বর্তমান সময়ের কম্পিউটারে সাধারণত ৮ থেকে ১৬ গিগাবাইটের ডিডিআর ৪ র্যাম থাকে। প্রোডাকশন মেশিনে অনেকে ৩২-৬৪ গিগাবাইট র্যামও ব্যবহার করেন। এসব র্যামের ডেটা ট্রান্সফার স্পিড থাকে ২১৩৩ এমটি/এস (মিলিয়ন ট্রান্সফার পার সেকেন্ড) এবং ৪২৬৬ এমটি/এস। অর্থাৎ ১৭-২৫.৬ জিবি পার সেকেন্ড। যেখানে ডিডিআর ৩ প্রযুক্তির স্পিড ৮০০ থেকে ২১৩৩ এমটি/এস বা ৮.৫-১৪.৯ জিবি পার সেকেন্ড।
তবে তাক লাগানো নতুন প্রযুক্তির র্যাম আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। তাদের সর্বশেষ র্যাম স্টিকটি ৫১২ গিগাবাইটের। স্পিড ৭২০০ এমবিপিএস। এর অর্থ এই র্যামের একটি সিগন্যাল চ্যানেলেই ডেটা ট্রান্সফার স্পিড হবে ৫৭ দশমিক ৬ জিবি পার সেকেন্ড।
স্যামসাংয়ের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টেলের নেক্সট জেনারেশন স্যাফায়ার র্যাপিডস জিয়ন স্ক্যালেবল প্রসেসর এই র্যামের জন্য উপযুক্ত করে তৈরি করা হচ্ছে।
নতুন আর্কিটেকচারে আট চ্যানেলের একটি ডিডিআর ৫ মেমোরি কন্ট্রোলার ব্যবহার করা হবে। ফলে বাজারে ৪৬০ জিবি পার সেকেন্ডের মেমোরি ট্রান্সফার স্পিডের মাল্টি টেরাবাইট মেমোরি কনফিগারেশন দেখা এখন সময়ের ব্যাপার মাত্র! এই ধরনের র্যাম বিশিষ্ট পিসি ২০২২ সাল নাগাদ বাজারে আসতে পারে। এই সময় এএমডি তাদের জেন ৪ প্ল্যাটফর্ম উন্মোচন করবে। এটি ডিডিআর ৫ সমর্থন করবে বলে শোনা যাচ্ছে।
তবে নতুন প্রযুক্তির র্যামটি বাজারে আনার লক্ষ্য মূলত সার্ভারের মতো উচ্চ কম্পিউটিং দক্ষতার কম্পিউটার। সুতরাং সুপারকম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের জন্য এই র্যাম হবে যুগান্তকারী।
এই র্যামের পারফরমেন্স ডিডিআর ৪-এর চেয়ে বেশি তো হবেই, সেই সঙ্গে বিদ্যুৎ খরচও কম হবে বলে দাবি করছে স্যামসাং।
স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি ৫১২ জিবি ডিডিআর ৫ মডিউল তৈরি করা হবে ১৬ জিবির ডির্যাম চিপের আটটি চিপ স্তরে স্তরে সাজিয়ে। এটি করতে ব্যবহার করা হবে টিএসভি প্রযুক্তি।
সাধারণ ব্যবহারকারীর জন্য ৫১২ জিবির র্যাম দরকার পড়ে না। এ কারণে সাধারণ গ্রাহক পর্যায়ের জন্য এই প্রযুক্তির সংস্করণ আনা হবে। এরই মধ্যে ইন্টেলের সর্বশেষ অ্যালডার লেক প্রসেসর ডিডিআর ৫ সমর্থন করে বলে ঘোষণা এসেছে। ফলে শিগগিরই আগামীর কম্পিউটারে এই র্যাম দেখা যাবে।
চলতি বছরের শেষ নাগাদ ডিডিআর ৫ র্যামের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে স্যামসাং। সূত্র: এংগেজেট ও পিসিম্যাগ
বর্তমান সময়ের কম্পিউটারে সাধারণত ৮ থেকে ১৬ গিগাবাইটের ডিডিআর ৪ র্যাম থাকে। প্রোডাকশন মেশিনে অনেকে ৩২-৬৪ গিগাবাইট র্যামও ব্যবহার করেন। এসব র্যামের ডেটা ট্রান্সফার স্পিড থাকে ২১৩৩ এমটি/এস (মিলিয়ন ট্রান্সফার পার সেকেন্ড) এবং ৪২৬৬ এমটি/এস। অর্থাৎ ১৭-২৫.৬ জিবি পার সেকেন্ড। যেখানে ডিডিআর ৩ প্রযুক্তির স্পিড ৮০০ থেকে ২১৩৩ এমটি/এস বা ৮.৫-১৪.৯ জিবি পার সেকেন্ড।
তবে তাক লাগানো নতুন প্রযুক্তির র্যাম আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। তাদের সর্বশেষ র্যাম স্টিকটি ৫১২ গিগাবাইটের। স্পিড ৭২০০ এমবিপিএস। এর অর্থ এই র্যামের একটি সিগন্যাল চ্যানেলেই ডেটা ট্রান্সফার স্পিড হবে ৫৭ দশমিক ৬ জিবি পার সেকেন্ড।
স্যামসাংয়ের এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্টেলের নেক্সট জেনারেশন স্যাফায়ার র্যাপিডস জিয়ন স্ক্যালেবল প্রসেসর এই র্যামের জন্য উপযুক্ত করে তৈরি করা হচ্ছে।
নতুন আর্কিটেকচারে আট চ্যানেলের একটি ডিডিআর ৫ মেমোরি কন্ট্রোলার ব্যবহার করা হবে। ফলে বাজারে ৪৬০ জিবি পার সেকেন্ডের মেমোরি ট্রান্সফার স্পিডের মাল্টি টেরাবাইট মেমোরি কনফিগারেশন দেখা এখন সময়ের ব্যাপার মাত্র! এই ধরনের র্যাম বিশিষ্ট পিসি ২০২২ সাল নাগাদ বাজারে আসতে পারে। এই সময় এএমডি তাদের জেন ৪ প্ল্যাটফর্ম উন্মোচন করবে। এটি ডিডিআর ৫ সমর্থন করবে বলে শোনা যাচ্ছে।
তবে নতুন প্রযুক্তির র্যামটি বাজারে আনার লক্ষ্য মূলত সার্ভারের মতো উচ্চ কম্পিউটিং দক্ষতার কম্পিউটার। সুতরাং সুপারকম্পিউটার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের জন্য এই র্যাম হবে যুগান্তকারী।
এই র্যামের পারফরমেন্স ডিডিআর ৪-এর চেয়ে বেশি তো হবেই, সেই সঙ্গে বিদ্যুৎ খরচও কম হবে বলে দাবি করছে স্যামসাং।
স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি ৫১২ জিবি ডিডিআর ৫ মডিউল তৈরি করা হবে ১৬ জিবির ডির্যাম চিপের আটটি চিপ স্তরে স্তরে সাজিয়ে। এটি করতে ব্যবহার করা হবে টিএসভি প্রযুক্তি।
সাধারণ ব্যবহারকারীর জন্য ৫১২ জিবির র্যাম দরকার পড়ে না। এ কারণে সাধারণ গ্রাহক পর্যায়ের জন্য এই প্রযুক্তির সংস্করণ আনা হবে। এরই মধ্যে ইন্টেলের সর্বশেষ অ্যালডার লেক প্রসেসর ডিডিআর ৫ সমর্থন করে বলে ঘোষণা এসেছে। ফলে শিগগিরই আগামীর কম্পিউটারে এই র্যাম দেখা যাবে।
চলতি বছরের শেষ নাগাদ ডিডিআর ৫ র্যামের বাণিজ্যিক উৎপাদন শুরু করবে স্যামসাং। সূত্র: এংগেজেট ও পিসিম্যাগ
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে