গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার জন্য জেমিনি লাইভ ফিচার রয়েছে। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারে ট্যাপ করলেই কণ্ঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা যাবে। আর জেমিনি ভয়েসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে। এর ফলে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
এর আগে জেমিনি অ্যাডভান্সডে শুধু এই ফিচার পাওয়া যেতে। সংস্করণটি গুগল ওয়ানের প্রিমিয়ার প্ল্যান কিনলেই শুধু ব্যবহার করা যেত। এখন জেমিনি লাইভের সাধারণ সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। আইওএস ডিভাইসে জেমিনি অ্যাপ ব্যবহার করা যায় না। তাই জেমিনি লাইভ ফিচারটি আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে না।
তবে অ্যান্ড্রয়েড অ্যাপের নিচের দিকে মাইক্রোফোন ও ক্যামেরা আইকোনের পাশে নতুন ফিচারটি দেখা যাবে। একটি তরঙ্গের মতো আইকোনে ফিচারটি থাকবে। এই আইকোনের ট্যাপ করেই জেমিনি এআইয়ের সঙ্গে কথা বলা যাবে।
তবে আরেক এআই চ্যাটবট চ্যাটজিপিটির ভয়েস মোডের চেয়ে গুগলের এই ফিচার বেশ আলাদা। চ্যাটজিপিটির ভয়েস মোডটিতে আবেগপূর্ণ কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে।
জেমিনি এর এই ফিচার ব্যবহারকারীর জন্য বেশ উপকারী। বিশেষ করে ব্যবহারকারী রাস্তায় কথা বলার সময়। অন্য কাজ করার সময় টাইপিং না করেই ইমেইলের সারসংক্ষেপ বা একটি আকর্ষণীয় বিষয়ে জানতে পারবেন।
জেমিনি লাইভের ফুল-স্ক্রিন ইন্টারফেসটি একটি ফোন কলের মতো। ব্যবহারকারীরা স্ক্রিনের কেন্দ্রে একটি শব্দ তরঙ্গের মতো প্যাটার্ন দেখতে পাবেন এবং নিচে ‘হোল্ড’ ও ‘এন্ড’ বাটন থাকবে।
জেমিনি লাইভ ফিচার ব্যবহার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
২. জেমিনি অ্যাপটি খুলুন।
৩. স্ক্রিনের নিচের ডানদিকের শব্দ তরঙ্গের মতো আইকোনটি খুঁজুন।
৪. এতে ট্যাপ করুন।
৫. প্রথমবারের ক্ষেত্রে ব্যবহারকারীরা শর্তাবলি মেনু দেখতে পাবেন। এতে অনুমতি দিন।
৬. এখন জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে।
৭. এআই এর প্রতিক্রিয়া চালু করতে কথা বলা শুরু করুন।
৮. হোল্ড বোতাম ব্যবহার করে আপনি কথা বলার মাঝে জেমিনি থামিয়ে দিতে পারবেন।
জেমিনি কথা শেষ হলে অন্য কিছু জিজ্ঞেস করে বা অন্য কোনো কাজ দিলে এআই আবার কথা বলা শুরু করবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের সঙ্গে কথা বলার জন্য জেমিনি লাইভ ফিচার রয়েছে। এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিনা মূল্যে ফিচারটি ব্যবহার করতে পারবেন। এই ফিচারে ট্যাপ করলেই কণ্ঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা যাবে। আর জেমিনি ভয়েসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেবে। এর ফলে কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
এর আগে জেমিনি অ্যাডভান্সডে শুধু এই ফিচার পাওয়া যেতে। সংস্করণটি গুগল ওয়ানের প্রিমিয়ার প্ল্যান কিনলেই শুধু ব্যবহার করা যেত। এখন জেমিনি লাইভের সাধারণ সংস্করণ বিনা মূল্যে ব্যবহার করা যাবে। আইওএস ডিভাইসে জেমিনি অ্যাপ ব্যবহার করা যায় না। তাই জেমিনি লাইভ ফিচারটি আইফোনের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে না।
তবে অ্যান্ড্রয়েড অ্যাপের নিচের দিকে মাইক্রোফোন ও ক্যামেরা আইকোনের পাশে নতুন ফিচারটি দেখা যাবে। একটি তরঙ্গের মতো আইকোনে ফিচারটি থাকবে। এই আইকোনের ট্যাপ করেই জেমিনি এআইয়ের সঙ্গে কথা বলা যাবে।
তবে আরেক এআই চ্যাটবট চ্যাটজিপিটির ভয়েস মোডের চেয়ে গুগলের এই ফিচার বেশ আলাদা। চ্যাটজিপিটির ভয়েস মোডটিতে আবেগপূর্ণ কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে।
জেমিনি এর এই ফিচার ব্যবহারকারীর জন্য বেশ উপকারী। বিশেষ করে ব্যবহারকারী রাস্তায় কথা বলার সময়। অন্য কাজ করার সময় টাইপিং না করেই ইমেইলের সারসংক্ষেপ বা একটি আকর্ষণীয় বিষয়ে জানতে পারবেন।
জেমিনি লাইভের ফুল-স্ক্রিন ইন্টারফেসটি একটি ফোন কলের মতো। ব্যবহারকারীরা স্ক্রিনের কেন্দ্রে একটি শব্দ তরঙ্গের মতো প্যাটার্ন দেখতে পাবেন এবং নিচে ‘হোল্ড’ ও ‘এন্ড’ বাটন থাকবে।
জেমিনি লাইভ ফিচার ব্যবহার করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ডিভাইসে জেমিনি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
২. জেমিনি অ্যাপটি খুলুন।
৩. স্ক্রিনের নিচের ডানদিকের শব্দ তরঙ্গের মতো আইকোনটি খুঁজুন।
৪. এতে ট্যাপ করুন।
৫. প্রথমবারের ক্ষেত্রে ব্যবহারকারীরা শর্তাবলি মেনু দেখতে পাবেন। এতে অনুমতি দিন।
৬. এখন জেমিনি লাইভ ইন্টারফেস দেখা যাবে।
৭. এআই এর প্রতিক্রিয়া চালু করতে কথা বলা শুরু করুন।
৮. হোল্ড বোতাম ব্যবহার করে আপনি কথা বলার মাঝে জেমিনি থামিয়ে দিতে পারবেন।
জেমিনি কথা শেষ হলে অন্য কিছু জিজ্ঞেস করে বা অন্য কোনো কাজ দিলে এআই আবার কথা বলা শুরু করবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
৫ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
৬ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
৮ ঘণ্টা আগে