বর্তমানে প্রযুক্তির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রোবটের চারপাশের পরিবেশ সম্পর্কে উপলব্ধি করার ক্ষমতা বাড়ানো। বিশেষ করে রোবটের সামনে ধোঁয়া, বৃষ্টি বা অন্য যেকোনো প্রাকৃতিক বাধা এলে এগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। এখন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকেরা এমন এক যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছেন, যা রেডিও তরঙ্গের মাধ্যমে রোবটকে ‘সুপার হিউম্যান ভিশন’ দেয় এবং ধোঁয়া বা খারাপ আবহাওয়ায় এগুলো কাজ চালিয়ে যেতে পারে। অর্থাৎ, মানুষের দৃষ্টিশক্তিকে ছাড়িয়ে গেল এই রোবট।
সাধারণত রোবটগুলোতে ক্যামেরা বা লাইডার সেন্সর ব্যবহার করা হয়। এই আলোনির্ভর ভিশন সিস্টেম খারাপ আবহাওয়ার মধ্যে খুব একটা কার্যকরী নয়। ঘন কুয়াশা কিংবা ধোঁয়ায় এই প্রযুক্তিগুলো তেমন একটা কাজে আসে না।
তবে প্রকৃতি থেকে অনুপ্রেরণা পেলেন বিজ্ঞানীরা। দেখার জন্য সব প্রাণী আলোর ওপর নির্ভরশীল নয়। বাদুড়েরা তাদের শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে আশপাশের পরিবেশের পুরো চিত্র মস্তিষ্কে তৈরি করে, আর হাঙররা বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন অনুভব করে শিকার শনাক্ত করতে পারে। এই প্রাণী জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এখন এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যা রোবটকে সুপার হিউম্যান ভিশন দিতে পারে।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন ‘প্যানোরাডার’ নামের এক নতুন প্রযুক্তি যা রেডিও তরঙ্গের সাহায্যে রোবটের জন্য ত্রিমাত্রিক (৩ডি) দৃশ্য তৈরি করে। এই প্রযুক্তি কুয়াশা, ধোঁয়া কিংবা অন্য যে কোনো কঠিন পরিবেশে কাজ রোবটকে কাজ করতে সাহায্য করবে। যেখানে সাধারণ ক্যামেরা বা লাইডার কাজ করতে পারে না। রেডিও তরঙ্গের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য এই পরিস্থিতিতে রোবটের চোখ হয়ে কাজ করে, যা মানুষের মতো সাধারণ চোখের জন্য অসম্ভব।
কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক ও গবেষণার প্রধান সদস্য মিংমিন ঝাও বলেন, ‘আমরা চেয়েছিলাম রেডিও তরঙ্গের শক্তি এবং ভিজ্যুয়াল সেন্সরের উচ্চ রেজল্যুশন একত্রিত করতে, যাতে একটি কার্যকরী এবং শক্তিশালী সিস্টেম তৈরি হয়, যা বৈরী পরিবেশেও কাজ করতে পারে।’
রেডিও তরঙ্গের ব্যবহার নতুন কিছু নয়। বহু বছর ধরেই রাডার সিস্টেম বিমান, জাহাজ এবং আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহার হচ্ছে। তবে প্রফেসর ঝাও এবং তাঁর ছাত্ররা এটি আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের রোবটের স্পিনিং অ্যানটেনা ৩৬০ ডিগ্রি পরিধিতে রেডিও তরঙ্গ ছড়িয়ে দিয়ে সেগুলোর প্রতিফলন থেকে একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করে, যা রোবটকে ধোঁয়া বা বৃষ্টির মধ্যেও পরিস্থিতি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।
ঝাও বলেন, ‘আমরা রোবটের জন্য এমন প্রযুক্তি তৈরি করতে চাই, যা মানুষের চোখ বা অন্যান্য সেন্সরের সীমাবদ্ধতা ছাড়িয়ে দেখতে সক্ষম।’ এই প্রযুক্তি ভবিষ্যতে উদ্ধারকারী রোবটদের জন্য বিশেষ উপকারী হতে পারে। যেমন—আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে মানুষকে উদ্ধার করা।
রেডিও তরঙ্গের আরেকটি সুবিধা হলো এর তরঙ্গদৈর্ঘ্য আলোর চেয়ে অনেক বড়, ফলে এটি ধোঁয়া বা ক্ষুদ্র কণার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এতে রোবট এমন পরিস্থিতিতেও পরিবেশের দৃশ্য তৈরি করতে পারে যেখানে ক্যামেরা বা লিডার কাজ করতে পারে না।
তবে, ঝাও উল্লেখ করেন যে রেডিও তরঙ্গের এই প্রযুক্তি কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন—একসঙ্গে স্পিনিং অ্যানটেনা পুরো দিক থেকে ছবি নিতে পারে না। তবে এটি এমন এক প্রযুক্তি, যা ভবিষ্যতে স্বয়ংক্রিয় যানবাহন এবং অন্যান্য রোবটিক সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এমনকি, এই প্রযুক্তির ব্যবহার শুধু রোবটিকসেই সীমাবদ্ধ নয়। পুলিশ বা সেনাবাহিনীও রেডিও তরঙ্গের সাহায্যে দেয়ালের পেছনে লুকানো বস্তু খুঁজে বের করতে সক্ষম হতে পারে।
এই নতুন প্রযুক্তি রোবটিকস খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। তবে এর নিরাপত্তা ও নৈতিক ব্যবহারের বিষয় নিয়েও সচেতন থাকা জরুরি।
তথ্যসূত্র: বিবিসি ও পেন টুডে
বর্তমানে প্রযুক্তির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো রোবটের চারপাশের পরিবেশ সম্পর্কে উপলব্ধি করার ক্ষমতা বাড়ানো। বিশেষ করে রোবটের সামনে ধোঁয়া, বৃষ্টি বা অন্য যেকোনো প্রাকৃতিক বাধা এলে এগুলো সঠিকভাবে কাজ করতে পারে না। এখন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার গবেষকেরা এমন এক যুগান্তকারী প্রযুক্তি তৈরি করেছেন, যা রেডিও তরঙ্গের মাধ্যমে রোবটকে ‘সুপার হিউম্যান ভিশন’ দেয় এবং ধোঁয়া বা খারাপ আবহাওয়ায় এগুলো কাজ চালিয়ে যেতে পারে। অর্থাৎ, মানুষের দৃষ্টিশক্তিকে ছাড়িয়ে গেল এই রোবট।
সাধারণত রোবটগুলোতে ক্যামেরা বা লাইডার সেন্সর ব্যবহার করা হয়। এই আলোনির্ভর ভিশন সিস্টেম খারাপ আবহাওয়ার মধ্যে খুব একটা কার্যকরী নয়। ঘন কুয়াশা কিংবা ধোঁয়ায় এই প্রযুক্তিগুলো তেমন একটা কাজে আসে না।
তবে প্রকৃতি থেকে অনুপ্রেরণা পেলেন বিজ্ঞানীরা। দেখার জন্য সব প্রাণী আলোর ওপর নির্ভরশীল নয়। বাদুড়েরা তাদের শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে আশপাশের পরিবেশের পুরো চিত্র মস্তিষ্কে তৈরি করে, আর হাঙররা বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তন অনুভব করে শিকার শনাক্ত করতে পারে। এই প্রাণী জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এখন এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যা রোবটকে সুপার হিউম্যান ভিশন দিতে পারে।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা তৈরি করেছেন ‘প্যানোরাডার’ নামের এক নতুন প্রযুক্তি যা রেডিও তরঙ্গের সাহায্যে রোবটের জন্য ত্রিমাত্রিক (৩ডি) দৃশ্য তৈরি করে। এই প্রযুক্তি কুয়াশা, ধোঁয়া কিংবা অন্য যে কোনো কঠিন পরিবেশে কাজ রোবটকে কাজ করতে সাহায্য করবে। যেখানে সাধারণ ক্যামেরা বা লাইডার কাজ করতে পারে না। রেডিও তরঙ্গের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য এই পরিস্থিতিতে রোবটের চোখ হয়ে কাজ করে, যা মানুষের মতো সাধারণ চোখের জন্য অসম্ভব।
কম্পিউটার সায়েন্সের সহকারী অধ্যাপক ও গবেষণার প্রধান সদস্য মিংমিন ঝাও বলেন, ‘আমরা চেয়েছিলাম রেডিও তরঙ্গের শক্তি এবং ভিজ্যুয়াল সেন্সরের উচ্চ রেজল্যুশন একত্রিত করতে, যাতে একটি কার্যকরী এবং শক্তিশালী সিস্টেম তৈরি হয়, যা বৈরী পরিবেশেও কাজ করতে পারে।’
রেডিও তরঙ্গের ব্যবহার নতুন কিছু নয়। বহু বছর ধরেই রাডার সিস্টেম বিমান, জাহাজ এবং আবহাওয়া পর্যবেক্ষণে ব্যবহার হচ্ছে। তবে প্রফেসর ঝাও এবং তাঁর ছাত্ররা এটি আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন। তাঁদের রোবটের স্পিনিং অ্যানটেনা ৩৬০ ডিগ্রি পরিধিতে রেডিও তরঙ্গ ছড়িয়ে দিয়ে সেগুলোর প্রতিফলন থেকে একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করে, যা রোবটকে ধোঁয়া বা বৃষ্টির মধ্যেও পরিস্থিতি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে সাহায্য করবে।
ঝাও বলেন, ‘আমরা রোবটের জন্য এমন প্রযুক্তি তৈরি করতে চাই, যা মানুষের চোখ বা অন্যান্য সেন্সরের সীমাবদ্ধতা ছাড়িয়ে দেখতে সক্ষম।’ এই প্রযুক্তি ভবিষ্যতে উদ্ধারকারী রোবটদের জন্য বিশেষ উপকারী হতে পারে। যেমন—আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে মানুষকে উদ্ধার করা।
রেডিও তরঙ্গের আরেকটি সুবিধা হলো এর তরঙ্গদৈর্ঘ্য আলোর চেয়ে অনেক বড়, ফলে এটি ধোঁয়া বা ক্ষুদ্র কণার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। এতে রোবট এমন পরিস্থিতিতেও পরিবেশের দৃশ্য তৈরি করতে পারে যেখানে ক্যামেরা বা লিডার কাজ করতে পারে না।
তবে, ঝাও উল্লেখ করেন যে রেডিও তরঙ্গের এই প্রযুক্তি কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন—একসঙ্গে স্পিনিং অ্যানটেনা পুরো দিক থেকে ছবি নিতে পারে না। তবে এটি এমন এক প্রযুক্তি, যা ভবিষ্যতে স্বয়ংক্রিয় যানবাহন এবং অন্যান্য রোবটিক সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এমনকি, এই প্রযুক্তির ব্যবহার শুধু রোবটিকসেই সীমাবদ্ধ নয়। পুলিশ বা সেনাবাহিনীও রেডিও তরঙ্গের সাহায্যে দেয়ালের পেছনে লুকানো বস্তু খুঁজে বের করতে সক্ষম হতে পারে।
এই নতুন প্রযুক্তি রোবটিকস খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। তবে এর নিরাপত্তা ও নৈতিক ব্যবহারের বিষয় নিয়েও সচেতন থাকা জরুরি।
তথ্যসূত্র: বিবিসি ও পেন টুডে
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন আজ বুধবার বিকেলে অস্থায়ী নেটওয়ার্ক বিপর্যয়ের মুখে পড়েছিল, যার প্রভাবে ফোর-জি সেবায় বিঘ্ন ঘটে। দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৮ কোটি ৪৯ লাখের বেশি গ্রাহক থাকায় সারাদেশে এই সমস্যার প্রভাব দেখা যায়।
৩ ঘণ্টা আগেতরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
৭ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১২ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
১৩ ঘণ্টা আগে