Ajker Patrika

‘জীবনের জন্য হুমকি’ বিবেচনায় বন্ধ কিউই ফার্ম, পরের দিন আবার চালু

‘জীবনের জন্য হুমকি’ বিবেচনায় বন্ধ কিউই ফার্ম, পরের দিন আবার চালু

কিউই ফার্ম নামে একটি বিতর্কিত অনলাইন প্লাটফর্মকে ‘মানুষের জীবনের জন্য হুমকি’ উল্লেখ করে শনিবার সন্ধ্যায় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন ইন্টারনেট পরিষেবা সংস্থা ক্লাউডফ্লায়ার। তবে পরদিন অন্য আরেকটি ইন্টারনেট পরিষেবার মাধ্যমে পুনরায় তাদের কার্যক্রম চালু করেছে কিউই ফার্ম। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কানাডাভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম টুইচের সঞ্চালক ক্লারা সরেন্টিকে হুমকি ও হয়রানি করার অভিযোগে ক্লাউডফ্লায়ার এ সিদ্ধান্ত নিয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। টুইচ প্ল্যাটফর্মটি ভিডিও গেমের জন্য খুবই জনপ্রিয়। 

সরেন্টি নিজেও একজন জনপ্রিয় ভিডিও গেমার। তিনি অনলাইনে ‘কেফালস’ নামে পরিচিত। তাঁকে হয়রানি করার অভিযোগ তুলে কিউই ফার্ম বন্ধ করার জন্য তিনি ক্লাউডফ্লায়ারকে আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছিলেন।

সরেন্টি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ায় নিরাপত্তার জন্য তিনি কানাডা ছেড়ে এখন নর্দান আয়ারল্যান্ডের বেলফাস্টে তাঁর বন্ধুর সাথে থাকছেন। কিন্তু অনলাইনের উত্তক্ত্যকারীরা সেখানেও তাকে খুঁজে বের করেছে বলে অভিযোগ করেছেন তিনি। 

স্থানীয় গণমাধ্যম দ্য সানডে টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ আয়ার‍্যান্ডের পুলিশ সরেন্টির বিরুদ্ধে উত্থাপিত হুমকির অভিযোগ অনুসন্ধান করে দেখছে। 

এদিকে ক্লাউডফ্লায়ারের প্রধান নির্বাহী ম্যাথিউ প্রিন্স বলেছেন, তিনি অনাইলনে করণীয় ও বর্জনীয় সংক্রান্ত তাঁর প্রতিষ্ঠানের সম্ভাব্য নীতিমালা নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্বস্তিতে ভুগছেন। শনিবার কিউই ফার্ম বন্ধ করে দেওয়ার পর প্রিন্স তাঁর ব্লগ পোস্টে লিখেছেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে আমাদের পক্ষে এই বিপজ্জনক সিদ্ধান্তটি নেওয়া মোটেও সহজ ছিল না। এমন সিদ্ধান্তে আমরা সত্যিই অস্বস্তি বোধ করছি। 

কিউ ফার্মের কথা উল্লেখ করে ম্যাথিউ প্রিন্স আরও জানান, প্লাটফর্মটিতে গত ৪৮ ঘণ্টায় নির্দিষ্ট কিছু বিষয়ে হুমকিমূলক বার্তা এত পরিমাণে বেড়ে গেছে যে, তা জনজীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আমাদের দায়িত্ব কিউই ফার্মকে সব ধরনের সাইবার আক্রমণ থেকে নিরাপত্তা প্রদান করা। 

এদিকে রোববার সকালে কিউই ফার্ম অন্য আরেকটি ইন্টারনেট পরিষেবার মাধ্যমে পুনরায় তাদের কার্যক্রম চালু করেছে। এ খবর জানার পর সরেন্টি সিএনএনকে বলেছেন, যত দিন পর্যন্ত অন্যান্য পরিষেবা থেকেও প্লাটফর্মটি পুরোপুরি বন্ধ না হচ্ছে, ততদিন তিনি তাঁর প্রচারণা চালিয়ে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত