জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এই ‘সাইবার নিরাপত্তাজনিত ঘটনাটি’ তদন্ত করছে বলে গত বৃহস্পতিবার এক টুইটে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উবারের কমিউনিকেশন টিম একটি টুইট বার্তায় বলেছে, ‘যিনি হ্যাক করেছিলেন, তিনি ‘সাংবাদিক এবং নিরাপত্তা গবেষকদের সঙ্গে উবারের কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়েছে’—এমন প্রমাণ শেয়ার করার পরে এই তদন্ত শুরু করে উবার। আমরা এই সাইবার নিরাপত্তাজনিত ঘটনার প্রতিক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছি এবং এ সংক্রান্ত আপডেট হাতে আসা মাত্রই সেগুলো এখানে পোস্ট করব।’
নিউইয়র্ক টাইমস সর্বপ্রথম এই হ্যাকিংয়ের ঘটনাটি জানায়। তবে এখন পর্যন্ত যাত্রীদের রাইডিং হিস্ট্রিতে হ্যাকারের এক্সেস পাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে গত শুক্রবার উবার থেকে জানানো হয়।
শুক্রবার উবার আরও জানিয়েছে, সতর্কতার কারণে অভ্যন্তরীণ সফটওয়্যার টুলসগুলো আমরা অফলাইন করে দিয়েছিলাম। আজ সকালে তা আবার অনলাইনে কার্যকর করেছি। একই সঙ্গে আমাদের অন্যান্য পরিষেবা যেমন উবার ইটস, উবার ফ্রেইট এবং উবার ড্রাইভার অ্যাপ চালু রয়েছে।’
এই ঘটনায় উবারের মুখপাত্র অ্যান্ড্রু হাসবুন কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগেও ২০১৬ সালে উবারের ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির ঘটনা ঘটিয়েছিল হ্যাকারেরা।
জনপ্রিয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের কম্পিউটার সিস্টেম হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এই ‘সাইবার নিরাপত্তাজনিত ঘটনাটি’ তদন্ত করছে বলে গত বৃহস্পতিবার এক টুইটে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উবারের কমিউনিকেশন টিম একটি টুইট বার্তায় বলেছে, ‘যিনি হ্যাক করেছিলেন, তিনি ‘সাংবাদিক এবং নিরাপত্তা গবেষকদের সঙ্গে উবারের কম্পিউটার সিস্টেম হ্যাক করা হয়েছে’—এমন প্রমাণ শেয়ার করার পরে এই তদন্ত শুরু করে উবার। আমরা এই সাইবার নিরাপত্তাজনিত ঘটনার প্রতিক্রিয়ায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছি এবং এ সংক্রান্ত আপডেট হাতে আসা মাত্রই সেগুলো এখানে পোস্ট করব।’
নিউইয়র্ক টাইমস সর্বপ্রথম এই হ্যাকিংয়ের ঘটনাটি জানায়। তবে এখন পর্যন্ত যাত্রীদের রাইডিং হিস্ট্রিতে হ্যাকারের এক্সেস পাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে গত শুক্রবার উবার থেকে জানানো হয়।
শুক্রবার উবার আরও জানিয়েছে, সতর্কতার কারণে অভ্যন্তরীণ সফটওয়্যার টুলসগুলো আমরা অফলাইন করে দিয়েছিলাম। আজ সকালে তা আবার অনলাইনে কার্যকর করেছি। একই সঙ্গে আমাদের অন্যান্য পরিষেবা যেমন উবার ইটস, উবার ফ্রেইট এবং উবার ড্রাইভার অ্যাপ চালু রয়েছে।’
এই ঘটনায় উবারের মুখপাত্র অ্যান্ড্রু হাসবুন কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগেও ২০১৬ সালে উবারের ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির ঘটনা ঘটিয়েছিল হ্যাকারেরা।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৬ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে