Ajker Patrika

তোপের মুখে আমাজনের মালিকানাধীন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ

প্রযুক্তি ডেস্ক
তোপের মুখে আমাজনের মালিকানাধীন লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ

আমাজনের মালিকানাধীন টুইচ হলো লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম। মূলত এখানে গেমাররা নিজেরা স্ট্রিম করে গেম খেলে থাকে। আর অন্যরা রিয়েল-টাইমে তাঁদের অ্যাকশন দেখতে পারে এবং চ্যাট রুমে মন্তব্য করতে পারে। 

এ ছাড়া টুইচ ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে ‘ওয়াচ পার্টি’তে প্রবেশ করতে পারে। ওয়াচ পার্টির মাধ্যমে গেমের মতোই আমাজন প্রাইম ভিডিও থেকে কনটেন্ট স্ট্রিম করতে পারে ব্যবহারকারীরা। দর্শকরা একত্রে কোনো টিভি অনুষ্ঠান বা চলচ্চিত্র দেখতে পারে এবং সেটির ব্যাপারে চ্যাটিংয়ে অংশ নিতে পারে। ওয়াচ পার্টি টুইচের ওয়েব সংস্করণেও রয়েছে। 

নিজেদের অভ্যন্তরীণ তথ্য ও কার্যপ্রণালীর বিস্তারিত গোপন রাখার জন্য টুইচ সুপরিচিত। নিজস্ব প্ল্যাটফর্মে স্ট্রিমারদের আয়ের হিসাবও গোপন রাখে টুইচ। তবে সম্প্রতি তথ্য বেহাতের ঘটনায় তোপের মুখে রয়েছে টুইচ। 

সার্ভারের ‘কনফিগারেশন ত্রুটি’র জন্য এরূপ ঘটেছে বলে জানিয়েছে টুইচ। এ ছাড়া টুইচের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকিংয়ে ফাঁস হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সোর্স কোড। 

ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য এবং স্ট্রিমারদের আয়ের হিসাব আছে বলে নিশ্চিত করেছে টুইচ কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, টুইচের একশ’ গিগাবাইট তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। 
 
উল্লেখ্য, দুই বছরে আমাজনের মালিকানাধীন প্ল্যাটফর্মটি থেকে কয়েক মিলিয়ন ডলার কামিয়েছে স্ট্রিমাররা।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত