Ajker Patrika

এক মাসে নিষিদ্ধ ১৬ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

আপডেট : ০৭ জুন ২০২২, ১৪: ০২
এক মাসে নিষিদ্ধ ১৬ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য ভারতে কেবল এক মাসেই ১৬ লাখের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে বার্তা আদান-প্রদানকারী প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এনডিটিভি জানায়, গত ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে এসব অ্যাকাউন্ট। তথ্যপ্রযুক্তি আইন মেনে চলার প্রসঙ্গে এমনটা জানিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়, তারা নেট মাধ্যমে ঘটে চলা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবচেয়ে বেশি তৎপর। হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের দুর্বৃত্তি আটকাতে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম মেধা ও বিজ্ঞানীদের ওপর বিনিয়োগ করে আসছে। হোয়াটসঅ্যাপের নিজস্ব সুরক্ষাব্যবস্থার পাশাপাশি ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়। 

সাধারণত হোয়াটসঅ্যাপের নির্দেশাবলি অমান্য করলে সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। তবে শুধু ক্ষতিকারক কর্মকাণ্ড নয়, ভুল ও মিথ্যা খবর প্রচার, অসমর্থিত সূত্র থেকে আসা বার্তা বা ছবি একাধিক মানুষকে পাঠানোর জন্যও নিষিদ্ধ করা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। 

নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের জন্য এর আগে দেশটিতে গত মার্চে সাড়ে ১৮ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ। 

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত