অনলাইন ডেস্ক
নিজের ভাবনা, অনুভূতি বা লাইভ মুহূর্তগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। তবে প্রতিটি স্টোরি বা লাইভ ভিডিও সবার চোখে পড়ুক তা আমরা সব সময় চাই না। কখনো কখনো আমরা চাই, নির্দিষ্ট কিছু মানুষ যেন আমাদের স্টোরি বা লাইভ দেখতে না পায়—সেটা হতে পারে কোনো আত্মীয়, পরিচিত বন্ধু, সহকর্মী বা অন্য কেউ।
তবে এই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সুযোগ রেখেছে ইনস্টাগ্রাম। খুব সহজ কিছু সেটিংস পরিবর্তন করলেই আপনি নির্দিষ্ট কারও কাছ থেকে আপনার স্টোরি বা লাইভ ভিডিও লুকাতে পারবেন।
ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ লুকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. এখন পরের পেজে স্ক্রল করে ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এর ফলে আরেকটি পেজ চালু হবে।
৫. এবার ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম’ অপশনে ট্যাপ করুন।
৬. যার কাছ থেকে স্টোরি ও লাইভ লুকাতে চান তাকে ফলোয়ার তালিকা থেকে খুঁজে বের করুন। এ জন্য তালিকাটি স্ক্রল করুন বা ওপরের সার্চ বক্সে প্রোফাইলের নাম লিখে সার্চ করুন।
৭. কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট খুঁজে পেলে সেই অ্যাকাউন্টের ডান পাশে চেক বক্সে ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এবার ওপরের ডান দিকে থাকা ‘ডান অপশনে’ ট্যাপ করুন।
নিজের ভাবনা, অনুভূতি বা লাইভ মুহূর্তগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। তবে প্রতিটি স্টোরি বা লাইভ ভিডিও সবার চোখে পড়ুক তা আমরা সব সময় চাই না। কখনো কখনো আমরা চাই, নির্দিষ্ট কিছু মানুষ যেন আমাদের স্টোরি বা লাইভ দেখতে না পায়—সেটা হতে পারে কোনো আত্মীয়, পরিচিত বন্ধু, সহকর্মী বা অন্য কেউ।
তবে এই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সুযোগ রেখেছে ইনস্টাগ্রাম। খুব সহজ কিছু সেটিংস পরিবর্তন করলেই আপনি নির্দিষ্ট কারও কাছ থেকে আপনার স্টোরি বা লাইভ ভিডিও লুকাতে পারবেন।
ইনস্টাগ্রামে স্টোরি ও লাইভ লুকাবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে।
২. নিচে ডানে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।
৩. পরের পেজে ওপরে ডান দিকে থাকা তিনটি রেখা বা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করতে হবে। ফলে একটি মেনু চালু হবে।
৪. এখন পরের পেজে স্ক্রল করে ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। এর ফলে আরেকটি পেজ চালু হবে।
৫. এবার ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ ফ্রম’ অপশনে ট্যাপ করুন।
৬. যার কাছ থেকে স্টোরি ও লাইভ লুকাতে চান তাকে ফলোয়ার তালিকা থেকে খুঁজে বের করুন। এ জন্য তালিকাটি স্ক্রল করুন বা ওপরের সার্চ বক্সে প্রোফাইলের নাম লিখে সার্চ করুন।
৭. কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট খুঁজে পেলে সেই অ্যাকাউন্টের ডান পাশে চেক বক্সে ট্যাপ করে তা নির্বাচন করুন।
৮. এবার ওপরের ডান দিকে থাকা ‘ডান অপশনে’ ট্যাপ করুন।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে