Ajker Patrika

ঘর ঠান্ডা রাখার উপায়

প্রযুক্তি ডেস্ক
ঘর ঠান্ডা রাখার উপায়

হঠাৎ হঠাৎ বৃষ্টি হলেও গরমের মাত্রা বেড়েছে। বেড়েছে এয়ারকন্ডিশনারের ব্যবহার। তবে প্রায়ই দেখা যায়, অনেকক্ষণ ধরে এসি চললেও ঘর ঠিকভাবে ঠান্ডা হচ্ছে না, কিংবা ঠান্ডা হলেও ঘরের শীতলতা বেশিক্ষণ থাকছে না। ঘর ঠান্ডা রাখতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। 

  • প্রথমেই খেয়াল করুন, যে ঘরে এসি ব্যবহার করছেন, সেই ঘরের আয়তন কত? আপনার ঘরটির আয়তনের ওপর নির্ভর করে এসির কার্যক্ষমতা। এসির ক্ষমতার চেয়ে ঘরের আয়তন বেশি হলে ঘর ঠান্ডা হবে না। সাধারণত ১০০ বর্গফুটের ঘর হলে আপনার এসিটি হতে হবে ১ টন। তেমনি ২০০ বর্গফুট হলে দেড় টন আর ৩০০ থেকে ৪০০ বর্গফুট হলে ঘরে লাগবে ২ টন এসি।
  • ঘরে কতজন মানুষ আছে, তার ওপরও নির্ভর করে এসির কার্যক্ষমতা। নির্দিষ্ট আয়তনের ঘর যেমন নির্দিষ্ট টনের এসি ঠান্ডা করতে পারে, তেমনি লোকসংখ্যার ওপরেও ঘর ঠান্ডা হওয়া নির্ভর করে। লোকসংখ্যা কমবেশি হলে ঠান্ডারও তারতম্য হতে পারে। ঘরে লোকজন বেশি থাকলে এসি থেকে ঠান্ডা কম পাওয়া যাবে।
  • ঘর যদি সরাসরি সূর্যের সংস্পর্শে আসে, তাহলে এসি ঘর ঠান্ডা রাখতে পারে না খুব একটা। এ অবস্থায় সূর্যের কড়া রোদ এড়িয়ে চলতে জানালা ও দরজায় পর্দার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দুই স্তরের পর্দা ব্যবহার করা যেতে পারে।
  • যে ঘরে এসি আছে, সেটি সম্পূর্ণ বন্ধ আছে কি না, সেটি খেয়াল করুন। ঘর থেকে যেন ঠান্ডা বাতাস বের না হয়, সেটি নিশ্চিত করতে হবে। এ ছাড়া বাইরে থাকা এসির আউটডোর ইউনিটের সামনের বাতাসের চলাচল স্বাভাবিক রাখুন।
  • খেয়াল করুন এসির এয়ার ফিল্টার পরিষ্কার-পরিচ্ছন্ন আছে কি না। পাশাপাশি ফিল্টার ভেন্টে কোনো ময়লা যেন না জমে, সেটি নিশ্চিত করুন। এয়ার ফিল্টারে যদি ধুলোময়লা জমতে থাকে, তাহলে এসির কার্যক্ষমতা কমে যায়।
  • এসি চালানোর সময় অবশ্যই সেটিকে কুলিং মুডে রাখতে হবে। ফলে ঘরটি দ্রুত শীতল হবে।

সূত্র: বিভিন্ন ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত