প্রযুক্তি ডেস্ক
প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর প্রধান লি জে ইয়ং কে প্যারোলে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। জাতীয় ও অর্থনৈতিক স্বার্থে এই মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়া এবং অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আড়াই বছরের সাজা হয়েছিল লির। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি থেকে তিনি বন্দী ছিলেন। এ সাজার মধ্যে ২০৭ দিনের মাথায় তিনি মুক্তি পেলেন।
লির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার দু’টি অলাভজন প্রতিষ্ঠানকে ৩৭৭ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও ছিল। এই দু’টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই এর ঘনিষ্ঠ মিত্র চৌ সুন সিল।
মুক্তির পর কারাগারের বাইরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লি জে ইয়ং। ইয়ং বলেন, ‘জনগণের জন্য আমি অনেক উদ্বেগের জন্ম দিয়েছি। এ জন্য আমি ক্ষমা চাই। আমি সেসব উদ্বেগের বিষয়ে অবগত আছি। আমার প্রতি সবার সমালোচনা এবং প্রত্যাশাও জানি। ভবিষ্যতে সকল প্রত্যাশা পূরণে আমি কঠোর পরিশ্রম করব।’
লি জে ইয়ং আনুষ্ঠানিকভাবে না হলেও ২০১৪ সাল থেকে স্যামসাংয়ের প্রধান হিসেবে রয়েছেন। তিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি ইয়ং চুপের নাতি।
দক্ষিণ কোরিয়ার অনেকের মতে, লি এ মহামারিতে সেমি-কন্ডাক্টর এবং টিকা নিয়ে দেশের জন্য অবদান রাখবেন। লিকে প্যারোলে মুক্তি দেওয়ার আদেশে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক বাজারে করোনা মহামারির প্রভাব দেখে লিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এর প্রধান লি জে ইয়ং কে প্যারোলে মুক্তি দিয়েছে দক্ষিণ কোরিয়া। জাতীয় ও অর্থনৈতিক স্বার্থে এই মুক্তি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইকে ঘুষ দেওয়া এবং অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে আড়াই বছরের সাজা হয়েছিল লির। এরই ধারাবাহিকতায় গত জানুয়ারি থেকে তিনি বন্দী ছিলেন। এ সাজার মধ্যে ২০৭ দিনের মাথায় তিনি মুক্তি পেলেন।
লির বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার দু’টি অলাভজন প্রতিষ্ঠানকে ৩৭৭ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার অভিযোগও ছিল। এই দু’টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক ছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাই এর ঘনিষ্ঠ মিত্র চৌ সুন সিল।
মুক্তির পর কারাগারের বাইরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লি জে ইয়ং। ইয়ং বলেন, ‘জনগণের জন্য আমি অনেক উদ্বেগের জন্ম দিয়েছি। এ জন্য আমি ক্ষমা চাই। আমি সেসব উদ্বেগের বিষয়ে অবগত আছি। আমার প্রতি সবার সমালোচনা এবং প্রত্যাশাও জানি। ভবিষ্যতে সকল প্রত্যাশা পূরণে আমি কঠোর পরিশ্রম করব।’
লি জে ইয়ং আনুষ্ঠানিকভাবে না হলেও ২০১৪ সাল থেকে স্যামসাংয়ের প্রধান হিসেবে রয়েছেন। তিনি স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা লি ইয়ং চুপের নাতি।
দক্ষিণ কোরিয়ার অনেকের মতে, লি এ মহামারিতে সেমি-কন্ডাক্টর এবং টিকা নিয়ে দেশের জন্য অবদান রাখবেন। লিকে প্যারোলে মুক্তি দেওয়ার আদেশে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়ার অর্থনীতি এবং বৈশ্বিক বাজারে করোনা মহামারির প্রভাব দেখে লিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে