Ajker Patrika

২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইয়াহু 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৩৯
২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে ইয়াহু 

গত বছর থেকে একের পর এক ছাঁটাইয়ের ঘোষণা আসছে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো থেকে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে প্রযুক্তি কোম্পানি ইয়াহু। মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহ শেষে প্রায় আরও এক হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।

ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’ 

৫০০ কোটি ডলারের বিনিময়ে ২০২১ সাল থেকে ইয়াহুর মালিকানা পাওয়া বিনিয়োগ কোম্পানি ‘অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট’ জানিয়েছে, এই পদক্ষেপের ফলে কোম্পানিটি ‘ডিএসপি’ বা ‘ডিমান্ড সাইড প্ল্যাটফর্ম’ নামে পরিচিত ফ্ল্যাগশিপ বিজ্ঞাপনী ব্যবসায় তুলনামূলক বেশি মনযোগ দিতে ও বিনিয়োগ করতে পারবে।

সম্প্রতি, বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, জুমের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক ইউয়ান গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন। জুমের দাপ্তরিক ব্লগে ইউয়ান লেখেন, ‘জুম কর্মীসংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে। কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ বা প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই-মেইলে জানিয়ে দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত