আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।
বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’
গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।
আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।
এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।
তথ্যসূত্র: ইএনগেজেট
আইফোনে সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে অ্যাপলকে ৯০ দিনের আলটিমেটাম দিয়েছে ব্রাজিলের আদালত। দেশটির সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
ব্রাজিলের আদালত বলছে, ইউরোপ এবং অন্যান্য জায়গায় জারি করা সমমনা আদেশগুলোর পরিপ্রেক্ষিতে নতুন আদেশটি দেওয়া হয়েছে।
বিচারক পাবলো জুঞ্জিগা লিখেছেন, ‘অ্যাপল ইতিমধ্যে অন্যান্য দেশের নির্দেশনার সঙ্গে সংগতি রেখে এটি বাস্তবায়ন করেছে, যা তার ব্যবসার জন্য কোনো ক্ষতি বা বিপর্যয় সৃষ্টি করেনি।’
গত বছরের শেষে ব্রাজিলের অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা ‘সিএডিই’ অ্যাপলকে তার অ্যাপ স্টোরের বাইরেও ব্যবহারকারীদের অ্যাপ ডাউনলোড ও কেনার অনুমতি দেওয়ার নির্দেশ দেয়। এই আদেশ পালনের জন্য ২০ দিনের সময় দিয়েছিল আদালত। তবে ওই আদেশের বিরুদ্ধে আপিল করার সময় অ্যাপল জানায়, পর্যাপ্ত সময়ের অভাবে এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা যাবে না। আদালত এই আপিল মেনে নিয়ে নিষেধাজ্ঞাকে ‘অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়’ বলে উল্লেখ করেছে, যা অ্যাপলকে আরও সময় দেয়। তবে পরবর্তীতে অ্যাপলকে একটি পাবলিক শুনানির সম্মুখীন করতে বাধ্য করে ব্রাজিল।
আরেকটি আপিলের পর সিএডিই এর পক্ষ থেকে অ্যাপলকে আগামী তিন মাসের মধ্যে আইফোনে সাইডলোডিং এবং তৃতীয় পক্ষের অ্যাপ স্টোরগুলোর রাখার অনুমতি দিতে নির্দেশ দিয়েছে আদালত। এই সময়ের মধ্যে আদালতের আদেশ না মানলে অ্যাপলের জরিমানা হতে পারে।
এই মামলা দায়ের করেছিল লাতিন আমেরিকার ই-কমার্স প্রতিষ্ঠান মেরকাডো লিবে। এই মামলায় বলা হয়, ডেভেলপারদেরও অ্যাপলের অ্যাপ স্টোরের মাধ্যমে বিশাল কমিশন পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এর পরবর্তীতে আরও কিছু ডেভেলপার, যেমন: ম্যাচ এবং এপিক গেমস তাদের সমর্থন জানায়।
ব্রাজিলের সংবাদমাধ্যমটিকে অ্যাপলের এক মুখপাত্র বলেছে, তারা ‘বিভিন্ন ও প্রতিযোগিতামূলক বাজারে বিশ্বাস করে।’ তবে কোম্পানিটি উল্লেখ করেছে যে, এই পরিবর্তনগুলো আইওএস ব্যবহারকারীদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে। অ্যাপল এই আদেশের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) চালুর পর ইউরোপের আইফোনে এখন বিকল্প অ্যাপ স্টোরগুলো রাখার অনুমতি দিতে হচ্ছে অ্যাপলকে।
তথ্যসূত্র: ইএনগেজেট
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে