Ajker Patrika

ডেটা সেন্টারের জন্য নিজস্ব পরমাণু বিদ্যুৎকেন্দ্র করবে মাইক্রোসফট

ডেটা সেন্টারের জন্য নিজস্ব পরমাণু বিদ্যুৎকেন্দ্র করবে মাইক্রোসফট

ডেটা সেন্টারগুলোর জন্য নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এ লক্ষ্যে গত সপ্তাহে মাইক্রোসফট পারমাণবিক প্রযুক্তি কর্মসূচির প্রধান ব্যবস্থাপক নিয়োগের ঘোষণা দিয়েছে।

ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম দ্য রেজিস্টারের প্রতিবেদন অনুযায়ী, নতুন পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রধান কাজ হবে ছোট আকারের বহনযোগ্য মডুলার পারমাণবিক চুল্লি (এসএমআর) এবং ‘মাইক্রোরিঅ্যাক্টর এনার্জি স্ট্র্যাটেজি’ বাস্তবায়িত করা। 

মাইক্রোসফটের এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো, গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে ডেটা সেন্টার চালানো। এই ডেটা সেন্টারগুলো মাইক্রোসফট ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কার্যক্রম সচল রাখবে।
  
এ কাজের জন্য যোগ্য কর্মী সংখ্যা অত্যন্ত সীমিত হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, মাইক্রোসফট এমন কোনো প্রার্থী খুঁজছে ‘যার পারমাণবিক প্রযুক্তি ও তা নিয়ন্ত্রণের বিষয়ে গভীর জ্ঞান আছে’। এ ছাড়া মাইক্রোসফটে কর্মরত বিভিন্ন টিমের সঙ্গে কাজ করতে সক্ষম এমন প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে।  

প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির প্রয়োজন এমন একজন ব্যক্তি যিনি সেসব জ্বালানি প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নের কাজ করতে পারবেন যেগুলো এখনো বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। এসবের মধ্যে একটি হতে পারে ফিউশন।

স্মল মডিউলার রিঅ্যাক্টর বা এসএমআর এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাত্র তিনটি অঞ্চলে ভবিষ্যতে এমন রিঅ্যাক্টর স্থাপনের কথা বিবেচনা করা হচ্ছে। অঞ্চল তিনটি হলো– টেনেসি, উটাহ এবং আলাস্কা।  

মাইক্রোসফট যদি পরিকল্পনামাফিক অগ্রসর হয় তবে, যুক্তরাজ্যের ১০টি অঙ্গরাজ্যের ডেটা সেন্টারে এসএমআর স্থাপন করা সম্ভব। তবে প্রযুক্তিটি এখনো নতুন এবং প্রমাণিত না হওয়ায় যিনি এ পদে নিযুক্ত হবেন আগামী কয়েক বছর পর্যন্ত তাঁর দায়িত্ব হবে প্রাথমিক পর্যায়ের কাজগুলো করা ও প্রয়োজনীয় সরঞ্জাম এবং স্থানীয় বাসিন্দাদের অনুমোদন নেওয়া।

পারমাণবিক শক্তিকে সবচেয়ে সবুজ জ্বালানি বলে মনে করা হয়। কারণ, এতে কোনো ধরনের কার্বন নিঃসরণ হয় না। অবশ্য, এতে পারমাণবিক বর্জ্য উৎপন্ন হয়। এ ছাড়া এ ধরনের জ্বালানি উৎস ব্যবহারের ফলে মাইক্রোসফটের ডেটা সেন্টার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া হ্যাকারদের বড় টার্গেটে পরিণত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত