পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।
বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই ফিচারের সঙ্গে ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে।
ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে।
এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।
পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডেটা নতুন স্মার্টফোনে স্থানান্তর করতে বেশ সময় ব্যয় করতে হয় ব্যবহারকারীদের। তাই দুই ফোনের মধ্যে ডেটা স্থানান্তরকে আরও দ্রুত ও সহজ করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল।
বর্তমানে ব্যবহারকারীরা তিন পদ্ধতির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডেটা স্থানান্তর করতে পারেন। উপযুক্ত কেবল, ওয়াইফাই সংযোগ ও গুগল ওয়ানের মাধ্যমে নতুন ফোনে ডেটা স্থানান্তর করা যায়। তবে এসব পদ্ধতি কিছুটা ধীর গতিতে কাজ করে করে। তাই এগুলোর মধ্য থেকে দুটি পদ্ধতিকে যুক্ত করে আরও আরও ভালো পদ্ধতি তৈরি করার পরিকল্পনা করছে গুগল।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের এক পোস্টে ‘অ্যাসেম্বল ডিবাগ’ অ্যাকাউন্ট থেকে বলা হয়, গুগলের ‘ডেটা রিস্টোর টুল’ অ্যাপের ১.০. ৬২৪৮৯২৫৭১ সংস্করণে নতুন একটি কোড দেখা গেছে। এই কোড দ্রুত ডেটা স্থানান্তরের সঙ্গে সম্পর্কিত। নতুন পদ্ধতিতে কেবল ও ওয়াইফাই একই সঙ্গে ব্যবহার করে ডেটা স্থানান্তর করতে হবে। ডেটা রিস্টোর টুলের এই প্রসেসটিকে গুগল ‘MultiTransportD 2 DTransport’ হিসেবে নামকরণ করছে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই ফিচারের সঙ্গে ‘রিস্টোর এনিটাইম’ অপশন যুক্ত করতে পারে গুগল। নতুন স্মার্টফোন সেট করা হয়ে গেলেও এই অপশনের মাধ্যমে পুনরায় পুরোনো স্মার্টফোনে ডেটা স্থানান্তর করা যাবে। তবে এ জন্য পুরো ফোনটি রিসেট করতে হতে পারে।
ডেটা ট্রান্সফার টুলের এই পরিবর্তন পিক্সেল ৮এ ফোনে ও অ্যান্ড্রয়েড ১৪ এর নতুন আপডেটে নিয়ে আসা হতে পারে।
এ ছাড়া গুগলের ক্রোম ব্রাউজারে ‘প্রিলোডিং’ নামে নতুন ফিচারও নিয়ে আসছে গুগল। এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। অর্থাৎ খুব দ্রুতই পছন্দের ওয়েবসাইটগুলো লোড হয়ে যাবে। যার মাধ্যমে ব্যবহারকারীর সময় ও কষ্ট দুই বাঁচবে। এ ছাড়া কিছুদিন আগে আইফোনের ব্যবহারকারীদের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনি উন্মোচন করেছে গুগল।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে