সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে নতুন একটি টিজার প্রকাশ করেছে রয়্যাল অ্যানফিল্ড। এই টিজারের মাধ্যমে মোটরসাইকেল নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছে দিয়েছে, আগামী ৪ নভেম্বর তারা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের পর্দা উন্মোচন করবে।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, রয়্যাল অ্যানফিল্ড এমন এক দিনে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে, যার পরদিনই আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী বিষয়ক সম্মেলন ইআইসিএমএ-২০২৪ শুরু হবে। তাই নিশ্চিতভাবেই ইআইসিএমএ সম্মেলনে মোটরসাইকেলটির প্রদর্শনী করা হবে।
এর আগে গত জুলাইয়ে রয়্যাল অ্যানফিল্ডের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়ে যাওয়ার খবর দিয়েছিল এনডিটিভি। ফাঁস হওয়া ডিজাইনের পেটেন্ট অনুযায়ী, আধুনিক ক্ল্যাসিক এই মোটরসাইকেলটি হবে অনেকটা ববার-স্টাইলের রেট্রো বাইকের মতো।
পেটেন্ট ইমেজ থেকেই ধারণা করা হচ্ছে, ফুয়েল ট্যাংকের মতো ফ্রেমটি ওপরে উঠে গেছে। এর মধ্যে কিছু স্টোরেজ স্পেস থাকতে পারে। দ্বিতীয়ত, মোটরসাইকেলটির ব্যাটারি প্যাক এবং মোটর একসঙ্গে বলে মনে হয়েছে। ছবিটিতে দেখা গেছে, মোটরসাইকেলটিতে শুধুমাত্র চালকের আসনই আছে। তবে পেছনের অংশে গার্ড যুক্ত করার নকশা দেখা গেছে। এর মানে হলো—ওই মোটরসাইকেলে চাইলে একটি পিলিয়ন সিটও ব্যবহার করা যাবে।
মোটরসাইকেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো—এটিতে একটি গার্ডার ফর্ক ব্যবহার করতে দেখা গেছে। এ ধরনের গার্ডার কাঁটা ১০০ বছরেরও বেশি সময় আগে মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সাসপেন্সনের জন্য মোটরসাইকেলটির পেছনের অংশে একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরভাবে লুকানো একটি মনোশকও রয়েছে। তবে মোটরসাইকেলের টায়ারগুলোকে পাতলা বলে মনে হয়েছে। এমনটা হতে পারে যেন চাকাটি আরও জোরে এবং কম শক্তি ব্যবহার করেই ঘুরতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে সবগুলো বর্ণনাকেই অনুমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পণ্যটি পেটেন্ট ইমেজ থেকে ভিন্নও হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক থেকে দেড় বছরের মধ্যে Electrik 01 নামের ওই মোটরসাইকেলটি উৎপাদন শুরু হতে পারে এবং ২০২৬ সালের শুরুর দিকে এটিকে বাজারে আসতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের অফিশিয়াল অ্যাকাউন্টগুলোতে নতুন একটি টিজার প্রকাশ করেছে রয়্যাল অ্যানফিল্ড। এই টিজারের মাধ্যমে মোটরসাইকেল নির্মাতা সংস্থাটি ঘোষণা করেছে দিয়েছে, আগামী ৪ নভেম্বর তারা তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেলের পর্দা উন্মোচন করবে।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, রয়্যাল অ্যানফিল্ড এমন এক দিনে তাদের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেল নিয়ে আসছে, যার পরদিনই আন্তর্জাতিক মোটরসাইকেল প্রদর্শনী বিষয়ক সম্মেলন ইআইসিএমএ-২০২৪ শুরু হবে। তাই নিশ্চিতভাবেই ইআইসিএমএ সম্মেলনে মোটরসাইকেলটির প্রদর্শনী করা হবে।
এর আগে গত জুলাইয়ে রয়্যাল অ্যানফিল্ডের প্রথম বৈদ্যুতিক মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট ফাঁস হয়ে যাওয়ার খবর দিয়েছিল এনডিটিভি। ফাঁস হওয়া ডিজাইনের পেটেন্ট অনুযায়ী, আধুনিক ক্ল্যাসিক এই মোটরসাইকেলটি হবে অনেকটা ববার-স্টাইলের রেট্রো বাইকের মতো।
পেটেন্ট ইমেজ থেকেই ধারণা করা হচ্ছে, ফুয়েল ট্যাংকের মতো ফ্রেমটি ওপরে উঠে গেছে। এর মধ্যে কিছু স্টোরেজ স্পেস থাকতে পারে। দ্বিতীয়ত, মোটরসাইকেলটির ব্যাটারি প্যাক এবং মোটর একসঙ্গে বলে মনে হয়েছে। ছবিটিতে দেখা গেছে, মোটরসাইকেলটিতে শুধুমাত্র চালকের আসনই আছে। তবে পেছনের অংশে গার্ড যুক্ত করার নকশা দেখা গেছে। এর মানে হলো—ওই মোটরসাইকেলে চাইলে একটি পিলিয়ন সিটও ব্যবহার করা যাবে।
মোটরসাইকেলটির সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হলো—এটিতে একটি গার্ডার ফর্ক ব্যবহার করতে দেখা গেছে। এ ধরনের গার্ডার কাঁটা ১০০ বছরেরও বেশি সময় আগে মোটরসাইকেলে ব্যবহৃত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সাসপেন্সনের জন্য মোটরসাইকেলটির পেছনের অংশে একটি অ্যালুমিনিয়াম সুইংআর্ম থাকার সম্ভাবনা রয়েছে এবং সুন্দরভাবে লুকানো একটি মনোশকও রয়েছে। তবে মোটরসাইকেলের টায়ারগুলোকে পাতলা বলে মনে হয়েছে। এমনটা হতে পারে যেন চাকাটি আরও জোরে এবং কম শক্তি ব্যবহার করেই ঘুরতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে সবগুলো বর্ণনাকেই অনুমান হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃত পণ্যটি পেটেন্ট ইমেজ থেকে ভিন্নও হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এক থেকে দেড় বছরের মধ্যে Electrik 01 নামের ওই মোটরসাইকেলটি উৎপাদন শুরু হতে পারে এবং ২০২৬ সালের শুরুর দিকে এটিকে বাজারে আসতে পারে।
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে