কুহেলী রহমান
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে