কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট বার্ডের নাম পরিবর্তন করেছে গুগল। ওয়েবভিত্তিক এই চ্যাটবটের নতুন নাম জেমিনি রাখা হয়েছে। গুগল ওয়ানে একটি নতুন সাবক্রিপশন প্ল্যান যোগ করার জন্য এই রিব্যান্ডিং করা হলো। এছাড়া নতুন জেমিনি অ্যান্ড্রয়েড অ্যাপও গতকাল চালু করেছে কোম্পানিটি।
গুগল ওয়ানের সাবস্ক্রিপশন ক্লাউড সার্ভিসে এআই প্রিমিয়াম প্ল্যান যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জিমিনির নতুন এআই সংস্করণ আল্ট্রা ১.০ মডেল নিয়ে আসা হয়েছে। এটি ব্যবহার করতে গ্রাহককে ১৯ দশমিক ৯৯ ডলার ব্যবহার করতে হবে। গুগল ওয়ানে এই নতুন প্ল্যান গ্রাহককে ২ টিবি স্টোরেজ দেবে। সেই সঙ্গে প্রিমিয়াম প্ল্যানের অন্যান্য সুবিধাগুলোও থাকবে।
গুগল বলেছে, জেমিনির আল্ট্রা ১ .০ এলএলএম (লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল এআই জগতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। যেমন—আরও উন্নত প্রক্রিয়াকরণ ও সমস্যা সমাধানের ক্ষমতা এবং নির্দেশনা ও প্রোগ্রাম বোঝার ক্ষমতা। মডেলটি তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে সক্ষম এবং এটি একাধিক প্রোগ্রামিং ভাষায় উচ্চ-মানের কোডও তৈরি করতে পারে বলে গুগল দাবি করছে।
পরবর্তীতে জিমেইল ও ডকসের মতো বিভিন্ন পণ্যে জেমিনি মডেলটি যুক্ত করবে গুগল। এর ফলে ব্যবহারকারীরা এআই দিয়ে টেক্সট, ছবি তৈরি করতে পারবে। সেই সঙ্গে গুগল মিটের ভিডিও কলের মানও উন্নত করতে পারবে।
তবে জিমিনি প্রো ১.০ প্ল্যান ব্যবহারকারী গত সপ্তাহে ইউরোপের গ্রাহকদের জন্য উন্মোচন করা হয়। এটি বিনামূল্য ব্যবহার করা যাবে। কানাডাও গতকাল এই ভার্সন চালু করা হয়েছে। শিগগরিই অন্যান্য দেশেও এই ফ্রি প্ল্যানটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গুগল এর ওয়েবসাইটের https://bard.google.com/থেকে পরিবর্তন করে https://gemini.google.com/করা হয়েছে।
ওয়েবসাটটি আপডেট করে নতুন ন্যাভিগেশন অপশন যুক্ত করা হয়েছে। যেখানে সেটিংস, অ্যাক্টিভিটি ও নিচের দিকে হেল্প অপশনটি পাওয়া যাবে।
গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা বিনামূল্যে জেমিনির নতুন অ্যাডভান্সড প্ল্যানটি ব্যবহার করতে পারবে। দুইমাস পর থেকে মডেলটি ব্যবহারের জন্য ১৯.৯৯ ডলার খরচ করতে হবে। যেসব গ্রাহকেরা গুগল ওয়ানের পণ্যগুলোর ওপর নির্ভরশীল তাদের জন্য এটি একটি ভালো সুযোগ কারণ এর ফলে ২ টিবি স্টোরেজ পাওয়া যাবে।
জেমিনি এখন শুধুমাত্র ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। আর এছাড়া এই মডেল এখনো প্রশিক্ষণ পর্যায়ে রয়েছে। তাই এর কার্যকারিতা কতটুকু তা জানতে আরও সময় প্রয়োজন। তাছাড়া মডেলটির এআইভিত্তিক ফিচারগুলো সব গ্রাহকের জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যারা শুধু মাত্র ক্লাউড স্টোরেজের বৃদ্ধি চায়।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট বার্ডের নাম পরিবর্তন করেছে গুগল। ওয়েবভিত্তিক এই চ্যাটবটের নতুন নাম জেমিনি রাখা হয়েছে। গুগল ওয়ানে একটি নতুন সাবক্রিপশন প্ল্যান যোগ করার জন্য এই রিব্যান্ডিং করা হলো। এছাড়া নতুন জেমিনি অ্যান্ড্রয়েড অ্যাপও গতকাল চালু করেছে কোম্পানিটি।
গুগল ওয়ানের সাবস্ক্রিপশন ক্লাউড সার্ভিসে এআই প্রিমিয়াম প্ল্যান যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জিমিনির নতুন এআই সংস্করণ আল্ট্রা ১.০ মডেল নিয়ে আসা হয়েছে। এটি ব্যবহার করতে গ্রাহককে ১৯ দশমিক ৯৯ ডলার ব্যবহার করতে হবে। গুগল ওয়ানে এই নতুন প্ল্যান গ্রাহককে ২ টিবি স্টোরেজ দেবে। সেই সঙ্গে প্রিমিয়াম প্ল্যানের অন্যান্য সুবিধাগুলোও থাকবে।
গুগল বলেছে, জেমিনির আল্ট্রা ১ .০ এলএলএম (লার্জ ল্যাংগুয়েজ মডেল) মডেল এআই জগতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে। যেমন—আরও উন্নত প্রক্রিয়াকরণ ও সমস্যা সমাধানের ক্ষমতা এবং নির্দেশনা ও প্রোগ্রাম বোঝার ক্ষমতা। মডেলটি তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে সক্ষম এবং এটি একাধিক প্রোগ্রামিং ভাষায় উচ্চ-মানের কোডও তৈরি করতে পারে বলে গুগল দাবি করছে।
পরবর্তীতে জিমেইল ও ডকসের মতো বিভিন্ন পণ্যে জেমিনি মডেলটি যুক্ত করবে গুগল। এর ফলে ব্যবহারকারীরা এআই দিয়ে টেক্সট, ছবি তৈরি করতে পারবে। সেই সঙ্গে গুগল মিটের ভিডিও কলের মানও উন্নত করতে পারবে।
তবে জিমিনি প্রো ১.০ প্ল্যান ব্যবহারকারী গত সপ্তাহে ইউরোপের গ্রাহকদের জন্য উন্মোচন করা হয়। এটি বিনামূল্য ব্যবহার করা যাবে। কানাডাও গতকাল এই ভার্সন চালু করা হয়েছে। শিগগরিই অন্যান্য দেশেও এই ফ্রি প্ল্যানটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।
গুগল এর ওয়েবসাইটের https://bard.google.com/থেকে পরিবর্তন করে https://gemini.google.com/করা হয়েছে।
ওয়েবসাটটি আপডেট করে নতুন ন্যাভিগেশন অপশন যুক্ত করা হয়েছে। যেখানে সেটিংস, অ্যাক্টিভিটি ও নিচের দিকে হেল্প অপশনটি পাওয়া যাবে।
গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা বিনামূল্যে জেমিনির নতুন অ্যাডভান্সড প্ল্যানটি ব্যবহার করতে পারবে। দুইমাস পর থেকে মডেলটি ব্যবহারের জন্য ১৯.৯৯ ডলার খরচ করতে হবে। যেসব গ্রাহকেরা গুগল ওয়ানের পণ্যগুলোর ওপর নির্ভরশীল তাদের জন্য এটি একটি ভালো সুযোগ কারণ এর ফলে ২ টিবি স্টোরেজ পাওয়া যাবে।
জেমিনি এখন শুধুমাত্র ইংরেজি ভাষায় ব্যবহার করা যাবে। আর এছাড়া এই মডেল এখনো প্রশিক্ষণ পর্যায়ে রয়েছে। তাই এর কার্যকারিতা কতটুকু তা জানতে আরও সময় প্রয়োজন। তাছাড়া মডেলটির এআইভিত্তিক ফিচারগুলো সব গ্রাহকের জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যারা শুধু মাত্র ক্লাউড স্টোরেজের বৃদ্ধি চায়।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১৯ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১৯ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১৯ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৯ ঘণ্টা আগে