অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।
স্যামসাংয়ের ওয়ান ইউএল ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসা হবে।
সর্বপ্রথম গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্যামসাংয়ের নতুন এআই ফিচারটি উন্মোচন করা হয়। কোম্পানিটি অন্যান্য স্যামসাং গ্রাহকদেরও এই ফিচার ব্যবহার করার সুযোগ দিতে চান। কারণ বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিই এআইভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে ও এসব ফিচার ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে। তাই স্যামসাংও এসব ফিচার ডিভাইসগুলোতে যুক্ত করাই স্বাভাবিক।
নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করার সুযোগ দেবে স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের যে কোন জায়গা থেকে বৃত্তাকার, হাইলাইট বা ট্যাপের মতো গেসচার ব্যবহার করে সার্চ করা যাবে।
এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে। আবার লাইভ ‘ইন্টারপ্রেটার’ এর মাধ্যমে আরেকজনের সঙ্গে আলোচনার সময় টেক্সটভিত্তিক অনুবাদ তৈরি করে দেবে।
নতুন আপডেটের ‘চ্যাট অ্যাস্টিট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজের মাধ্যমে ভাব প্রকাশে সাহয্য করবে। সেই সঙ্গে স্যামসাংয়ের কিবোর্ড দিয়ে ১৩টি ভাষায় ভাষান্তর করা যাবে।
আর ‘নোট অ্যাসিস্টেন্ট’ ফিচার কোনো বিষয়ের সারাংশ তৈরি করে দেবে ও নোটগুলোর অনুবাদও করবে। ব্রাউজিং অ্যাসিস্টেন্টও বিভিন্ন প্রতিবেদনের দ্রুত সারাংশ তৈরি করে দেবে।
ছবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এডিটিংয়েরও সুবিধা পাওয়া যাবে। এআই ব্যবহার করে ছবির বিষয়বস্তু রিসাইজ, রিপজিশন ও রিঅ্যালাইন করা যাবে। সেই সঙ্গে ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবে এআই ফিচারগুলো।
অপারেটিং সিস্টেমের নতুন আপডেটের মাধ্যমে স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার আনার ঘোষণা দিল স্যামসাং। ‘গ্যালাক্সি এআই’ নামে ফিচারের সঙ্গে এই আপডেটে সার্চ টু সার্কেল, নোট অ্যাসিস্ট্যান্ট, লাইভ ট্র্যান্সলেট, ব্রাউজিং অ্যাসিস্টেন্টসহ বিভিন্ন ফিচারও থাকছে।
ফিচারটি গ্যালাক্সি এস ২৩ সিরিজ, এস ২৩ এফ ই, জেড ফোল্ড ৫, জেড ফোল্ড ৫ স্মার্টফোন মডেলগুলোয় নিয়ে আসা হবে। সেই সঙ্গে ট্যাব এস ৯ আলট্রা, ট্যাব এস ৯ প্লাস ও ট্যাব এস ৯ ট্যাবের মডেলগুলোয় ফিচারটি পাওয়া যাবে।
স্যামসাংয়ের ওয়ান ইউএল ৬.১ আপডেটের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ফিচারটি এসব মডেলে নিয়ে আসা হবে।
সর্বপ্রথম গ্যালাক্সি এস ২৪ সিরিজে স্যামসাংয়ের নতুন এআই ফিচারটি উন্মোচন করা হয়। কোম্পানিটি অন্যান্য স্যামসাং গ্রাহকদেরও এই ফিচার ব্যবহার করার সুযোগ দিতে চান। কারণ বেশিরভাগ প্রযুক্তি কোম্পানিই এআইভিত্তিক ফিচার নিয়ে কাজ করছে ও এসব ফিচার ব্যবহারের সুযোগ গ্রাহকদের দিচ্ছে। তাই স্যামসাংও এসব ফিচার ডিভাইসগুলোতে যুক্ত করাই স্বাভাবিক।
নতুন আপডেটের মাধ্যমে গুগলের সার্চ টু সার্কেল ফিচার ব্যবহার করার সুযোগ দেবে স্যামসাং। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের যে কোন জায়গা থেকে বৃত্তাকার, হাইলাইট বা ট্যাপের মতো গেসচার ব্যবহার করে সার্চ করা যাবে।
এছাড়া লাইভ ট্রান্সলেট ফিচারের মাধ্যমে ফোন কলে ভয়েস ও টেক্সটের অনুবাদ করা যাবে। আবার লাইভ ‘ইন্টারপ্রেটার’ এর মাধ্যমে আরেকজনের সঙ্গে আলোচনার সময় টেক্সটভিত্তিক অনুবাদ তৈরি করে দেবে।
নতুন আপডেটের ‘চ্যাট অ্যাস্টিট’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের মেসেজের মাধ্যমে ভাব প্রকাশে সাহয্য করবে। সেই সঙ্গে স্যামসাংয়ের কিবোর্ড দিয়ে ১৩টি ভাষায় ভাষান্তর করা যাবে।
আর ‘নোট অ্যাসিস্টেন্ট’ ফিচার কোনো বিষয়ের সারাংশ তৈরি করে দেবে ও নোটগুলোর অনুবাদও করবে। ব্রাউজিং অ্যাসিস্টেন্টও বিভিন্ন প্রতিবেদনের দ্রুত সারাংশ তৈরি করে দেবে।
ছবির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এডিটিংয়েরও সুবিধা পাওয়া যাবে। এআই ব্যবহার করে ছবির বিষয়বস্তু রিসাইজ, রিপজিশন ও রিঅ্যালাইন করা যাবে। সেই সঙ্গে ছবির সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করবে এআই ফিচারগুলো।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে