্যয় হবে। কোম্পানিটি বলছে, এ খরচের হিসাব ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে যুক্ত হবে।
স্পটিফাই ধারণা করছে, অর্থবছরের শেষ প্রান্তিকে পরিচালন ক্ষতির পরিমাণ ৯ কোটি ৩০ লাখ ইউরো থেকে ১০ কোটি ৮০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। অথচ এর আগে ধারণা করা হয়েছিল, শেষ প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৩ কোটি ৭০ লাখ ইউরোতে দাঁড়াবে।
পডকাস্ট ব্যবসার পেছনে স্পটিফাই এক শ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তারা কিম কার্দাশিয়ান, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মতো তারকাদের সঙ্গে চুক্তি করেছে এবং ২০৩০ সাল নাগাদ শত কোটি ব্যবহারকারী পেতে বিশ্বের বেশির ভাগ দেশে বাণিজ্য প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে।
অর্থবছরের শেষ প্রান্তিকে স্ট্রিমিং পরিষেবার ফি বাড়িয়ে দেওয়ায় এবং সব অঞ্চলে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার কারণে স্পটিফাই লাভের মুখ দেখা শুরু করে। শেষ প্রান্তিকে মাসিক শ্রোতার সংখ্যা বেড়ে ৬০ কোটি ১০ লাখে পৌঁছাবে বলে আশা করছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সকে কোম্পানির সিইও বলেন, প্রতি ডলারে লাভের অংশ বাড়াতে কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কর্মী ছাঁটাই করলে এ আয়ের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।
এক বলেন, ‘সব মেট্রিক্সেই আমাদের উৎপাদনশীলতা বেশি কিন্তু দক্ষতা কম। আমাদের দুটোই প্রয়োজন।’
আজ সোমবার থেকে কোম্পানিটি ছাঁটাইকৃত কর্মীদের নোটিশ দেওয়া শুরু করবে। কর্মীদের পাঁচ মাসের আগাম বেতন, ছুটি ভাতা ও স্বাস্থ্যভাতা দেওয়া হবে।
সিইও এক বলেন, ‘আমরা ২০২৪ ও ২০২৫ সালজুড়ে অল্পসংখ্যক করে কর্মী ছাঁটাইয়ের চিন্তা করেছিলাম। তবে, আমাদের আর্থিক লক্ষ্যের কথা ও পরিচালন ব্য়য়ের কথা চিন্তা করে, ব্যয় কমিয়ে লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিই।’
তৃতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই। আজ সোমবার ১৭ শতাংশ অর্থাৎ প্রায় দেড় হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি। ব্য়য় কমানোর জন্য এর আগে গত জানুয়ারিতে ৬০০ ও জুনে ২০০ কর্মী ছাঁটাই করে স্পটিফাই।
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে স্পটিফাইয়ের শেয়ার দর প্রায় ১১ শতাংশ বেড়েছে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ দরের (২০০ দশমিক ৪৬ ডলার) কাছাকাছি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের শুরুতে টেক কোম্পানিগুলো এক দফায় কর্মী ছাঁটাই করে। এখন আবার আমাজন এবং মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইনের মতো কোম্পানিগুলো কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কর্মীদের দেওয়া চিঠিতে স্পটিফাইয়ের প্রধান নির্বাহী ড্যানিয়েল এক বলেন, ২০২০ ও ২০২১ সালে কম মূলধন ব্য়য়ের কারণে কোম্পানিটি বেশি কর্মী নিয়োগ করেছিল। তখন এতে আয়ও বেশি হয়েছে। এই আয় বৃদ্ধিতে বেশি জনবলের ভূমিকা ছিল।
কর্মী ছাঁটাই করলে অর্থবছরের শেষ প্রান্তিকে স্পটিফাইয়ের ১৩ কোটি ইউরো থেকে সাড়ে ১৪ কোটি ইউরো পর্যন্ত বাড়তি ব্যয় হবে। কোম্পানিটি বলছে, এ খরচের হিসাব ২০২৪ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে যুক্ত হবে।
স্পটিফাই ধারণা করছে, অর্থবছরের শেষ প্রান্তিকে পরিচালন ক্ষতির পরিমাণ ৯ কোটি ৩০ লাখ ইউরো থেকে ১০ কোটি ৮০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। অথচ এর আগে ধারণা করা হয়েছিল, শেষ প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৩ কোটি ৭০ লাখ ইউরোতে দাঁড়াবে।
পডকাস্ট ব্যবসার পেছনে স্পটিফাই এক শ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। তারা কিম কার্দাশিয়ান, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের মতো তারকাদের সঙ্গে চুক্তি করেছে এবং ২০৩০ সাল নাগাদ শত কোটি ব্যবহারকারী পেতে বিশ্বের বেশির ভাগ দেশে বাণিজ্য প্রসারিত করার পরিকল্পনা নিয়েছে।
অর্থবছরের শেষ প্রান্তিকে স্ট্রিমিং পরিষেবার ফি বাড়িয়ে দেওয়ায় এবং সব অঞ্চলে সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার কারণে স্পটিফাই লাভের মুখ দেখা শুরু করে। শেষ প্রান্তিকে মাসিক শ্রোতার সংখ্যা বেড়ে ৬০ কোটি ১০ লাখে পৌঁছাবে বলে আশা করছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সকে কোম্পানির সিইও বলেন, প্রতি ডলারে লাভের অংশ বাড়াতে কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কর্মী ছাঁটাই করলে এ আয়ের পরিমাণ বাড়ানো সম্ভব হবে।
এক বলেন, ‘সব মেট্রিক্সেই আমাদের উৎপাদনশীলতা বেশি কিন্তু দক্ষতা কম। আমাদের দুটোই প্রয়োজন।’
আজ সোমবার থেকে কোম্পানিটি ছাঁটাইকৃত কর্মীদের নোটিশ দেওয়া শুরু করবে। কর্মীদের পাঁচ মাসের আগাম বেতন, ছুটি ভাতা ও স্বাস্থ্যভাতা দেওয়া হবে।
সিইও এক বলেন, ‘আমরা ২০২৪ ও ২০২৫ সালজুড়ে অল্পসংখ্যক করে কর্মী ছাঁটাইয়ের চিন্তা করেছিলাম। তবে, আমাদের আর্থিক লক্ষ্যের কথা ও পরিচালন ব্য়য়ের কথা চিন্তা করে, ব্যয় কমিয়ে লক্ষ্য অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিই।’
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
১ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
২ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৭ ঘণ্টা আগে