জনপ্রিয় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা। এক্সকে ‘টক্সিক প্ল্যাটফর্ম’ (বিষাক্ত প্ল্যাটফর্ম) হিসেবে আখ্যায়িত দিয়ে গার্ডিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কনটেন্ট’ দেখানো হয়।
এক্সে পোস্ট না করার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে গার্ডিয়ান। সেখানে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থী ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কনটেন্ট পোস্টের প্রবণতা রয়েছে। আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে।
প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি মনে করে তাদের কনটেন্টগুলো অন্য কোথাও প্রকাশ পেলে তাদের সাংবাদিকতা আরও কার্যকর হবে।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ নেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে গার্ডিয়ানের।
এদিকে এক্স হ্যান্ডেল ‘@guardian’ এখনো সক্রিয় রয়েছে। তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে ‘এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে’ এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখার আহ্বান জানানো হয়েছে। এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রতিবেদন শেয়ার করতে পারবেন এবং কখনো কখনো লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কনটেন্ট এম্বেড করা যেতে পারে। তবে প্রতিবেদকেরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে গার্ডিয়ানের অনুসারী সংখ্যা ১ কোটি ৭ লাখ।
গার্ডিয়ানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বলেন, গার্ডিয়ান এই ঘোষণা ‘অপ্রাসঙ্গিক’ এবং এটি ‘জঘন্য প্রচারণার যন্ত্র’।
গত বছর অলাভজনক মার্কিন মিডিয়া সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ‘রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়া’ হিসেবে আখ্যায়িত করার পরে এক্স-এ পোস্ট করা বন্ধ করে দেয়। মার্কিন পাবলিক টিভি সম্প্রচারকারী পিবিএস–ও একই কারণে এক্সে পোস্ট করা বন্ধ করেছে।
চলতি মাসে এক্স ছেড়ে যাচ্ছে বলে ঘোষণা দেয় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। গত মাসে যুক্তরাজ্যের নর্থ ওয়েলস পুলিশ বাহিনী, এক্স ব্যবহার বন্ধ করে দেয়। বাহিনীটি বলে, এটি ‘আমাদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়’।
গত আগস্টে প্ল্যাটফর্মটিতে ‘ঘৃণাত্নক বক্তৃতা এবং অপমানজনক মন্তব্যের পরিমাণ বেড়ে যাওয়ার’ কথা বলে যুক্তরাষ্ট্রের রয়্যাল ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতালও এক্স ছেড়ে যায়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলে
জনপ্রিয় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এখন থেকে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এর অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে আর কনটেন্ট পোস্ট বা শেয়ার করবে না। তবে সংবাদমাধ্যমটির কনটেন্ট আগের মতোই এক্স-এ শেয়ার করতে পারবেন পাঠকেরা। এক্সকে ‘টক্সিক প্ল্যাটফর্ম’ (বিষাক্ত প্ল্যাটফর্ম) হিসেবে আখ্যায়িত দিয়ে গার্ডিয়ান কর্তৃপক্ষ বলছে, সেখানে প্রায়ই ‘আপত্তিকর কনটেন্ট’ দেখানো হয়।
এক্সে পোস্ট না করার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে গার্ডিয়ান। সেখানে বলা হয়, প্ল্যাটফর্মটিতে চরমপন্থী ষড়যন্ত্র তত্ত্ব এবং বর্ণবাদের মতো কনটেন্ট পোস্টের প্রবণতা রয়েছে। আর এই কারণেই তারা এক্স থেকে বের হয়ে যাচ্ছে।
প্ল্যাটফর্মটিতে থাকা এখন আর তাদের সাংবাদিকতার জন্য সহায়ক নয় বলে জানিয়েছে গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি মনে করে তাদের কনটেন্টগুলো অন্য কোথাও প্রকাশ পেলে তাদের সাংবাদিকতা আরও কার্যকর হবে।
২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর এটির নাম পরিবর্তন করে এক্স রাখেন। অভিযোগ রয়েছে, প্ল্যাটফর্মটি ব্যবহার করে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করেছেন মাস্ক।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে মাস্কের সমর্থন এবং রিপাবলিকানদের পক্ষ নেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে গার্ডিয়ানের।
এদিকে এক্স হ্যান্ডেল ‘@guardian’ এখনো সক্রিয় রয়েছে। তবে সেখানে একটি বার্তা পোস্ট করা হয়েছে। যেখানে লেখা আছে ‘এই অ্যাকাউন্টটি আর্কাইভ করা হয়েছে’ এবং দর্শকদের তাদের ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখার আহ্বান জানানো হয়েছে। এক্স ব্যবহারকারীরা গার্ডিয়ানের প্রতিবেদন শেয়ার করতে পারবেন এবং কখনো কখনো লাইভ নিউজ রিপোর্টিংয়ের প্রয়োজনে এক্স থেকে কনটেন্ট এম্বেড করা যেতে পারে। তবে প্রতিবেদকেরা ব্যক্তিগতভাবে এক্স এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, এক্স প্ল্যাটফর্মে গার্ডিয়ানের অনুসারী সংখ্যা ১ কোটি ৭ লাখ।
গার্ডিয়ানের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বলেন, গার্ডিয়ান এই ঘোষণা ‘অপ্রাসঙ্গিক’ এবং এটি ‘জঘন্য প্রচারণার যন্ত্র’।
গত বছর অলাভজনক মার্কিন মিডিয়া সংস্থা ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে ‘রাষ্ট্র-অধিভুক্ত মিডিয়া’ হিসেবে আখ্যায়িত করার পরে এক্স-এ পোস্ট করা বন্ধ করে দেয়। মার্কিন পাবলিক টিভি সম্প্রচারকারী পিবিএস–ও একই কারণে এক্সে পোস্ট করা বন্ধ করেছে।
চলতি মাসে এক্স ছেড়ে যাচ্ছে বলে ঘোষণা দেয় বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল। গত মাসে যুক্তরাজ্যের নর্থ ওয়েলস পুলিশ বাহিনী, এক্স ব্যবহার বন্ধ করে দেয়। বাহিনীটি বলে, এটি ‘আমাদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়’।
গত আগস্টে প্ল্যাটফর্মটিতে ‘ঘৃণাত্নক বক্তৃতা এবং অপমানজনক মন্তব্যের পরিমাণ বেড়ে যাওয়ার’ কথা বলে যুক্তরাষ্ট্রের রয়্যাল ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতালও এক্স ছেড়ে যায়।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও ডয়চে ভেলে
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে