Ajker Patrika

নিয়োগ বন্ধ টেসলায়, কর্মী ছাঁটাই শিগগির

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৫: ০৩
নিয়োগ বন্ধ টেসলায়, কর্মী ছাঁটাই শিগগির

অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মতো এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, যা আগামী ত্রৈমাসিকে বাস্তবে রূপ নেবে। টেসলায় নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

ছাঁটাইয়ের পদক্ষেপটি এমন সময়ে এল, যখন বিনিয়োগকারীরা টুইটার পরিচালনারত ইলন মাস্কের টেসলায় অমনোযোগের বিষয়ে উদ্বেগ দেখিয়েছে।

এই সংবাদ প্রকাশের দিন বাজারে লেনদেন শেষ হওয়ার আগে টেসলার শেয়ারের দর ১ শতাংশ বেড়ে ১৩৯ ডলার ২৫ সেন্টে ওঠে। তবে চীনে বিদ্যুচ্চালিত গাড়ির চাহিদা কমায় ভবিষ্যতে শেয়ারের দর লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কমবে বলে মনে করছেন টেসলার বিশ্লেষকেরা।

এর আগে চলতি বছরের জুন মাসে মাস্ক বলেছিলেন, ‘টেসলা আগামী তিন মাসে মোট কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করবে।’

চলতি মাসেই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করেছেন ইলন মাস্ক। তবে ঠিক কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি তিনি। 

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এর কারণ হিসেবে বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত