জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
জিমেইলে আনসাবস্ক্রাইবের জন্য নতুন বাটন নিয়ে এসেছে গুগল। এর মাধ্যমে খুব সহজেই স্প্যাম ইমেইলসহ বিভিন্ন ধরনের প্রচারণামূলক ইমেইল পাওয়া বন্ধ করা যাবে। বাটনটিতে একটি ট্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ইমেইল থেকে মুক্তি পাওয়া যায়।
ফিচারটি চালু করার আগে প্রতিটি ইমেইলের ভেতরের একটি আনসাবস্ক্রাইব লিংকে ঢুকতে হতো। আর এতসংখ্যক ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তবে খুব সহজেই নতুন ফিচারটির মাধ্যমেই স্প্যাম ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করা যাবে।
ডেস্কটপ ব্রাউজার ও স্মার্টফোন অ্যাপের মাধ্যমে জিমেইলের এই বাটন ব্যবহার করা যাবে।
একই পদ্ধতির মাধ্যমে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপ ও ডেস্কটপ ব্রাউজারে বাটনটি ব্যবহার করা যাবে। এখানে আইওএসের জিমেইল অ্যাপের উদাহরণ দেওয়া হলো। ইমেইল থেকে আনসাবস্ক্রাইব করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
১. ইমেইল খুলুন
যেই অ্যাড্রস থেকে আর ইমেইল পেতে চান না, সেই ইমেইল জিমেইল অ্যাপে খুলুন।
২. আনসাবস্ক্রাইব বাটন খুঁজে বের করুন
ইমেইলের ওপরে প্রেরকের তথ্যের কাছে আনসাবস্ক্রাইব বাটনটি দেখা যাবে। বাটনটিতে ট্যাপ করুন।
৩. আনসাবস্ক্রাইব করুন
আনসাবস্ক্রাইব বাটনে ট্যাপ করলে একটি পপ আপ দেখা যাবে। এতে আবার আনসাবস্ক্রাইব অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে ওই প্রাপক থেকে আর কোনো ইমেইল আর জিমেইলে প্রবেশ করবে না।
জিমেইলে স্প্যাম ইমেইলের মাধ্যমে বিভিন্ন লিংকে প্রবেশ করলে গ্রাহকেরা হ্যাকিংয়ের শিকার হতে পারে। তাই ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও প্রদান করবে।
এছাড়া একই সঙ্গে অনেকগুলো ইমেইল অ্যাড্রেস থেকে একবারে আনসাবস্ক্রাইব করার জন্যও নতুন ফিচার আনা চিন্তাভাবনা করছে গুগল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, জিমেইলে একটি প্রেরকের ৫ হাজারের বেশি ইমেইল থাকবে সেক্ষেত্রে এই ফিচার করবে। এটি ফেব্রুয়ারি মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তথ্যসূত্র: টমস গাইড
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে