প্রযুক্তি ডেস্ক
আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে সাইলেন্ট মুড সুইচের পরিবর্তে নতুন করে যুক্ত হয়েছে অ্যাকশন বাটন। এর মাধ্যমে যেকোনো অ্যাপ খোলা, শর্টকাট তৈরি, ফোন সাইলেন্টসহ বিভিন্ন কাজ করা যাবে খুব সহজে।
সাইলেন্ট মুড: সাইলেন্ট মুড সুইচের মতো অ্যাকশন বাটন কিছু সময় ধরে চেপে ধরলে ফোন সাইলেন্ট হয়ে যাবে। বাটনটি ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের ঠিক ওপরে। ডিফল্ট মুডের বাইরে অ্যাকশন বাটন সেটআপের জন্য সেটিংসে গিয়ে পছন্দের অপশন বেছে নেওয়ার সুযোগও থাকছে।
ক্যামেরা: অ্যাপ আইকনে বারবার ক্লিক করে ক্যামেরা খুলতে না চাইলে অ্যাকশন বাটন শর্টকাট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ট্যুর কিংবা সামনে ঘটে যাওয়া ঘটনা দ্রুত ক্যামেরাবন্দী করতে অ্যাকশন বাটন কার্যকর ভূমিকা রাখবে।
অ্যাকসেসেবিলিটি ফিচার: রং পরিবর্তন, ভয়েসওভার, লাইভ ক্যাপশন এসব অ্যাকসেসেবিলিটি ফিচার সহজে ব্যবহার করতে অ্যাকশন বাটনের ব্যবহার
করা যেতে পারে।
ভয়েস মেমো: গবেষণা কিংবা মাঠপর্যায়ের কাজে কোনো তথ্য বাদ না দিয়ে দ্রুত টুকে নিতে ভয়েস মেমো বেশ কাজের। আর শর্টকাট হিসেবে ভয়েস মেমোর ব্যবহারে হাতের কাজ শেষ হবে মুহূর্তেই।
শর্টকাট: আলাদা করে উইজেট ব্যবহার না করে অ্যাকশন বাটনকে রূপ দেওয়া যাবে পছন্দের শর্টকাটে। আইফোনে শর্টকাট একটি ফ্রি অ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন কাজ করা যায়। যেমন- নেভিগেশন অ্যাপ না খুলে গন্তব্যে যেতে কত সময় লাগবে তা বের করা, টিপস দেওয়া ইত্যাদি।
ফ্ল্যাশলাইট: অচেনা জায়গায় পথ খুঁজে পাওয়াসহ ক্যাম্পিং ও কনসার্টে টর্চলাইটের বিকল্প নেই। তবে হাতে আইফোন ১৫ থাকলে আর চিন্তা কী! অ্যাকশন বাটনে ফ্ল্যাশলাইট শর্টকাট হিসেবে সেট করে চেপে ধরলেই টর্চের মতো আলো জ্বলে উঠবে। আবার চেপে ধরলেই বন্ধ হয়ে যাবে।
ফোকাস মুড: হাতে থাকা আইফোনের জন্য কাজে মনোযোগ বসছে না? বারবার খেই হারিয়ে ফেলছেন? আইফোনের ফোকাস মুডের মাধ্যমে সুবিধামতো নোটিশ, কল, মেসেজ ফিল্টার ও অটো রিপ্লাই সেটআপ চালু করলে
ফিরে আসতে পারে মনোযোগ। আর দ্রুত ফোকাস মুড চালু করতে অ্যাকশন
বাটনের বিকল্প নেই।
অনুবাদ: বিদেশে ঘুরতে গেলে ভাষা একটি বড় সমস্যা। অন্য দেশের মানুষের কথা দ্রুত অনুবাদ করতে আইফোনের অ্যাকশন বাটন কার্যকর ভূমিকা রাখতে পারে। যেমন আইফোনের ট্রান্সলেট অ্যাপ অ্যাকশন বাটনে শর্টকাট হিসেবে ব্যবহার করে এক ক্লিকেই যেকোনো ভাষা অনুবাদ করা যাবে।
সূত্র: লাইফওয়্যার
আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্সে সাইলেন্ট মুড সুইচের পরিবর্তে নতুন করে যুক্ত হয়েছে অ্যাকশন বাটন। এর মাধ্যমে যেকোনো অ্যাপ খোলা, শর্টকাট তৈরি, ফোন সাইলেন্টসহ বিভিন্ন কাজ করা যাবে খুব সহজে।
সাইলেন্ট মুড: সাইলেন্ট মুড সুইচের মতো অ্যাকশন বাটন কিছু সময় ধরে চেপে ধরলে ফোন সাইলেন্ট হয়ে যাবে। বাটনটি ফোনের বাঁ দিকে ভলিউম বাটনের ঠিক ওপরে। ডিফল্ট মুডের বাইরে অ্যাকশন বাটন সেটআপের জন্য সেটিংসে গিয়ে পছন্দের অপশন বেছে নেওয়ার সুযোগও থাকছে।
ক্যামেরা: অ্যাপ আইকনে বারবার ক্লিক করে ক্যামেরা খুলতে না চাইলে অ্যাকশন বাটন শর্টকাট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ট্যুর কিংবা সামনে ঘটে যাওয়া ঘটনা দ্রুত ক্যামেরাবন্দী করতে অ্যাকশন বাটন কার্যকর ভূমিকা রাখবে।
অ্যাকসেসেবিলিটি ফিচার: রং পরিবর্তন, ভয়েসওভার, লাইভ ক্যাপশন এসব অ্যাকসেসেবিলিটি ফিচার সহজে ব্যবহার করতে অ্যাকশন বাটনের ব্যবহার
করা যেতে পারে।
ভয়েস মেমো: গবেষণা কিংবা মাঠপর্যায়ের কাজে কোনো তথ্য বাদ না দিয়ে দ্রুত টুকে নিতে ভয়েস মেমো বেশ কাজের। আর শর্টকাট হিসেবে ভয়েস মেমোর ব্যবহারে হাতের কাজ শেষ হবে মুহূর্তেই।
শর্টকাট: আলাদা করে উইজেট ব্যবহার না করে অ্যাকশন বাটনকে রূপ দেওয়া যাবে পছন্দের শর্টকাটে। আইফোনে শর্টকাট একটি ফ্রি অ্যাপ। এর মাধ্যমে বিভিন্ন কাজ করা যায়। যেমন- নেভিগেশন অ্যাপ না খুলে গন্তব্যে যেতে কত সময় লাগবে তা বের করা, টিপস দেওয়া ইত্যাদি।
ফ্ল্যাশলাইট: অচেনা জায়গায় পথ খুঁজে পাওয়াসহ ক্যাম্পিং ও কনসার্টে টর্চলাইটের বিকল্প নেই। তবে হাতে আইফোন ১৫ থাকলে আর চিন্তা কী! অ্যাকশন বাটনে ফ্ল্যাশলাইট শর্টকাট হিসেবে সেট করে চেপে ধরলেই টর্চের মতো আলো জ্বলে উঠবে। আবার চেপে ধরলেই বন্ধ হয়ে যাবে।
ফোকাস মুড: হাতে থাকা আইফোনের জন্য কাজে মনোযোগ বসছে না? বারবার খেই হারিয়ে ফেলছেন? আইফোনের ফোকাস মুডের মাধ্যমে সুবিধামতো নোটিশ, কল, মেসেজ ফিল্টার ও অটো রিপ্লাই সেটআপ চালু করলে
ফিরে আসতে পারে মনোযোগ। আর দ্রুত ফোকাস মুড চালু করতে অ্যাকশন
বাটনের বিকল্প নেই।
অনুবাদ: বিদেশে ঘুরতে গেলে ভাষা একটি বড় সমস্যা। অন্য দেশের মানুষের কথা দ্রুত অনুবাদ করতে আইফোনের অ্যাকশন বাটন কার্যকর ভূমিকা রাখতে পারে। যেমন আইফোনের ট্রান্সলেট অ্যাপ অ্যাকশন বাটনে শর্টকাট হিসেবে ব্যবহার করে এক ক্লিকেই যেকোনো ভাষা অনুবাদ করা যাবে।
সূত্র: লাইফওয়্যার
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৬ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৯ ঘণ্টা আগে