Ajker Patrika

এক হাতে ফোন ধরেও হোয়াটসঅ্যাপের সব ট্যাব নাগালে 

এক হাতে ফোন ধরেও হোয়াটসঅ্যাপের সব ট্যাব নাগালে 

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নেভিগেশন ট্যাবের জায়গা পরিবর্তন করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড অ্যাপটির চারটি নেভিগেশন ট্যাব স্ক্রিনের ওপরের দিকে পাওয়া যায়। এখন ট্যাবগুলোর জায়গা পরিবর্তন করে স্ক্রিনের নিচের দিকে রাখা হবে। ফলে এক হাত দিয়ে ফোন চালানোর সময় সহজেই ট্যাবগুলোতে ট্যাপ করতে পারবে। 

গত কয়েক মাস ধরে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে এই পরিবর্তিত ইন্টারফেসটিকে পাওয়া যাচ্ছে। এখন হোয়াটসঅ্যাপে সকল ব্যবহারকারীদের জন্য ফিচারটি নিয়ে আসা হচ্ছে। 

এক্স প্ল্যাটফর্মটির এক পোস্টে হোয়াটসঅ্যাপের নেভিগেশন বারের নকশার পরিবর্তনের কথা তুলে ধরা হয়। হোয়াটসঅ্যাপের আগের নকশায় চ্যাটের তালিকার ওপরে কমিউনিটি, চ্যাট, স্টাটাস ও কল নামের চারটি ট্যাব দেখা যেত। তবে এসব ট্যাব এখন স্ক্রিনের নিচের দিকে থাকবে। 

এই পরিবর্তন খুব জরুরি ছিল। কারণ ব্যবহারকারীরা খুব সহজেই এক হাত দিয়ে ফোন চালানোর সময় বুড়ো আঙুল দিয়ে ট্যাবগুলো ট্যাপ করতে পারবে। 

আইওএসের হোয়াটসঅ্যাপ অ্যাপে এসব ট্যাব নিচের দিকে থাকে। এসব চারটি ট্যাবের সঙ্গে আইওএসে সেটিংসের জন্য আরেকটি ট্যাব রয়েছে। 
নেভিগেশন বারের পরিবর্তন ছাড়াও হোয়াটসঅ্যাপে আরও বেশ কয়টি ফিচার যুক্ত করা হচ্ছে। ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) ব্যবহার করা হবে। 

মেসেজিং সার্ভিসটিতে আরও এআইভিত্তিক ফিচার যুক্ত করার জন্য চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে স্টিকার তৈরির ফিচারও ভবিষ্যতে ছাড়া হবে। সেই সঙ্গে এআই দিয়ে ছবি এডিটের ফিচার নিয়ে আসছে প্ল্যাটফর্মটি। এই ফিচারের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড, স্টাইল ও আকার পরিবর্তন করা যাবে। এছাড়া মেটার এআই সেবা ব্যবহার করার জন্য এআই সার্চ বার ফিচার যুক্ত করা হবে। ফিচারগুলো হোয়াটসঅ্যাপের স্টাবল ও বেটা ভার্সনে ছাড়া হবে। 

তথ্যসূত্রধ গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত