অনলাইন ডেস্ক
চ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি মডেল সবচেয়ে উপযোগী হবে। ফলে ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিয়ে আরও কার্যকরভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
ওপেএআইয়ে এই আনুষ্ঠানিক পরামর্শ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের চোখে পড়েছে। এই পরামর্শটি লুকিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের (প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য) একটি সহায়ক নথির ভেতরে। তবে এতে থাকা বেশির ভাগ নির্দেশনা সব ধরনের ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।
জিপিটি–৪ ও
ওপেনএআই বলছে, দৈনন্দিন কাজ যেমন—ব্রেনস্টর্মিং, লেখা প্রুফরিডিং, ইমেইল খসড়া তৈরি বা কোনো প্রকল্পের পরিকল্পনা তৈরির মতো কাজে জিপিটি–৪ও ব্যবহার করাই ভালো। চাইলে ব্যবহারকারীরা এতে চিত্র বা স্ক্রিনশট আপলোড করেও সাহায্য পেতে পারেন।
সহানুভূতিশীল ও সৃজনশীল কাজে জিপিটি ৪.৫
চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনলে জিপিটি ৪.৫ মডেলটি ব্যবহার করা যায়। ওপেনএআই-এর মতে, যেসব কাজে আবেগ-সংবেদনশীলতা, স্পষ্ট যোগাযোগ এবং সৃজনশীলতা জরুরি, সেখানে জিপিটি ৪.৫ ব্যবহার করা উচিত। যেমন: এআই নিয়ে একটি আকর্ষণীয় লিংকডিন পোস্ট তৈরি, নতুন ফিচার চালুর সময় পণ্যের বিস্তারিত তথ্য লেখা বা গ্রাহককে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ জানিয়ে চিঠি লেখার মতো কাজ।
ওপেনএআইয়ের রিজনিং মডেল
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। যেসব কাজে একাধিক ধাপে চিন্তা করা লাগে, সেগুলোর জন্য ওপেনএআই-এর ‘রিজনিং মডেল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রিজনিং মডেলগুলোর মধ্যে ‘ও৩’ মডেলটি সবচেয়ে উন্নত। এটি মার্কেট বিশ্লেষণ, ব্যবসা কৌশল তৈরি, উন্নত কোডিং ও ডেটা বিশ্লেষণের মতো কাজের জন্য উপযুক্ত।
অন্যদিকে ‘ও ৪ মিনি’ এবং ‘ও ৪ মিনি হাই’ তুলনামূলকভাবে দ্রুত প্রযুক্তিগত কাজের জন্য তৈরি। যেমন: সিএসভি ফাইল থেকে তথ্য নেওয়া, কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ সংক্ষেপে লেখা বা কঠিন অঙ্ক ধাপে ধাপে বোঝানোর মতো কাজে এগুলো ব্যবহারযোগ্য।
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা
সব ব্যবহারকারী ও৪ মিনি ব্যবহার করতে পারলেও, ও৩ এবং ও৪ মিনি–হাই ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। ফ্রি ব্যবহারকারীরা কেবল সীমিতভাবে ও৪ মিনি ব্যবহার রতে পারবেন।
বর্তমানে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাদের জন্য ওপেনএআই-এর এই নির্দেশনা বেশ কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: লাইফ হ্যাকার
চ্যাটজিপিটি কোনো একক এআই মডেলের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং এটি বিভিন্ন ধরনের কাজ সম্পাদনের জন্য বিশেষায়িত একাধিক মডেলের সমন্বয়ে গঠিত। প্রতিটি মডেল নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং নির্দিষ্ট কাজে সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করে। ব্যবহারকারীদের সুবিধার্থে ওপেনএআই জানিয়েছে—কোন ধরনের কাজে কোন চ্যাটজিপিটি মডেল সবচেয়ে উপযোগী হবে। ফলে ব্যবহারকারীরা এখন তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিয়ে আরও কার্যকরভাবে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন।
ওপেএআইয়ে এই আনুষ্ঠানিক পরামর্শ প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের চোখে পড়েছে। এই পরামর্শটি লুকিয়ে আছে ওপেনএআই-এর চ্যাটজিপিটি এন্টারপ্রাইজের (প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য) একটি সহায়ক নথির ভেতরে। তবে এতে থাকা বেশির ভাগ নির্দেশনা সব ধরনের ব্যবহারকারীর জন্যই প্রযোজ্য।
জিপিটি–৪ ও
ওপেনএআই বলছে, দৈনন্দিন কাজ যেমন—ব্রেনস্টর্মিং, লেখা প্রুফরিডিং, ইমেইল খসড়া তৈরি বা কোনো প্রকল্পের পরিকল্পনা তৈরির মতো কাজে জিপিটি–৪ও ব্যবহার করাই ভালো। চাইলে ব্যবহারকারীরা এতে চিত্র বা স্ক্রিনশট আপলোড করেও সাহায্য পেতে পারেন।
সহানুভূতিশীল ও সৃজনশীল কাজে জিপিটি ৪.৫
চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন কিনলে জিপিটি ৪.৫ মডেলটি ব্যবহার করা যায়। ওপেনএআই-এর মতে, যেসব কাজে আবেগ-সংবেদনশীলতা, স্পষ্ট যোগাযোগ এবং সৃজনশীলতা জরুরি, সেখানে জিপিটি ৪.৫ ব্যবহার করা উচিত। যেমন: এআই নিয়ে একটি আকর্ষণীয় লিংকডিন পোস্ট তৈরি, নতুন ফিচার চালুর সময় পণ্যের বিস্তারিত তথ্য লেখা বা গ্রাহককে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ জানিয়ে চিঠি লেখার মতো কাজ।
ওপেনএআইয়ের রিজনিং মডেল
জটিল বিশ্লেষণ ও চিন্তনধর্মী কাজে ‘রিজনিং মডেল’ ব্যবহার করা শ্রেয়। যেসব কাজে একাধিক ধাপে চিন্তা করা লাগে, সেগুলোর জন্য ওপেনএআই-এর ‘রিজনিং মডেল’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। রিজনিং মডেলগুলোর মধ্যে ‘ও৩’ মডেলটি সবচেয়ে উন্নত। এটি মার্কেট বিশ্লেষণ, ব্যবসা কৌশল তৈরি, উন্নত কোডিং ও ডেটা বিশ্লেষণের মতো কাজের জন্য উপযুক্ত।
অন্যদিকে ‘ও ৪ মিনি’ এবং ‘ও ৪ মিনি হাই’ তুলনামূলকভাবে দ্রুত প্রযুক্তিগত কাজের জন্য তৈরি। যেমন: সিএসভি ফাইল থেকে তথ্য নেওয়া, কোনো বৈজ্ঞানিক প্রবন্ধ সংক্ষেপে লেখা বা কঠিন অঙ্ক ধাপে ধাপে বোঝানোর মতো কাজে এগুলো ব্যবহারযোগ্য।
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধতা
সব ব্যবহারকারী ও৪ মিনি ব্যবহার করতে পারলেও, ও৩ এবং ও৪ মিনি–হাই ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে। ফ্রি ব্যবহারকারীরা কেবল সীমিতভাবে ও৪ মিনি ব্যবহার রতে পারবেন।
বর্তমানে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাদের জন্য ওপেনএআই-এর এই নির্দেশনা বেশ কার্যকর হতে পারে।
তথ্যসূত্র: লাইফ হ্যাকার
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা
১৩ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি সাইবার গোয়েন্দা প্রতিষ্ঠান এনএসও গ্রুপকে ১৬৭ মিলিয়ন ডলারের বেশি জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। হোয়াটসঅ্যাপে পেগাসাস স্পাইওয়্যার ছড়িয়ে ম্যালওয়্যার হামলার ঘটনায় এ রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি জুরি।
১৬ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
১৯ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের কাঠামোগত রূপান্তর পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। গত সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ওপেনএআই-এর অলাভজনক শাখাই মূল নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই অংশটিই চ্যাটজিপিটি ও অন্যান্য এআই পণ্যের উৎপাদনে নেতৃত্ব দেয়।
১৯ ঘণ্টা আগে