প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করে অ্যাপল। দেশটিতে পর পর দুটি স্টোর চালু করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। উদীয়মান বাজার ধরতে মরিয়া আগামী সপ্তাহে ভিয়েতনামে নিজেদের প্রথম অনলাইন স্টোর চালু করছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের মুম্বাই ও দিল্লিতে চালু হয় অ্যাপল স্টোর। তবে খুচরা বিক্রির দোকান খোলার আগে অনলাইন স্টোরের মাধ্যমে ভিয়েতনামের বাজারে প্রবেশ করছে অ্যাপল। এর আগে, ২০২০ সালে ভারতে অনলাইন স্টোর চালু করে অ্যাপল। এর তিন বছর পর দেশটিতে চালু করা হয় অফলাইন স্টোর। তবে অ্যাপল আগে থেকেই লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাদের মাধ্যমে ভিয়েতনামে পণ্য বিক্রি করে আসছে এবং প্রতিষ্ঠানটির একাধিক সরবরাহকারী রপ্তানির জন্য দেশটিতে অ্যাপলের গ্যাজেটগুলো সংযোজন করে থাকে।
অ্যাপলের রিটেইল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেইড্রে ও'ব্রায়েন বলেন, ‘আমরা ভিয়েতনামে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পেরে গর্বিত’।
এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যাপলের আয় কমেছে তিন শতাংশ। ফলে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪৮০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার (৪ মে) অ্যাপল এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মন্দার আশঙ্কায় মানুষ মোবাইল ও কম্পিউটার খাতে ব্যয় কমিয়ে দিয়েছে। এটিকেই অ্যাপলের আয় কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, অ্যাপলের আয় নিয়ে পূর্বাভাস দিয়েছিল ওয়ালস্ট্রিট। সেই পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, অ্যাপলের সিইও টিম কুক বলেন, চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিবেশেও প্রথম প্রান্তিকে রেকর্ড পরিমাণ আইফোন বিক্রি হয়েছে।
এর আগে, গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ বিক্রি কমে অ্যাপল পণ্যের। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের একই সময়ে তুলনায় গত বছরের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় পতন।
অ্যাপল জানিয়েছিল, সারা বিশ্বেই প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের বিক্রি কমেছে। এর মধ্যে তাদের জনপ্রিয় পণ্য আইফোনের বিক্রি কমেছে ৪ শতাংশের বেশি। ম্যাক কম্পিউটারের বিক্রি কমেছে ২৯ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। হিসেব করলে দেখা যায়, অ্যাপলের মোট মুনাফা কমেছে ৩০ হাজার কোটি ডলার।
সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করে অ্যাপল। দেশটিতে পর পর দুটি স্টোর চালু করে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। উদীয়মান বাজার ধরতে মরিয়া আগামী সপ্তাহে ভিয়েতনামে নিজেদের প্রথম অনলাইন স্টোর চালু করছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের মুম্বাই ও দিল্লিতে চালু হয় অ্যাপল স্টোর। তবে খুচরা বিক্রির দোকান খোলার আগে অনলাইন স্টোরের মাধ্যমে ভিয়েতনামের বাজারে প্রবেশ করছে অ্যাপল। এর আগে, ২০২০ সালে ভারতে অনলাইন স্টোর চালু করে অ্যাপল। এর তিন বছর পর দেশটিতে চালু করা হয় অফলাইন স্টোর। তবে অ্যাপল আগে থেকেই লাইসেন্সপ্রাপ্ত বিক্রেতাদের মাধ্যমে ভিয়েতনামে পণ্য বিক্রি করে আসছে এবং প্রতিষ্ঠানটির একাধিক সরবরাহকারী রপ্তানির জন্য দেশটিতে অ্যাপলের গ্যাজেটগুলো সংযোজন করে থাকে।
অ্যাপলের রিটেইল বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেইড্রে ও'ব্রায়েন বলেন, ‘আমরা ভিয়েতনামে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে পেরে গর্বিত’।
এদিকে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) অ্যাপলের আয় কমেছে তিন শতাংশ। ফলে আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪৮০ কোটি ডলারে। গত বৃহস্পতিবার (৪ মে) অ্যাপল এ তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন মন্দার আশঙ্কায় মানুষ মোবাইল ও কম্পিউটার খাতে ব্যয় কমিয়ে দিয়েছে। এটিকেই অ্যাপলের আয় কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে, অ্যাপলের আয় নিয়ে পূর্বাভাস দিয়েছিল ওয়ালস্ট্রিট। সেই পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে, অ্যাপলের সিইও টিম কুক বলেন, চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিবেশেও প্রথম প্রান্তিকে রেকর্ড পরিমাণ আইফোন বিক্রি হয়েছে।
এর আগে, গত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রেকর্ড পরিমাণ বিক্রি কমে অ্যাপল পণ্যের। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের একই সময়ে তুলনায় গত বছরের শেষ তিন মাসে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে আইফোন বিক্রি কমেছে ৫ শতাংশ। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় পতন।
অ্যাপল জানিয়েছিল, সারা বিশ্বেই প্রতিষ্ঠানটির বেশির ভাগ পণ্যের বিক্রি কমেছে। এর মধ্যে তাদের জনপ্রিয় পণ্য আইফোনের বিক্রি কমেছে ৪ শতাংশের বেশি। ম্যাক কম্পিউটারের বিক্রি কমেছে ২৯ শতাংশ। এ ছাড়া প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ১৩ শতাংশ। হিসেব করলে দেখা যায়, অ্যাপলের মোট মুনাফা কমেছে ৩০ হাজার কোটি ডলার।
দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২০ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
২১ ঘণ্টা আগে