প্রযুক্তি ডেস্ক
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রকাশনায় ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে নিয়ে প্রচ্ছদ করেছে। ফেসবুক বিভাজন উস্কে দেয়, শিশুদের ক্ষতি করে, নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় বলে দাবি করেছে ম্যাগাজিনটি।
একটি ফোন অ্যাপ মুছে ফেলার আইকন ইলুস্ট্রাশন করে প্রচ্ছদের ছবিটি করা হয়েছে। আর একটি সহজ প্রশ্ন করা হয়েছে–‘ডিলিট ফেসবুক?’ । সেখানে দুটি অপশন দেওয়া হয়েছে–‘ক্যানসেল’ অর ‘ডিলিট’?
এর আগে ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা, ফ্রান্সেস হগেন মার্কিন কংগ্রেসে জানান, ফেসবুক নিরাপত্তার বদলে আর্থিক উন্নতিকেই প্রাধান্য দেয়। ফেসবুকের কাছে টাকা আয় করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সেস হগেন বলেন, 'ভুল বা ঘৃণা ছড়ায় এমন তথ্য ছড়ানো বন্ধ না করে বরং উসকে দিচ্ছে ফেসবুক। দাঙ্গা উসকে দেওয়া, রাজনৈতিক মেরুকরণের মদদ জোগাচ্ছে প্রতিষ্ঠানটি।'
টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত কভার প্রবন্ধে বলা হয়, ফ্রান্সেস হগেন এর তথ্য ফাঁস এবং সাক্ষ্য সোশ্যাল মিডিয়াকে কঠিন নিয়ন্ত্রণের বিষয়টিকে উৎসাহিত করেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে পাবলিক বিতর্কের বিষয়টির উন্নয়ন ঘটিয়েছে।
প্রবন্ধটি লিখেছেন বিলি পেরিগো। তিনি ফেসবুকের সিভিক ইনটিগ্রিটি টিমের কথা তুলে ধরেন। এই টিমটিকে ফেসবুক ২০২০ সালের ডিসেম্বর মাসে বাতিল করে দেয়। অথচ এই টিমটি মানুষের মাঝে ফেসবুক কীভাবে ঋণাত্মক প্রভাব ফেলছে তা তুলে ধরেছিল। কিন্তু মুনাফার কথা চিন্তা করে ভেবেচিন্তে ফেসবুক এই টিমকে বাতিল করে দেয়।
মার্ক জাকারবার্গ এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যে অভিযোগগুলো করা হচ্ছে তা মোটেও সত্য নয়।
জাকারবার্গ তার কর্মীদের একটি বার্তা পাঠান এবং পরবর্তীতে তা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এই পোস্টে তিনি বলেন, 'যে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা কনটেন্ট ভেবেচিন্তে পুশ করি, মুনাফার জন্য গ্রাহকদের উসকানি দিই, রাগিয়ে দিই–তা একদম অযৌক্তিক।' তিনি আরও বলেন, 'কোনো প্রযুক্তি কোম্পানি এমন কোনো পণ্য তৈরি করবে না যেটি মানুষকে রাগান্বিত বা হতাশাগ্রস্ত করবে।'
উল্লেখ্য, এগারো বছর আগেও টাইম ম্যাগাজিন মার্ক জাকারবার্গের প্রচ্ছদ করেছিল। তবে সেসময় পজিটিভ প্রবন্ধের জন্য তাঁর প্রচ্ছদ করেছিল টাইম ম্যাগাজিন।
বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রকাশনায় ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গকে নিয়ে প্রচ্ছদ করেছে। ফেসবুক বিভাজন উস্কে দেয়, শিশুদের ক্ষতি করে, নিরাপত্তার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেয় বলে দাবি করেছে ম্যাগাজিনটি।
একটি ফোন অ্যাপ মুছে ফেলার আইকন ইলুস্ট্রাশন করে প্রচ্ছদের ছবিটি করা হয়েছে। আর একটি সহজ প্রশ্ন করা হয়েছে–‘ডিলিট ফেসবুক?’ । সেখানে দুটি অপশন দেওয়া হয়েছে–‘ক্যানসেল’ অর ‘ডিলিট’?
এর আগে ফেসবুকের প্রাক্তন কর্মকর্তা, ফ্রান্সেস হগেন মার্কিন কংগ্রেসে জানান, ফেসবুক নিরাপত্তার বদলে আর্থিক উন্নতিকেই প্রাধান্য দেয়। ফেসবুকের কাছে টাকা আয় করাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফ্রান্সেস হগেন বলেন, 'ভুল বা ঘৃণা ছড়ায় এমন তথ্য ছড়ানো বন্ধ না করে বরং উসকে দিচ্ছে ফেসবুক। দাঙ্গা উসকে দেওয়া, রাজনৈতিক মেরুকরণের মদদ জোগাচ্ছে প্রতিষ্ঠানটি।'
টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত কভার প্রবন্ধে বলা হয়, ফ্রান্সেস হগেন এর তথ্য ফাঁস এবং সাক্ষ্য সোশ্যাল মিডিয়াকে কঠিন নিয়ন্ত্রণের বিষয়টিকে উৎসাহিত করেছে। সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে পাবলিক বিতর্কের বিষয়টির উন্নয়ন ঘটিয়েছে।
প্রবন্ধটি লিখেছেন বিলি পেরিগো। তিনি ফেসবুকের সিভিক ইনটিগ্রিটি টিমের কথা তুলে ধরেন। এই টিমটিকে ফেসবুক ২০২০ সালের ডিসেম্বর মাসে বাতিল করে দেয়। অথচ এই টিমটি মানুষের মাঝে ফেসবুক কীভাবে ঋণাত্মক প্রভাব ফেলছে তা তুলে ধরেছিল। কিন্তু মুনাফার কথা চিন্তা করে ভেবেচিন্তে ফেসবুক এই টিমকে বাতিল করে দেয়।
মার্ক জাকারবার্গ এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন, যে অভিযোগগুলো করা হচ্ছে তা মোটেও সত্য নয়।
জাকারবার্গ তার কর্মীদের একটি বার্তা পাঠান এবং পরবর্তীতে তা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। এই পোস্টে তিনি বলেন, 'যে যুক্তি দেওয়া হচ্ছে যে আমরা কনটেন্ট ভেবেচিন্তে পুশ করি, মুনাফার জন্য গ্রাহকদের উসকানি দিই, রাগিয়ে দিই–তা একদম অযৌক্তিক।' তিনি আরও বলেন, 'কোনো প্রযুক্তি কোম্পানি এমন কোনো পণ্য তৈরি করবে না যেটি মানুষকে রাগান্বিত বা হতাশাগ্রস্ত করবে।'
উল্লেখ্য, এগারো বছর আগেও টাইম ম্যাগাজিন মার্ক জাকারবার্গের প্রচ্ছদ করেছিল। তবে সেসময় পজিটিভ প্রবন্ধের জন্য তাঁর প্রচ্ছদ করেছিল টাইম ম্যাগাজিন।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে