বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে প্রিয় একটি অ্যাপ স্পটিফাই। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে অ্যাপল মিউজিকের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে প্ল্যাটফর্মটি। এতে পছন্দমতো প্লে লিস্ট তৈরিরও সুবিধা রয়েছে। স্পটিফাইয়ের ফ্রি (বিনা মূল্যে ব্যবহারযোগ্য) ও প্রিমিয়াম উভয় সংস্করণেই প্লেলিস্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যায়।
ব্যবহারকারী–বান্ধব অ্যাপটিতে খুব সহজেই প্লেলিস্ট তৈরি করা যায়। একাধিক ডিভাইসে এই প্লেলিস্ট ব্যবহার করা যাবে।
স্পটিফাই প্লে লিস্ট তৈরি করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ‘প্লে লিস্ট’ অপশনে ট্যাপ করুন।
৫. পছন্দের মতো প্লে লিস্টের নাম টাইপ করুন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন ‘অ্যাড টু দিস প্লেলিস্ট’ বাটনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৭. যেসব গান আপনি সম্প্রতি বেশি শুনেছেন তার তালিকা এই পেজে দেখাবে। এই তালিকা থেকে গান নির্বাচন করুন বা ওপরের সার্চ বক্সে পছন্দের মিউজিকের নাম টাইপ করে তা খুঁজে বের করুন।
৮. পছন্দের গান খুঁজে পাওয়ার পর সেটি প্লেলিস্টে যুক্ত করার জন্য মিউজিকটির পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
এভাবে একটি একটি করে গান বা মিউজিক যুক্ত করে নিজের মতো করে প্লেলিস্ট সাজাতে পারবেন। এখন প্লে লিস্টটি লাইব্রেরি ট্যাব থেকে চালু করা যাবে।
প্লে লিস্টটি ডিফল্টভাবে পাবলিক সেটিংসে থাকবে। তবে এটি প্রাইভেটও করা যাবে। অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ এই প্লেলিস্ট দেখতে পারবে না। এ জন্য প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনুটি স্ক্রল করে ‘মেক প্রাইভেট’ অপশন দেখতে পারবেন। এই অপশনে ট্যাপ করলেই প্লেলিস্টটি প্রাইভেট হবে।
স্পটিফাই প্লে লিস্ট এডিট করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন।
৩. যে প্লেলিস্ট থেকে মিউজিক সরিয়ে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. প্লেলিস্টে ‘ইউ এডেড’ লেখার নিচে গানগুলোর ওপর ট্যাপ করুন। এখন প্লে লিস্টের সবগুলো তালিকা দেখা যাবে।
৫. যে গানটি বাদ দিতে চান তার পাশের উলম্বভাবে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘রিমুভ ফ্রম দিস প্লেলিস্ট’ অপশনে ট্যাপ করুন।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে একটি একটি করে প্লেলিস্ট থেকে গান মুছে ফেলতে হয়। আর প্লেলিস্টের গান শোনার মাঝে মাঝে বিজ্ঞাপনও দেওয়া হয়।
প্লে লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেভাবে
১. প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
২. মেনু থেকে ‘শেয়ার’ বাটন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘কপি লিংক’ অপশনের মাধ্যমে লিংক কপি করে ও পছন্দের প্ল্যাটফর্মে পেস্ট করুন। অথবা তালিকা থেকে যে কোনো অ্যাপ নির্বাচন করে প্লেলিস্টটি শেয়ার করুন।
তথ্যসূত্র: ইকোনমিকস টাইমস
বিশ্বজুড়ে সংগীতপ্রেমীদের কাছে প্রিয় একটি অ্যাপ স্পটিফাই। বাংলাদেশেও এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে অ্যাপল মিউজিকের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে প্ল্যাটফর্মটি। এতে পছন্দমতো প্লে লিস্ট তৈরিরও সুবিধা রয়েছে। স্পটিফাইয়ের ফ্রি (বিনা মূল্যে ব্যবহারযোগ্য) ও প্রিমিয়াম উভয় সংস্করণেই প্লেলিস্ট তৈরি করে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করা যায়।
ব্যবহারকারী–বান্ধব অ্যাপটিতে খুব সহজেই প্লেলিস্ট তৈরি করা যায়। একাধিক ডিভাইসে এই প্লেলিস্ট ব্যবহার করা যাবে।
স্পটিফাই প্লে লিস্ট তৈরি করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৪. নিচের দিকে একটি ছোট মেনু চালু হবে। মেনু থেকে ‘প্লে লিস্ট’ অপশনে ট্যাপ করুন।
৫. পছন্দের মতো প্লে লিস্টের নাম টাইপ করুন। এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন ‘অ্যাড টু দিস প্লেলিস্ট’ বাটনে ট্যাপ করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৭. যেসব গান আপনি সম্প্রতি বেশি শুনেছেন তার তালিকা এই পেজে দেখাবে। এই তালিকা থেকে গান নির্বাচন করুন বা ওপরের সার্চ বক্সে পছন্দের মিউজিকের নাম টাইপ করে তা খুঁজে বের করুন।
৮. পছন্দের গান খুঁজে পাওয়ার পর সেটি প্লেলিস্টে যুক্ত করার জন্য মিউজিকটির পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
এভাবে একটি একটি করে গান বা মিউজিক যুক্ত করে নিজের মতো করে প্লেলিস্ট সাজাতে পারবেন। এখন প্লে লিস্টটি লাইব্রেরি ট্যাব থেকে চালু করা যাবে।
প্লে লিস্টটি ডিফল্টভাবে পাবলিক সেটিংসে থাকবে। তবে এটি প্রাইভেটও করা যাবে। অর্থাৎ আপনি ছাড়া অন্য কেউ এই প্লেলিস্ট দেখতে পারবে না। এ জন্য প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে। মেনুটি স্ক্রল করে ‘মেক প্রাইভেট’ অপশন দেখতে পারবেন। এই অপশনে ট্যাপ করলেই প্লেলিস্টটি প্রাইভেট হবে।
স্পটিফাই প্লে লিস্ট এডিট করবেন যেভাবে
১. আপনার ফোনের স্পটিফাই অ্যাপে প্রবেশ করুন।
২. এরপর নিচের দিকে থাকা ‘ইউওর লাইব্রেরি’ ট্যাবে ট্যাপ করুন।
৩. যে প্লেলিস্ট থেকে মিউজিক সরিয়ে ফেলতে চান তা নির্বাচন করুন।
৪. প্লেলিস্টে ‘ইউ এডেড’ লেখার নিচে গানগুলোর ওপর ট্যাপ করুন। এখন প্লে লিস্টের সবগুলো তালিকা দেখা যাবে।
৫. যে গানটি বাদ দিতে চান তার পাশের উলম্বভাবে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘রিমুভ ফ্রম দিস প্লেলিস্ট’ অপশনে ট্যাপ করুন।
প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে একটি একটি করে প্লেলিস্ট থেকে গান মুছে ফেলতে হয়। আর প্লেলিস্টের গান শোনার মাঝে মাঝে বিজ্ঞাপনও দেওয়া হয়।
প্লে লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেভাবে
১. প্লে লিস্টে প্রবেশ করে উলম্বভাবে থাকা ‘তিন ডট’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
২. মেনু থেকে ‘শেয়ার’ বাটন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৩. এখন ‘কপি লিংক’ অপশনের মাধ্যমে লিংক কপি করে ও পছন্দের প্ল্যাটফর্মে পেস্ট করুন। অথবা তালিকা থেকে যে কোনো অ্যাপ নির্বাচন করে প্লেলিস্টটি শেয়ার করুন।
তথ্যসূত্র: ইকোনমিকস টাইমস
দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
১ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৫ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৫ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৮ ঘণ্টা আগে