সহজে ও আকর্ষণীয়ভাবে অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ার জন্য নতুন ‘প্রোফাইল কার্ড’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এটি ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য একটি ডিজিটাল বিজনেস কার্ডের মতো কাজ করবে। ফিচারটি নতুন বন্ধু ও ফলোয়ার তৈরি করতে ব্যবহারকারীদের সাহায্য করবে।
কয়েক মাস আগে নির্বাচিত ক্রিয়েটরদের জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল ইনস্টাগ্রাম।
প্রোফাইল কার্ডগুলোর দুই সাইড থাকবে। এটি ব্যবহারকারীদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ারের পদ্ধতি আরও সহজ করে তুলবে। ফলে এখন আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কাউকে পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি কার্ডটি শেয়ার করলেই হবে।
ফিচারটিকে নতুন ফলোয়ারদের সঙ্গে সংযোগ স্থাপন এবং বন্ধুত্ব গড়ে তোলার একটি সহজ উপায় হিসেবে দেখছে ইনস্টাগ্রাম।
ব্যবহারকারীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সংগৃহীত তথ্য প্রোফাইল কার্ডটির একপাশে থাকবে। যেমন: বায়ো, প্রোফাইল ছবি, এবং প্রোফাইলে থাকা কোনো লিংক বা মিউজিক। অন্য পাশে একটি কিউআর কোড থাকবে, যা আপনার প্রোফাইলকে লিংক করবে। এই কিউআর কোডটি স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনে কার্ড সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখানো হবে।
প্রোফাইল কার্ডের ব্যাকগ্রাউন্ড পছন্দমতো কাস্টমাইজ করা যাবে। নিজের পরিচয় তুলে ধরতে পছন্দের ছবি ব্যবহার করা যাবে।
সারা বিশ্বের সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু হচ্ছে। পর্যায়ক্রমে সবার ইনস্টাগ্রাম অ্যাপেই ফিচারটি দেখতে পাওয়া যাবে।
বিশেষ করে যারা নিজেদের অ্যাকাউন্টের প্রচারণা করতে চায় এবং ফলোয়ার বাড়াতে চায় তাদের জন্য ফিচারটি ডিজাইন করা হয়েছে। প্রোফাইল কার্ডটি অন্য প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে। এর মাধ্যমে ইনস্টাগ্রামের বাইরেও অন্যরা অ্যাকাউন্ট দেখতে পারবে এবং অ্যাকাউন্টটি ফলো করতে আগ্রহী হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে মেটা বলে, জেন জি প্রজন্মের অনেকেই ইনস্টাগ্রামকে অনেকটা নিজের সিভির মতো ব্যবহার করে। তাদের জন্য এই ফিচার বেশি কাজে দেবে।
সাম্প্রতিক এক জরিপের কথা উল্লেখ করে কোম্পানিটি বলেছে, জেন জি প্রজন্মের-এর বেশি মানুষ ইনফ্লুয়েন্সার হতে চায়। এ জন্যই অন্যদের কাছে তাদের নিজেদের পরিচয় ভালোভাবে উপস্থাপন করতে সাহায্য করতে চায় সোশ্যাল নেটওয়ার্কটি।
ইনস্টাগ্রাম বলেছে, ব্যবহারকারীরা সহজ ও দ্রুত উপায়ে তাদের প্রোফাইল কার্ড সম্ভাব্য কোলাবরেটর বা ব্র্যান্ডদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ইনস্টাগ্রাম গ্রুপ বা অনলাইন ইভেন্টে প্রোফাইল কার্ড শেয়ার করে নতুন বন্ধু তৈরি করা যেতে পারে।
২০১৮ সালে অ্যাকাউন্টের কিউআর কোড শেয়ারের সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। তবে প্রোফাইল কার্ডে ব্যবহারকারীর তথ্য আরও বিস্তারিতভাবে থাকে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা রুচি, পছন্দ প্রকাশ পাবে। এ ছাড়া শেয়ার করা কার্ডটির মাধ্যমে ক্রিয়েটরদের কনটেন্ট সম্পর্কে ধারণাও অন্যেরা পাবে।
সহজে ও আকর্ষণীয়ভাবে অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ার জন্য নতুন ‘প্রোফাইল কার্ড’ ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এটি ইনস্টাগ্রাম প্রোফাইলের জন্য একটি ডিজিটাল বিজনেস কার্ডের মতো কাজ করবে। ফিচারটি নতুন বন্ধু ও ফলোয়ার তৈরি করতে ব্যবহারকারীদের সাহায্য করবে।
কয়েক মাস আগে নির্বাচিত ক্রিয়েটরদের জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল ইনস্টাগ্রাম।
প্রোফাইল কার্ডগুলোর দুই সাইড থাকবে। এটি ব্যবহারকারীদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অন্যদের সঙ্গে শেয়ারের পদ্ধতি আরও সহজ করে তুলবে। ফলে এখন আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কাউকে পাঠানোর প্রয়োজন নেই। সরাসরি কার্ডটি শেয়ার করলেই হবে।
ফিচারটিকে নতুন ফলোয়ারদের সঙ্গে সংযোগ স্থাপন এবং বন্ধুত্ব গড়ে তোলার একটি সহজ উপায় হিসেবে দেখছে ইনস্টাগ্রাম।
ব্যবহারকারীর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সংগৃহীত তথ্য প্রোফাইল কার্ডটির একপাশে থাকবে। যেমন: বায়ো, প্রোফাইল ছবি, এবং প্রোফাইলে থাকা কোনো লিংক বা মিউজিক। অন্য পাশে একটি কিউআর কোড থাকবে, যা আপনার প্রোফাইলকে লিংক করবে। এই কিউআর কোডটি স্ক্যান করলেই সঙ্গে সঙ্গে স্ক্রিনে কার্ড সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম প্রোফাইলটি দেখানো হবে।
প্রোফাইল কার্ডের ব্যাকগ্রাউন্ড পছন্দমতো কাস্টমাইজ করা যাবে। নিজের পরিচয় তুলে ধরতে পছন্দের ছবি ব্যবহার করা যাবে।
সারা বিশ্বের সকল ইনস্টাগ্রাম ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু হচ্ছে। পর্যায়ক্রমে সবার ইনস্টাগ্রাম অ্যাপেই ফিচারটি দেখতে পাওয়া যাবে।
বিশেষ করে যারা নিজেদের অ্যাকাউন্টের প্রচারণা করতে চায় এবং ফলোয়ার বাড়াতে চায় তাদের জন্য ফিচারটি ডিজাইন করা হয়েছে। প্রোফাইল কার্ডটি অন্য প্ল্যাটফর্মেও শেয়ার করা যাবে। এর মাধ্যমে ইনস্টাগ্রামের বাইরেও অন্যরা অ্যাকাউন্ট দেখতে পারবে এবং অ্যাকাউন্টটি ফলো করতে আগ্রহী হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে মেটা বলে, জেন জি প্রজন্মের অনেকেই ইনস্টাগ্রামকে অনেকটা নিজের সিভির মতো ব্যবহার করে। তাদের জন্য এই ফিচার বেশি কাজে দেবে।
সাম্প্রতিক এক জরিপের কথা উল্লেখ করে কোম্পানিটি বলেছে, জেন জি প্রজন্মের-এর বেশি মানুষ ইনফ্লুয়েন্সার হতে চায়। এ জন্যই অন্যদের কাছে তাদের নিজেদের পরিচয় ভালোভাবে উপস্থাপন করতে সাহায্য করতে চায় সোশ্যাল নেটওয়ার্কটি।
ইনস্টাগ্রাম বলেছে, ব্যবহারকারীরা সহজ ও দ্রুত উপায়ে তাদের প্রোফাইল কার্ড সম্ভাব্য কোলাবরেটর বা ব্র্যান্ডদের সঙ্গে শেয়ার করতে পারবেন। ইনস্টাগ্রাম গ্রুপ বা অনলাইন ইভেন্টে প্রোফাইল কার্ড শেয়ার করে নতুন বন্ধু তৈরি করা যেতে পারে।
২০১৮ সালে অ্যাকাউন্টের কিউআর কোড শেয়ারের সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। তবে প্রোফাইল কার্ডে ব্যবহারকারীর তথ্য আরও বিস্তারিতভাবে থাকে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা রুচি, পছন্দ প্রকাশ পাবে। এ ছাড়া শেয়ার করা কার্ডটির মাধ্যমে ক্রিয়েটরদের কনটেন্ট সম্পর্কে ধারণাও অন্যেরা পাবে।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে