অনেকেই বিভিন্ন ডিভাইসে একই অ্যাকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এজন্য প্ল্যাটফর্মটির ‘লিংকড ডিভাইস’ ফিচারটি ব্যবহার করতে হয়। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি সমস্যার সম্মুখীন হন। কারণ প্রাথমিক ডিভাইস ছাড়া বাকি ডিভাইসে চ্যাট লকের ফিচারটি ব্যবহার করা যায় না। তাই ব্যবহারকারীদের চ্যাটের গোপনীয়তা রক্ষা করতে লিংকড ডিভাইসেও চ্যাট লক করার সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীর চ্যাট অন্য কেউ দেখতে পারবে না।
২০২৩ সালের মে মাসে ‘চ্যাট লকার’ ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে পিন, পাসওয়ার্ড ও বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় চ্যাটগুলো লক করে রাখা যায়। এরপর ডিসেম্বর ২০২৩ সাল চ্যাট লকের ফিচারে সিক্রেট লক কোড যুক্ত করা সুবিধা দেওয়া হয়।
এই ফিচার সম্পর্কে সর্বপ্রথম তথ্য দেয় হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটি অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ভি২.২৪. ৮.৪ –এ ফিচারটিতে অ্যাকসেস করার জন্য একটি অপশন দেখতে পাওয়া গেছে। লিংক করা ডিভাইসে লুকানো চ্যাট থ্রেডটি খুঁজে পেতে ব্যবহারকারীর প্রাথমিক ফোন থেকে একটি গোপন কোড সেট করতে হবে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা লুকানো চ্যাটগুলোতে লিংক করা ডিভাইস থেকে প্রবেশ করতে পারবে। বর্তমানে কোনো চ্যাটই লিংক করা ডিভাইসে লুকানো থাকে না যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
লিংক ডিভাইসে চ্যাট লক ফিচারটি নিয়ে আসার জন্য বহুদিন ধরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তাই ফিচারটি শিগগিরই বেটা সংস্করণে ও পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। লিংক ডিভাইসে চ্যাট লকের ফিচারটি পাওয়ার জন্য ব্যবহারকারীরা অনেক দিন ধরে অভিযোগ করছিল।
বিগত কয়েক বছর ধরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এ বছরের মার্চ মাসেই চ্যাটে তিনটি মেসেজ পিন করার ফিচার ও স্ট্যাটাস আপডেটে ট্যাগ করার ফিচারসহ বিভিন্ন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ফেস আনলক ও পাসওয়ার্ডের মতো নতুন অথেনটিকেশনের পদ্ধতি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে শুধু আঙুলের ছাপ দিয়ে অ্যাপটি আনলক করা যায়।
সহজে মেসেজ খুঁজে পেতে চ্যাট ও গ্রুপ চ্যাটে ফিল্টার করার ফিচারও যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম।
অনেকেই বিভিন্ন ডিভাইসে একই অ্যাকাউন্ট দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এজন্য প্ল্যাটফর্মটির ‘লিংকড ডিভাইস’ ফিচারটি ব্যবহার করতে হয়। তবে এ ক্ষেত্রে ব্যবহারকারীরা একটি সমস্যার সম্মুখীন হন। কারণ প্রাথমিক ডিভাইস ছাড়া বাকি ডিভাইসে চ্যাট লকের ফিচারটি ব্যবহার করা যায় না। তাই ব্যবহারকারীদের চ্যাটের গোপনীয়তা রক্ষা করতে লিংকড ডিভাইসেও চ্যাট লক করার সুবিধা নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। ফলে ব্যবহারকারীর চ্যাট অন্য কেউ দেখতে পারবে না।
২০২৩ সালের মে মাসে ‘চ্যাট লকার’ ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। এই ফিচারে পিন, পাসওয়ার্ড ও বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় চ্যাটগুলো লক করে রাখা যায়। এরপর ডিসেম্বর ২০২৩ সাল চ্যাট লকের ফিচারে সিক্রেট লক কোড যুক্ত করা সুবিধা দেওয়া হয়।
এই ফিচার সম্পর্কে সর্বপ্রথম তথ্য দেয় হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো। ফিচারটি অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ ভি২.২৪. ৮.৪ –এ ফিচারটিতে অ্যাকসেস করার জন্য একটি অপশন দেখতে পাওয়া গেছে। লিংক করা ডিভাইসে লুকানো চ্যাট থ্রেডটি খুঁজে পেতে ব্যবহারকারীর প্রাথমিক ফোন থেকে একটি গোপন কোড সেট করতে হবে।
ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা লুকানো চ্যাটগুলোতে লিংক করা ডিভাইস থেকে প্রবেশ করতে পারবে। বর্তমানে কোনো চ্যাটই লিংক করা ডিভাইসে লুকানো থাকে না যা ব্যবহারকারীর গোপনীয়তার জন্য উদ্বেগজনক।
লিংক ডিভাইসে চ্যাট লক ফিচারটি নিয়ে আসার জন্য বহুদিন ধরে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তাই ফিচারটি শিগগিরই বেটা সংস্করণে ও পরবর্তীতে সবার জন্য উন্মুক্ত করার সম্ভাবনা রয়েছে। লিংক ডিভাইসে চ্যাট লকের ফিচারটি পাওয়ার জন্য ব্যবহারকারীরা অনেক দিন ধরে অভিযোগ করছিল।
বিগত কয়েক বছর ধরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। এ বছরের মার্চ মাসেই চ্যাটে তিনটি মেসেজ পিন করার ফিচার ও স্ট্যাটাস আপডেটে ট্যাগ করার ফিচারসহ বিভিন্ন ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।
এ ছাড়া ফেস আনলক ও পাসওয়ার্ডের মতো নতুন অথেনটিকেশনের পদ্ধতি নিয়েও কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে শুধু আঙুলের ছাপ দিয়ে অ্যাপটি আনলক করা যায়।
সহজে মেসেজ খুঁজে পেতে চ্যাট ও গ্রুপ চ্যাটে ফিল্টার করার ফিচারও যুক্ত করেছে এই প্ল্যাটফর্ম।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে